20/09/2025
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য, ফাহিম রহমান খান পাঠানের সহযোগিতায় ও স্হানীয় নেতৃবৃন্দের উদ্যোগে নেত্রকোণা সদর উপজেলার ১নং মৌগাতী ইউনিয়নের দূর্গাপুর ফাইস্কা গ্রামে খেলাধুলার জন্য একটি নেট ও ফুটবল দেয়া হয় NCP নেত্রকোণা জেলা থেকে।এখানে উপস্থিত ছিলেন,ইমন কায়েস শুভ,নাফিউ রহমান খান পাঠান ও আনিসুর রহমান সাগর।