It's Me Emu Bird

It's Me Emu Bird নতুন পেইজ সবাই লাইক,, ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ ...
ভালো কিছু দিয়ে আপনাদের মন হাসি খুশি রাখবো.🥰
(1)

01/06/2025

আমি চাই না কেউ আমার রূপ দেখে ভালবাসুক।
কেউ আমার অবস্থান দেখে আমায় ভালবাসুক।
কেউ শুধু ব্যবহার দেখেও ভাল না বাসুক।

আমি যেমন তেমন হলে যার চলবে সে আসুক।
দেরি করে হলেও সে বসুক পাশে।
যেমন করে তীব্র গরমের পর প্রশান্তির বৃষ্টি আসে।

আমি চাই না কেউ আমায় এর জন্য ভালবাসুক যে আমি তাকে বাসি।বরং সে বাসুক আমি ভালবাসা পাবার যোগ্য বলে।যত্ন আর সম্মানের প্রাপ্য বলে।

তাকে নামি-দামি উপহার,বড় দালান বাড়ি,গাড়ি কিছু দিয়েই প্রকাশ করতে হবে না ভালবাসার মূল্য। কেবল বলুক
" আপনাকে ভালবাসার সব সংজ্ঞাতে ভালবাসি"।

14/05/2025

নিজের জন্য বাঁচো নিজেকে ভালোবাসো কারণ চোখের সামনে যা দেখছো সব স্বার্থ আর প্রয়োজন 🙃🖤

14/05/2025

প্রত্যেকটা শখের একটা বয়স আছে ।

মানুষ বলে না ? বড় হয়ে নিজের টাকায় করিস ,তখন টাকা থাকলেও শখ আর থাকে না ।

14/05/2025

আত্মসম্মান সবার থাকে…
তবুও কেউ কেউ আবার একটা ম্যাসেজ করে ফেলে।

বেহায়ার মতো নিজেই বারবার খোঁজ নিয়ে ফেলে, গুরুত্ব পাচ্ছে না জেনেও গুরুত্ব দিয়ে ফেলে। মুখের উপর বন্ধ হওয়া দরজায় কড়া নাড়িয়ে ফেলে, চলে যাচ্ছে বুঝলে সবটুকু দিয়ে আটকানোর চেষ্টা করে ফেলে। বিনা অপরাধে ক্ষমা চেয়ে ফেলে, অপমানে–কষ্টে মায়ার জঙ্গল তৈরি করে ফেলে।

কেউ শখ করে নিজেকে ছোট করতে চায় না, পায়ে পড়তে চায় না, মাথা ঝোঁকাতে চায় না।

12/05/2025

কি নাম দিব আপনারে,প্রেম,মায়া নাকি শুধুই এক অনাকাঙ্ক্ষিত ধ্বং"স..!!

ভালোবাসা অটুট থাকুক জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত! 💌🥀🖤
11/05/2025

ভালোবাসা অটুট থাকুক জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত! 💌🥀🖤

11/05/2025

জীবনে তোমার হাত ধরে শান্তি চাই । ভীষন শান্তি !
যেখানে মুছে যাবে ফেলে আসা গ্লানি । খুঁজে পাব জীবনে বাঁচার নতুন পথ , চোখ ভরে তৈরি হবে নতুন স্বপ্ন । ফুল ফুটবে চরম শীতলতা তেও । ভালো থাকবো জড়িয়ে, বেঁধে , একসাথে !! 🌸❤️

11/05/2025

বিশ্বাসে আঘাত লাগলে, সেই আঘাতের ক্ষত কখনোই সারিয়ে তোলা যায় না!!😅💔

10/05/2025

থাক না কিছু অপূর্ণতা, দেরি হোক কিছু পাওয়া ।
জীবন বাঁচানোই যখন মুখ্য- না মিলুক কিছু চাওয়া 🖤

10/05/2025

কেউ জিজ্ঞেস করলে বইলো আমি তোমাকে ঠকিয়েছি। না হলে মানুষ তোমাকে ঘৃণা করবে 💔

09/05/2025

বে'হায়া হইয়াও যারে ধইরা রাখতে পারলাম না,
তার প্রতি আমার বিশাল অবহেলা জন্মাক !💔

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Me Emu Bird posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share