Eîstiak Ahmêd Nayêêm

Eîstiak Ahmêd Nayêêm ই চ্ছে পূ র ণ

25/08/2023

আমি আর "ই ,বি ,তে" পড়ব না। পড়বে কে জানাচ্ছি😊

Alhamdulillah For Everything.Alhamdulillah the dream was fulfilled finance and Banking . May Allah make future dreams ea...
18/08/2023

Alhamdulillah For Everything.

Alhamdulillah the dream was fulfilled finance and Banking . May Allah make future dreams easy.🥰

30/06/2023

🔯ভাতিজা আমার যেমন বুদ্ধিমান~ তেমন দুষ্ট!

Everyone will pray for him !!

প্রতিবছরের মতো এবারও যদি চামড়ার সিন্ডিকেট তৈরী করে চামড়ার দাম কমিয়ে ফেলে তবে সেটা পানির দামে বিক্রি বা পুতে না ফেলে রান্...
27/06/2023

প্রতিবছরের মতো এবারও যদি চামড়ার সিন্ডিকেট তৈরী করে চামড়ার দাম কমিয়ে ফেলে তবে সেটা পানির দামে বিক্রি বা পুতে না ফেলে রান্না করে খেয়ে ফেলুন আর চামড়ার টাকা গরীব মিসকিনদের দিয়ে দিন তবুও সিন্ডিকেটের কাছে জিম্মি হবেন না।

গরুর চামড়া রান্না করবেন যেভাবে

ইসলামের দৃষ্টিতে গরু-ছাগলের চামড়া খাওয়া হালাল। আমাদের দেশে গরু-ছাগলের বট খাওয়ার ব্যাপক প্রচলন আছে। বরিশাল, পটুয়াখালী, বরগুনাসহ বিভিন্ন জেলায় গরুর মাথার চামড়া রান্না করে খাওয়ার প্রচলন আছে। তবে পশুর চামড়া খাওয়ার প্রচলন খুব একটা নেই। অথচ আফ্রিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ নানা দেশে এটি খুবই জনপ্রিয় খাবার। গরুর আকারভেদে একটি চামড়া ১০ থেকে ৫০ কেজি ওজন হতে পারে। একটি গরুর চামড়ায় ১০ থেকে ১৫ কেজি কিংবা এর চেয়ে বেশি পরিমাণ মাংস পাওয়া যায়। এই মাংস দিয়ে হালিম, চটপটি ইত্যাদি রান্না করলে তা মজাদার হয়। আর গরম চামড়া দিয়ে ভাত ও রুটি খাওয়া আরো মজাদার।

রন্ধন প্রক্রিয়া
গরুর চামড়ার রন্ধন প্রক্রিয়াও অনেক সহজ।
দেখে নিন-
* প্রথমে গরুর চামড়া এক থেকে দেড় ফুট সাইজের ছোট টুকরা করে নিতে হবে।
* এবার মেঝেতে রেখে চামড়ার উপরের অংশে গরম পানি ঢেলে সঙ্গে সঙ্গে স্ট্রিলের চামচ দিয়ে আঁচড় দিন। দেখবেন খুব সহজেই চামড়ার পশমগুলো উঠে যাবে।
* লোম উঠে যাবার পর চামড়ার নিচের অংশ পরিষ্কার করে ছোট ছোট টুকরা করতে হবে।
* এরপর ভালোভাবে ধুয়ে গরম পানিতে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হলে, প্রয়োজনীয় মশলা দিয়ে গোশতের মত করে রান্না করতে হয়।
কতটা স্বাস্থ্যকর?
গরুর চামড়া খাদ্যমান হিসেবে একেবারে মন্দ নয়। প্রতি ১০০ গ্রাম গরুর চামড়ায় ২২৫ কিলো ক্যালরি শক্তি থাকে। উপাদান হিসেবে এই ১০০ গ্রামে ৪৭ গ্রাম প্রোটিন, ৭ গ্রাম কার্বোহাইড্রেট, ১ গ্রাম চর্বি, ০.০২ গ্রাম ফাইবার এবং ৪৫ গ্রাম পানি থাকে।
গরুর চামড়ার প্রোটিন সাধারণত জিলাটিন হিসেবে থাকে। জিলাটিন হাড় ও ত্বক গঠনের জন্য গুরুত্বপূর্ণ। যদিও গরুর চামড়ায় ভিটামিন ও মিনারেল থাকে না বললেই চলে। তবে খুবই সামান্য পরিমাণ চর্বি থাকায় শরীরে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব ফেলে না।

Address

Mymensingh
1266

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eîstiak Ahmêd Nayêêm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share