মো: ফাহিম রহমান খান পাঠান

মো: ফাহিম রহমান খান পাঠান 💖

08/07/2025

নেত্রকোণা সদরের মৌগাতি ইউনিয়নের হলুদাটি গ্রামের মানুষ ঈদ গা মাঠে নামাজ পড়তে যেতে হলে কাদামাটি পাড় হয়ে যেতে হয়।সদর উপজেলার UNO মহোদয়ের কাছে জানানো হয়েছে দ্রুত রাস্তাটি করে দেয়ার জন্য।এতে কয়েক গ্রামের মানুষ ঈদ গা মাঠে নামাজ পড়তে যেতে পারবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সাবেক আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক অধ্যাপক মা...
08/07/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সাবেক আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক অধ্যাপক মাওলানা এনামুল হক সংসদীয় আসন ১৫৮, নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) এর জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মাওলানা বদরুল আমিন জেলা তারবিয়াত সেক্রেটারি, সাবেক জেলা শিবিরে সেক্রেেটারি সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন উনাকে তাৎক্ষনিক দেখতে যান জাতীয় নাগরিক পার্টি (NCP) এর কেন্দ্রীয় সদস্য, নেত্রকোণা - ২ (সদর - বারহাট্টা) আসনের মনোনয়ন প্রত্যাশি "ফাহিম রহমান খান পাঠান"আল্লাহ উনাকে দ্রুত সুস্হ করে দিন আমিন।

এডমিন পোস্ট

নেত্রকোণা বিএডিসি ফার্মের এখানে একটি দ্রুতগামী সিএনজি রিক্সায় বসা পৌরশহরের নাগড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সাহা দাদাকে ধা...
07/07/2025

নেত্রকোণা বিএডিসি ফার্মের এখানে একটি দ্রুতগামী সিএনজি রিক্সায় বসা পৌরশহরের নাগড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সাহা দাদাকে ধাক্কা মেরে চলে যায়।দাদাকে নিয়ে হাসপাতালে আসে তাওসিফ, বুখারি ও নাফিউ।সাথে সাথে খবর পেয়ে আমি গিয়ে চিকিৎসার ব্যবস্হা করে উনার পরিবারকে অবগত করার মাধ্যমে ময়মনসিংহ পাঠানোর ব্যবস্হা করি।আল্লাহ উনাকে দ্রুত সুস্হ করে দিন আমিন।

নেত্রকোণা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছোট বন্ধুদের খেলাধুলার জন্য ১ টি ফুটবল দেয়া হলো।তারা বলেছে তারা সবাই ভাল করে পড়াশোনা ...
05/07/2025

নেত্রকোণা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছোট বন্ধুদের খেলাধুলার জন্য ১ টি ফুটবল দেয়া হলো।তারা বলেছে তারা সবাই ভাল করে পড়াশোনা করবে।

জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে
04/07/2025

জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে

আলহামদুলিল্লাহ কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে ধ/র্ষ/ণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করেছ...
29/06/2025

আলহামদুলিল্লাহ
কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে ধ/র্ষ/ণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৯ জুন) ভোর ৫টার দিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খতিবনগুয়া নিবাসী বন্ধু শাকিল (পিকআপ চালক)এর বাবা(খতিব নগুয়া মসজিদের সেক্রেটারি)কে  নেত্রকোণা মডেল থানায় ভুল ইনফরমেশনে নি...
27/06/2025

খতিবনগুয়া নিবাসী বন্ধু শাকিল (পিকআপ চালক)এর বাবা(খতিব নগুয়া মসজিদের সেক্রেটারি)কে নেত্রকোণা মডেল থানায় ভুল ইনফরমেশনে নিয়ে গেলে দ্রুত সময়ের মধ্যে উনাকে ছাড়িয়ে নিয়ে আসি।

25/06/2025

আগামী ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে - এইচএসসি , আলিম ও ভোকেশনাল পরীক্ষা,সকল কোমলমতি পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক দোয়া রইল।ফি আমানিল্লাহ্

24/06/2025

আজকে আরামবাগ মোড়ে দূর্গা কেবিনে ছোটভাই রবিনকে নিয়ে মিষ্টি খাইতে বসছিলাম।এরপর দেখি এই চাচির সাথে ওয়েটারের কথা কাটাকাটি।টাকা কম হওয়ায় মিষ্টি দিতে চাচ্ছিলো না।এরপর আমি বললাম আপনার যতটুকু লাগে নেন,আমি দেখছি। তারপর উনাকেও খাওয়ালাম।এমন চেষ্টা সব সময়ই করার চেষ্টা করি।সবাইকে অনুরোধ থাকবে নিজ নিজ জায়গা থেকে আশেপাশের সবার জন্য দাড়ানোর।তাহলেই পরিবর্তন সম্ভব।

NCP এর নিবন্ধন কার্যক্রমে ২ টি উপজেলার ২০০+২০০ সদস্য ফরম পূরণ করে, ২ কার্যালেয়র চুক্তি সম্পন্ন করে সকল জেলার মতো অংশগ্রহ...
22/06/2025

NCP এর নিবন্ধন কার্যক্রমে ২ টি উপজেলার ২০০+২০০ সদস্য ফরম পূরণ করে, ২ কার্যালেয়র চুক্তি সম্পন্ন করে সকল জেলার মতো অংশগ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি নেত্রকোণা জেলা।যারা অমানুষিক পরিশ্রম করে এই কয়দিন কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ ১৪ তম বার 0- রক্তদান 💖
22/06/2025

আলহামদুলিল্লাহ ১৪ তম বার 0- রক্তদান 💖

16/06/2025

আসন্ন শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে কিছু কথা.....

শ্রমিক ইউনিয়ন নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে।নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতারা উঠে আসুক।এই নির্বাচনে আমার কিছু চাওয়া।আপনারা একমত হলে শক্ত অবস্হান নিতে পারেন।

*শ্রমিক ইউনিয়নের তহবিলে শ্রমিকদের কি কি উন্নয়ন হবে?

*শ্রমিকরা কি কি সুযোগ সুবিধা পাবে?

*কোন শ্রমিক মারা গেলে তার পরিবার কি পাবে?

*শ্রমিকদের সন্তানদের শিক্ষা অর্জনে শ্রমিক ইউনিয়ন কি ভূমিকা রাখবে?

*অসুস্থ বয়স্ক শ্রমিককে শ্রমিক ইউনিয়ন কিভাবে দেখবে?

* বেপরোয়া গাড়ি চালানোর পরিনাম কি হবে বলতে হবে,শাস্তির ব্যবস্হা করতে হবে

* সঠিক প্রশিক্ষণ ছাড়া কাওকে গাড়ি চালাতে দেয়া হবেনা

* চালক,শ্রমিকদের কয়েক মাস অন্তর অন্তর ডোপ টেস্ট (মাদকের পরীক্ষা) করতে হবে

* অতিরিক্ত ভাড়া আদার করা যাবেনা

*যত্র তত্র অতিরিক্ত লোক উঠিয়ে যাত্রীদের ভোগান্তিতে ফেলা যাবেনা

এই দাবীগুলো নির্বাচনের পূর্বে প্রতিদ্বন্দ্বীরা প্রতিজ্ঞা করে এবং সেই প্রতিজ্ঞা পালনের শক্ত দলিল করে নির্বাচনের আয়োজন করুক।

© Fahim Rahman Khan Pathan

Address

Mymensingh

Telephone

+8801917335050

Website

Alerts

Be the first to know and let us send you an email when মো: ফাহিম রহমান খান পাঠান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মো: ফাহিম রহমান খান পাঠান:

Share