DESH VISION

DESH VISION "সত্য ও সুন্দরের পথে "
এই স্লোগানকে সাম?

08/10/2024
30/08/2024

রাষ্ট্র সংস্কার কি আদৌ সম্ভব ?

কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নয় দফা । ৯ দফা থেকে এক দফা অর্থাৎ স্বৈরাচার হাসিনার পতন। হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে এবং অসংখ্য মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে জন্ম হয় নতুন এক বাংলাদেশের। এ নতুন বাংলাদেশের কারিগর বিপ্লবী ছাত্র জনতা। বিপ্লবী ছাত্র-জনতার স্বপ্ন এখন বিধ্বস্ত, দুর্নীতিগ্রস্ত এবং ঘুনে ধরা দেশকে সংস্কার করা। তারা এখন সংস্কার সংস্কার বলে ছোটাছুটি করছে এদিক সেদিক, গন্তব্যহীন। তাদের নেই কোন নির্দিষ্ট লক্ষ্যমাত্রা। বর্তমান অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ কে বলা হচ্ছে বিপ্লবী সরকার। অন্তবর্তী কালীন সময়ে রাষ্ট্র যন্ত্রের প্রতিটি রন্দ্রে রন্দ্রে পচন ধরে যাওয়া একটি দেশকে সংস্কার করা কি আদৌ সম্ভব? না সম্ভব নয়। প্রশাসনের রদবদল, পদোন্নতি অব্যাহতি ইত্যাদি কার্যক্রমের বাহিরে তাদের করার কিছু নেই। দেশের মানুষের চিন্তা চেতনা এবং নৈতিকতার পরিবর্তন ছাড়া শুধু এসব কার্যক্রমের মাধ্যমে অস্থিমজ্জায় পচন ধরে যাওয়া রাষ্ট্রযন্ত্র সংস্কার সম্ভব নয়।

তাহলে কিভাবে সম্ভব?
দেশ সংস্কার বা দেশ গঠন করতে হলে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। তার আগে প্রয়োজন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, সেই দলের ভিতরে সংস্কার। দেশের মানুষের চিন্তা চেতনায় এটা প্রতিষ্ঠিত যে, দুইটি দল ক্ষমতায় থাকবে বা থাকতে হবে, আওয়ামী লীগ না হয় বিএনপি । এবং এক্ষেত্রে দুটি দলের মধ্যে বোঝাপড়াও আছে। তারা তৃতীয় কোন দল বা শক্তিকে স্পেস দিতে রাজি নয়। বিপ্লবী ছাত্ররা বিএনপি'র প্রতিও আস্থা রাখতে পারছে না অন্যদিকে নতুন ধারার দল গঠনেও এক পা এগিয়ে দুই পা পিছিয়ে যাচ্ছে। কারণ ভোটের হিসেব-নিকেশে সাধারণ মানুষ এখনো বড় দুই / তিন রাজনৈতিক দলের মধ্যেই সীমাবদ্ধ। দেশের সাধারণ মানুষ এখনো অর্থ এবং পেশী শক্তি দ্বারা পরিচালিত হয়ে অভ্যস্ত।
তাই ছাত্র জনতাকে তৃতীয় কোন শক্তি বা দলকে সামনে নিয়ে আসতে হবে। যে দল পদ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, পরিবার তন্ত্র, সন্ত্রাসী চাঁদাবাজি এবং দুর্নীতি থেকে মুক্ত। যে দলে গণতন্ত্র, সংস্কার এবং সৎ মানুষ তৈরি করার কর্মসূচি রয়েছে। এদিক-সেদিক ছোটাছুটি না করে, ছাত্র জনতা কে দেশের নেতৃত্ব তাদের হাতেই তুলে দিতে হবে যারা বিভিন্ন সময়ে সততার পরীক্ষায় উত্তীর্ণ। তাহলেই ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত বিপ্লব সফল হবে এবং পূরণ হবে অসংখ্য শহীদের স্বপ্ন।
- এস দোহা-

23/03/2024
09/09/2023
31/08/2023
30/08/2023
29/08/2023
27/08/2023

Address

Mymensing Office: Nowmohal, Mymensingh. , Dhaka Office:
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when DESH VISION posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share