
26/09/2025
চিরচেনা অভ্যস্ত জীবনে, হঠাৎ করে অচেনা অনভ্যস্ত মানুষের আগমন ঘটে।
এসে হৃদয়ের পুরোটা জুড়ে বসে,
ভালোবাসার পাটি পেতে।
ধীরে ধীরে বদলে দেয়,
পুরনো সব নিয়ম কানুন।
দেখায় স্বপ্ন দুচোখ ভরে,
গহীন তেপান্তরের মতো সীমাহীন।
তারপর একদিন হঠাৎ,
এমনি করে হারিয়ে যায় যেন,
সে ছিলই না কখনো।
যাবার বেলায়, ডুবিয়ে দিয়ে যায়
এক আকাশ সমান, বিষন্নতায়।
তখন কাটি ডুব সাঁতার,
এক অবর্ণনীয়, দারুন যন্ত্রণায়...
...Emni😆