08/07/2025
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সাবেক আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক অধ্যাপক মাওলানা এনামুল হক সংসদীয় আসন ১৫৮, নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) এর জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মাওলানা বদরুল আমিন জেলা তারবিয়াত সেক্রেটারি, সাবেক জেলা শিবিরে সেক্রেেটারি সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন উনাকে তাৎক্ষনিক দেখতে যান জাতীয় নাগরিক পার্টি (NCP) এর কেন্দ্রীয় সদস্য, নেত্রকোণা - ২ (সদর - বারহাট্টা) আসনের মনোনয়ন প্রত্যাশি "ফাহিম রহমান খান পাঠান"আল্লাহ উনাকে দ্রুত সুস্হ করে দিন আমিন।
এডমিন পোস্ট