10/09/2024
সিটি কর্পোরেশনের কাউন্সিলাররা স্বপদে বহাল আছে, জেলা পরিশোধের মেম্বারগণ স্বপদে বহাল আছে, পৌরসভার কাউন্সিলরগণ স্বপদে বহাল আছে, জনগণ সঠিক সেবা পাচ্ছে। কিন্তু উপজেলা পর্যায়ে কোন নির্বাচিত জনপ্রতিনিদী না থাকায় কাঙ্কিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। সেবা দানের লক্ষে খুব দ্রুত পুরুষ ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানগণদের স্বপদে পূর্ণ বহাল করা দরকার মনে করছি।