
27/04/2025
.....রচনার অপেক্ষায়......ফজলে রাব্বী সোয়েব
হতে চাই তোমার চোখের অশ্রু,
যাতে বেয়ে পরার সময় স্পর্শ করতে পারি
তোমার ওই তুলতুলে গাল।
হতে চাই তোমার মুখের ওই মিষ্টি হাসি,
যাতে তোমার আনন্দে আমার আবেগকে
আপ্লুত করে নিতে পারি নিজেকে, আষ্ঠেপৃষ্ঠে।
স্বপ্নগুলো এখন মনে হয় সব অলীক,
কান্নাগুলোকে মনে হয় সব সত্য,
জীবনটা যেন হয়ে উঠেছে মরুভূমির
ওই নষ্ট চোরাবালির মতো,
এগিয়ে চলছি তো চলছিই।
তোমাকে পাবার আশায় ক্লান্তহীন ছুটে চলা,
দিবস রজনী একাকার করে,
তারপরো শেষ হয় না পথ।
দেখছি একদম কাছেই আছে বিজয়,
কিন্তু এই কাছেটাই যে এতদূর!
মাঝে মাঝে মনে হয়,
ভ্রান্তদিকে ছুটে চলা আমার,
হয়তো কখনো দেখা পাবো না তোমার,
হয়তো কখনো পুরবো না ভালোবাসার আগুনে,
ধীরে ধীরে তলিয়ে যাবো তোমাকে
না পাওয়ার বেদনার সমুদ্রে।
তারপরো একটি আশায় আমার এই ছুটে চলা,
যদি কখনো রচনা করতে পারি
প্রেমের উপাখ্যান,তোমায় পেলে,
কিংবা না পেলেও।