Moner Kotha

Moner Kotha আমার কথা হয়তো কারো ভালো লাগতে পারে নাও লাগতে পারে।

খাইতেই পারিনা আবার গোসল.! 😒
28/05/2025

খাইতেই পারিনা আবার গোসল.! 😒

09/05/2025

😆😆😆😆😆
#ভারত

প্রতিষ্ঠিত ফটোজার্নালিজম প্রতিযোগিতার ৬৮তম আসরের বিজয়ী নির্বাচিত হয়েছেন ১৪১টি দেশের ৩,৭৭৮ জন ফটোগ্রাফারের জমা দেওয়া ৫৯,৩...
22/04/2025

প্রতিষ্ঠিত ফটোজার্নালিজম প্রতিযোগিতার ৬৮তম আসরের বিজয়ী নির্বাচিত হয়েছেন ১৪১টি দেশের ৩,৭৭৮ জন ফটোগ্রাফারের জমা দেওয়া ৫৯,৩২০টি ছবির মধ্য থেকে।

20/04/2025

ধনকুবের মুকেশ আম্বানি এবং রতন টাটার মধ্যে পার্থক্য কী? দু'জনের সম্পত্তির পরিমাণ নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলেই দেখতে পাবেন রতন টাটা মুকেশ আম্বানির মতো অতোটা ধনী ছিলেন না! ভারতের একটি বিখ্যাত বিজনেস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের জন্য এক অভিনব কথা চালু করেছিল- ‘ইনভেস্ট ইন রিলায়েন্স অ্যান্ড ওয়ার্ক ফর টাটা’! অর্থাৎ যদি ব্যবসা করতে চাও তবে রিলায়েন্সের সাথে করো, আর যদি চাকরি করতে চাও তবে টাটা গ্রুপে নাম লেখাও!

কেন এমন কথা? একটু খোঁজ নিলেই দেখা যাবে, রতন টাটা আর মুকেশ আম্বানি দু'জনেরই বেড়ে ওঠা একইভাবে। দু'জনেই পৃথিবীর অন্যতম সেরা দুই ইউনিভার্সিটি থেকে নিজেদের এম.বি.এ ডিগ্রি লাভ করেছেন। দু'জনেই পারিবারিক সূত্রে বিরাট ধনী পরিবারের সন্তান।
উভয়ই নিজেদের বুদ্ধি ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের পারিবারিক ব্যবসাকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তবে, কেন মুকেশ আম্বানি রতন টাটার চেয়ে বেশি ধনী?

এক বিজনেস কনফারেন্সের প্রেস মিটিংয়ে যখন ঠিক এই প্রশ্নটি রতন টাটাকে করা হয়েছিল, উনি মৃদু হেসে জবাব দিয়েছিলেন- 'আসলে আমি একজন সামান্য শিল্পপতি, আর মুকেশ আম্বানি ব্যবসায়ী'। এই ছোট্ট জবাবেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন তাদের দু’জনের মধ্যকার তফাৎটা। কিন্তু কীভাবে?

রতন টাটার মালিকানায় থাকা টাটা কোম্পানি, বছর শেষে নিজেদের লাভের ৬৬% বিলিয়ে দেয় সাধারণ মানুষের উন্নতি ও অসহায় মানুষদের সাহায্যের জন্য। অর্থাৎ টাটা বছর শেষে ১০০ টাকা আয় করলে তার ৬৬ টাকাই দান করে দেয়! কয়েক বছর আগের বার্ষিক আয়ের রেভিনিউ একটু খতিয়ে দেখলে বোঝা যাবে, টাটা কোম্পানির বার্ষিক আয়ের রেভিনিউ ছিল যেখানে ১৪৪ বিলিয়ন ডলার, সেখানে রিলায়েন্সের বার্ষিক রেভিনিউ ছিল ৪৪ বিলিয়ন ডলার। ভারতবর্ষে এমন কোন শিল্পপতি নেই, যিনি রতন টাটার মতো নিজের আয়ের ৬৬% মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার সাহস বা মানসিকতা রাখেন!

11/04/2025

মনে রাখবেন আল্লাহ আপনারটা নিয়ে অন্যকে দেন না। আবার অন্যেরটা এনেও আপনাকে দেন না। তাই অন্যের ভালো কিছুতে উৎসাহ দিন, এতে আল্লাহ আপনার উপর খুশি থাকবেন।

30/03/2025

Eid Mubarak 💗

নান্দিনা - নরুন্দি সেকশনের মাঝে কানিল রেলক্রসিংয়ে তরমুজবাহী ট্রাকের সাথে সংঘর্ষে ৪৭ আপ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের লোকো ২...
27/03/2025

নান্দিনা - নরুন্দি সেকশনের মাঝে কানিল রেলক্রসিংয়ে তরমুজবাহী ট্রাকের সাথে সংঘর্ষে ৪৭ আপ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের লোকো ২৭১৮ ক্ষতিগ্রস্ত। এলএম সাহেব মারাত্মক ভাবে আহত।
এলএম সাহেবকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
ট্রেন বর্তমানে নান্দিনা স্টেশনে দাঁড়ানো।

উল্লেখ্য যে, গেটম্যান লেভেলক্রসিং এর গেট নামিয়ে দিয়ে ৪৭ আপকে লাইন ক্লিয়ার দেখায়। তৎক্ষনাৎ একটি তরমুজবাহী ট্রাক দ্রুতগতিতে এসে গেট ব্যারিয়ার ভেঙে রেললাইনের উপরে উঠে যায়। এবং রেললাইনের উপর উঠে যাওয়া মাত্রই সংঘর্ষ হয়।
সময়: ১১:২০

শুভ সকাল ফ্রম সাজেক ভ্যালী😭এটা কোন যুদ্ধবিধ্বস্ত উপত্যকা নয়, ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজকের সকালের বিরানভূমি সাজেক পর্যটনকে...
25/02/2025

শুভ সকাল ফ্রম সাজেক ভ্যালী😭

এটা কোন যুদ্ধবিধ্বস্ত উপত্যকা নয়, ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজকের সকালের বিরানভূমি সাজেক পর্যটনকেন্দ্র।

আল্লাহ সব মালিকদের খুব দ্রুত ক্ষতি উঠিয়ে দেওয়ার তৌফিক দান করেন আমিন।

আগামীকাল ময়মনসিংহে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে‌ ১০৪ বছর এর শতবর্ষী আলেমে দ্বীন। আমাদ...
16/02/2025

আগামীকাল ময়মনসিংহে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে‌ ১০৪ বছর এর শতবর্ষী আলেমে দ্বীন। আমাদের গফরগাঁও এর কৃতি সন্তান হাফেজ মাওলানা নুরুল ইসলাম হুজুর সভাপতির আসন অলংকৃত করবেন।

লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিলের সভাপতি হিসেবে তিনি যথাযোগ্য মর্যাদা পেয়েছেন। আলহামদুলিল্লাহ।

Address

Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moner Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moner Kotha:

Share