TouchofDream

TouchofDream This Channel is created to share videos related to singing , , and

.....রচনার অপেক্ষায়......ফজলে রাব্বী সোয়েবহতে চাই তোমার চোখের অশ্রু,যাতে বেয়ে পরার সময় স্পর্শ করতে পারি তোমার ওই তুলতুলে...
27/04/2025

.....রচনার অপেক্ষায়......ফজলে রাব্বী সোয়েব

হতে চাই তোমার চোখের অশ্রু,
যাতে বেয়ে পরার সময় স্পর্শ করতে পারি
তোমার ওই তুলতুলে গাল।
হতে চাই তোমার মুখের ওই মিষ্টি হাসি,
যাতে তোমার আনন্দে আমার আবেগকে
আপ্লুত করে নিতে পারি নিজেকে, আষ্ঠেপৃষ্ঠে।

স্বপ্নগুলো এখন মনে হয় সব অলীক,
কান্নাগুলোকে মনে হয় সব সত্য,
জীবনটা যেন হয়ে উঠেছে মরুভূমির
ওই নষ্ট চোরাবালির মতো,
এগিয়ে চলছি তো চলছিই।
তোমাকে পাবার আশায় ক্লান্তহীন ছুটে চলা,
দিবস রজনী একাকার করে,
তারপরো শেষ হয় না পথ।
দেখছি একদম কাছেই আছে বিজয়,
কিন্তু এই কাছেটাই যে এতদূর!

মাঝে মাঝে মনে হয়,
ভ্রান্তদিকে ছুটে চলা আমার,
হয়তো কখনো দেখা পাবো না তোমার,
হয়তো কখনো পুরবো না ভালোবাসার আগুনে,
ধীরে ধীরে তলিয়ে যাবো তোমাকে
না পাওয়ার বেদনার সমুদ্রে।

তারপরো একটি আশায় আমার এই ছুটে চলা,
যদি কখনো রচনা করতে পারি
প্রেমের উপাখ্যান,তোমায় পেলে,
কিংবা না পেলেও।

27/04/2025

কবিতা-ভালোবাসা ও কবিতার শব্দগুলো
লেখনী- ফজলে রাব্বী সোয়েব..

তোমার লিখতে না পারার ব্যাকুলতা থেকে লিখলাম।ডায়েরীর স্তরে স্তরে এত সুসজ্জিত শব্দ
তুমি জমা করে রেখেছো, তা দেখে
বড্ড অবাক হয়ে গেছি আমি।
তোমার লিখা ডায়েরীর প্রতিটা পাতায়
এক একটা ভালোবাসার মহাকাব্য রচিত।
এখন হয়তো আর শব্দ খুঁজে পাও না,
এখন হয়তো প্রকৃতির সৌন্দর্য আর
তোমায় টানে না আগের মতো,
এখন হয়তো তুমি আর ভালোবাসতে
পারো না তোমার জন্য দিনের পর দিন
রজনীগন্ধা হাতে নিয়ে অপেক্ষারত মানুষটিকে।
প্রচন্ড দাবদাহে এক পশলা বৃষ্টির
স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল মানুষটার মতই,
তোমার ভালোবাসা পাওয়ার জন্য
প্রতিনিয়ত মানুষটি অপেক্ষা করে যাচ্ছে
দিনের পর দিন, মাসের পর মাস।
সে জানে তার ভালেবাসাই পারে
তোমাকে ফিরিয়ে দিতে তোমার সুদিন,
তোমাকে ফিরিয়ে দিতে কবিতার শব্দগুলোকে।

#কবিতা #ভালোবাসারকবিতা

আমি.....ফজলে রাব্বী সোয়েব.....নিজেকে আজ রেখিছি নিভৃতে।ক্ষণজন্মা ভালো সময়টুকু খারাপ সময়েরদীর্ঘসূত্রিতার কাছে হেরে যায় বার...
26/04/2025

আমি.....
ফজলে রাব্বী সোয়েব.....

নিজেকে আজ রেখিছি নিভৃতে।
ক্ষণজন্মা ভালো সময়টুকু খারাপ সময়ের
দীর্ঘসূত্রিতার কাছে হেরে যায় বারংবার।
হলুদ সবুজের মিলনে উৎপন্ন হওয়া কালো রংটাও
দিনের পর দিন গাঢ় হয়ে যাচ্ছে।
যখনই না একটু সোজা করেছি মেরুদন্ডটাকে,
ঠিক তখনই যেন নিজ নির্বুদ্ধিত্তার গুণে
বাঁকা হয়ে যাই আবারো, কাছের মানুষগুলো
ভালোবাসার মানুষগুলো, দূর থেকে হাসে,
তিরস্কার করে, যেন বলে গাধাটা গাধাই রয়ে গেল!
আমি রাগ করি না, অভিমান করি,
একটু বিরতি নিয়ে আবার জীবনের পথ চলা
শুরু করি, অসীম আকাশ ছোঁয়ার স্বপ্ন রচি আবারো।
হয়তো বা পাব না ছুঁতে,উড়বো আবারও,
আবারও পড়ে যাব মুখ থুবড়ে,
আবারো পাত্র হবো তিরস্কারের,
তবে ভালোবাসার মানুষগুলো
একদিন আবিষ্কার করবে ঠিকই
মেরুদন্ডটা আমার সোজা হয়ে গেছে
কবরে শোয়ানোর ঠিক আগ মুহুর্তে!

বলবে, গাধাটা তবে সত্যিই মানুষ হলো!

#কবিতা

17/01/2025

দরবেশ বাবা হয়া যান, কামাই ভাল, দরবেশ বাবা ন্যাংটাসা...

17/01/2025

আমি সংসদ সদস্য হইলে বিড়ি খাওয়ায় পাঁচ হাজার টেকা জরিমানা..

17/01/2025

হোম্বনদির পো কোতা তেকে আসিলো..

Address

Baghmara
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when TouchofDream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share