Md Pieyarul-মোঃ পিয়ারুল ツ

Md Pieyarul-মোঃ পিয়ারুল ツ বিভিন্ন প্রকার মজার ভিডিও পোস্ট এর মাধ্যে আপনাদের বিনোদনই আমার প্রধান লক্ষ্য

আমি এই পেজের মাধ্যমে বিভিন্ন প্রকার- ওয়াজ , মাহফিল , কুরআন তেলাওয়াত , সুরা , কেরাত , ইসলামিক গান , গজল , আমার নিজের কন্ঠে গাওয়া গজল , সহ নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক পোষ্ট করব।
এর পাশাপাশি ,
শর্ট ভিডিও , ফানি ভিডিও , কমেডি ভিডিও , পার্সোনাল ব্লগ , ব্লক , টিক টক ভিডিও , স্নেক ভিডিও , রিল ভিডিও , শর্ট ভিডিও , পোষ্ট করব।
তার সাথে ,
যে সকল নিউজ তুলে ধরব আপনার সামনে- যেমন, রাজনৈতিক খবর , খেলা

র খবর , সাংস্কৃতিক খবর , দেশ ও জনপদের খবর , কৃষি খবর , সত্যি ঘটনা , সকল প্রকার রাজনৈতিক অরাজনৈতিক খবর বিভিন্ন পোস্ট করে থাকি।
Pieyarul-পিয়ারুল পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে

28/08/2023

Nice song

28/08/2023
28/08/2023
28/08/2023
নান্দাইল রোড বাজারে অবৈধ স্হাপনা ভেঙ্গে দিল। নান্দাইল উপজেলা প্রশাসন।।
28/08/2023

নান্দাইল রোড বাজারে অবৈধ স্হাপনা ভেঙ্গে দিল। নান্দাইল উপজেলা প্রশাসন।।

27/08/2023
৯ বছর পর নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী তফসিল ঘোষণা ॥ ২১শে সেপ্টেম্বর ভোট গ্রহন ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং ...
27/08/2023

৯ বছর পর নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের
নির্বাচনী তফসিল ঘোষণা ॥ ২১শে সেপ্টেম্বর ভোট গ্রহন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের অন্যতম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। দীর্ঘ প্রায় ৯ বছর পর বিদ্যালয়ের নানান জটিলতার অবসান ঘটিয়ে আগামী ২১ সেপ্টেম্বর/২৩ইং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবক মহলে আনন্দ ও উৎসাহ উদ্দীপনা দেখাগেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা প্রবিধানমালা ২০০৯ এর অনুচ্ছেদ ১৬ মোতাবেক নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের নির্দেশক্রমে উক্ত নির্বাচনের তফসিল ঘোষণা করে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাখখারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধমে জানাগেছে, ৩০ই আগস্ট ও ৩১শে আগস্ট মনোনয়নপত্র বিতরণের শেষ তারিখ এবং ৩রা সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। এছাড়া আগামী ৪ঠা সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় মনোনয়নপত্র বাছাই ও ৭ই সেপ্টেম্বর বেলা ৩ ঘটিকা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। সর্বশেষ আগামী ২১শে সেপ্টেম্বর/২৩ইং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-১জন, দাতা-১জন, অভিভাবক (পুরুষ) ৪জন, অভিভাবক (মহিলা) ১জন, সাধারণ শিক্ষক-২জন, ও মহিলা-১জন পদে নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানাগেছে, প্রায় ৯ বছর পর নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিদ্যালয়টির প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে একটি দক্ষ পরিচালনা কমিটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাহোক নির্বাচনী তফিসল ঘোষণা হওয়ায় আমরা অভিভাবক মহল খুব খুশী ও প্রতিষ্ঠানটির উত্তোরত্তর মঙ্গল কামনা করছি। এ দিকে নির্বাচনী প্রচারণায় ঘোষিত তফসিল অনুযায়ী জনসভা, শুভাযাত্রা, লাউডস্পীকার সহ বাইসাইকেল, মোটারসাইকেল ও কোন প্রকার গাড়ী বহর ব্যবহার করা যাবে না বলে তফসিলে উল্লেখ করা হয়েছে। নির্বাচনী প্রচারণায় শুধুমাত্র সাড়ে ৫ ইঞ্চি বাই সাড়ে ৮ ইঞ্চি সাইজের সাদা-কালো লিফলেট ব্যবহার করা যাবে। তবে কোন নির্বাচনী ক্যাম্প ব্যবহার করা যাবে না। বিদ্যালয়ের দাতা সদস্য ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রফিক বলেন, সকল জটিলতার অবসান ঘটিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আশা করছি নির্বাচিত নতুন্য ম্যানেজিং কমিটি প্রাতিষ্ঠানিক ও ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন। এ বিষয়ে অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কাজী আতাউর রহমান বলেন, বিদ্যালয়টির সার্বিক উন্নয়নের স্বার্থে একটি সুষ্ট, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রয়োজন। একটি দক্ষ ও দায়িত্বশীল ম্যানেজিং কমিটি উপহার দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
ছবি-সংযুক্ত

Address

Pankarhatti, Gangail, Nandail
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Md Pieyarul-মোঃ পিয়ারুল ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share