Fine vedos

Fine vedos এই পেজেম মধ্যে আপনারা মজার বিনোদন পাবে৷ এই পেজের মধে আপনারা নতুন ভিডিও পেথে পেজটি ফলো করেন

30/03/2024

কবি বলেছেন 🤨
যেখানে সম্মান নেই, সেখানে যেও না

তাই বলে কী আমি আমার বাসায় যাবো না..!😒

26/03/2024

কার কার ইচ্ছা আছে এরকম দায়িত্ব নেওয়ার আবসই জানাবেন

21/03/2024
21/03/2024

য়ে মানুষটাকে বেশি ভালো বাসবেন
সেই আপনাকে ছেড়ে যায় 😂😂

20/03/2024

শুনেছি,,
মন থেকে কিছু চাইলে নাকি পাওয়া যায়...?

তবে,,আমি কি তোমায় চাই নি.?
হ্যাঁ অবশ্যই চেয়েছিলাম।
তবে আমি কেনো তোমায় পাইনি.?🤕
_____________________________________
আচ্ছা,,
বিয়ের পর নাকি সব কিছু ঠিক হয়ে যায়...?

তাহলে,,২ বছরের বেবিটাকে কোলে নিয়ে, দূর থেকে প্রি-মানুষটাকে দেখে কেনো মানুষ কাঁদে...?

তবে,,কি ধরে নিবো..
মনের অগোচরে সব কিছু রয়ে যায়।💔
______________________________________
শুনেছি,,
সময়ের সাথে নাকি মানুষকে ভুলা যায়...?

তাহলে,,পাড়ার মনি আপু তার ৪ বছরের বাচ্চাকে গল্প শুনাবার সময়-রুপকথায় বারবার তার প্রিয় মানুষটার নাম-ই বা কেনো রাখে.?

তবে,,কি ধরে নিবো মানুষকে ভুলা সহজ না😥
_____________________________________
আচ্ছা,,
ব্যস্ত থাকার পর নাকি কাউকে মনে পড়া সম্ভব নয়...?

তাহলে,,হাজার ব্যস্ততায় হঠাৎ প্রিয় মানুষটার নাম শুনলে মনটা থমকে যায় কেনো.?
কেনো সেই মানুষটার দিকে তাকায় যে তার নাম নিয়েছিলো.?🤕

তাহলে-কি,, ব্যস্ততা ছিলো না! নাকি ব্যস্ততায় কাবু করতে পারিনি তার মনের কথা গুলোকে, শত ব্যস্ততায়ও মনে পড়বেই💔
______________________________________
শুনেছি,,
মানিয়ে নিলেই নাকি সব কিছু মিটে যায়..?

তাহলে,,৩০ বছরের সংসার কেনো ভেঙ্গে যায়.?
তবু কেনো মানিয়ে নিতে নিতে মানুষ আত্নহত্যায় সামিল হয়.?🤕

তবে-কি,, ধরে নিবো মানা মানিতেও মানুষ চরম ভাবে হেরে যেতে বাধ্য!😥
___________________________________

প্রিয়
আজ বড্ড বেশি মনে পরছে তোমায়,,! হে আমার সৃষ্টিকর্তা, ভালো রেখো পাগলটাকে,,কখনো কষ্ট পেতে
দিও না, বড্ড ভালোবাসি যে তাকে---!😥

20/03/2024

রাত ১২ টায় আমার বেষ্টফ্রেন্ড সুভ কল দিলো

-মামা তুই কই (সুভ)

-এত রাতে কই থাকবো শুয়ে আছি(আমি)

-একটু তোর বাসার নিচে আয়(সুভ)

-কেনো(আমি)

- আমি তোর বাসার নিচে (সুভ)

-তুই এতো রাতে এখানে কি করছিস(আমি)

-আয় না তুই একা একা ভালো লাগছে না(সুভ)

-দাড়া আসতেছি।

তারপর আমি কাচা ঘুম বিসর্জন দিয়ে উঠে পরলাম।তারাতারি নিচে এসে দেখলাম সুভ দাড়িয়ে আছে।

-কিরে এতরাতে এখানে কি করছিস।(আমি)

-এমনি তোর সাথে দেখা করতে এসেছি।একা একা ভালো লাগছেনা(সুভ)

-তাই বলে এতরাতে এখানে আসবি(আমি)

-আচ্ছা আয় একটু হেটে আসি(সুভ)

-হুম চল(আমি)

তারপর আমি আর সুভ কিছুক্ষণ হাটার পর সুভ বললো।

-দোস্ত তুই একটু আমাদের বাড়িতে গিয়ে আমার আম্মু আব্বুকে বুঝাস না একটু আমার জন্য কান্না না করতে(সুভ)

-কেনো তোর জন্য কান্না করতেছে কেনো তুই বাড়ি যা(আমি)

-দোস্ত আমি চাইলেও যেতে পারবোনা(সুভ)

-কেনো পারবিনা(আমি)

তখনি দেখলাম আমার ফোনে রাতুলের মায়ের নাম্বার থেকে কল আসে।

-হ্যালো বাবা তুমি কই আছো(আন্টি)

আমি ওইপাশ থেকে শুনলাম আন্টি কান্না করতেছে।

-কেনো আন্টি(আমি)

-তোমার বন্ধু সুভ একটু আগে আত্নহত্যা করেছে।
তারপর কিছু একটা পড়ে যাওয়ার যাওয়ার শব্দ শুনলাম হয়তো উনি সেন্সলেস হয়ে গেছেন।
আমি কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি।
সুভ আত্নহত্যা করলে আমার সাথে কে ছিলো।

#অনুগল্প

#কে_ছিলো?

20/03/2024

- gf এর মোবাইলটা হাতে পেয়ে মাথায় শয়/তানি বুদ্ধি ঢুকলো,,😝

সোজা ওর ফে/সবুক আই/ডিতে
ঢুকলাম,,😎

একে ১৪ টা ছে/লেকে ইনবক্সে
"আই লাভ ইউ"লিখে পাঠালাম.. ,😂
--ব্যাপার সেইটা না🙄

ব্যাপার হইতেছে একে একে ৮টা আইডি থেকেই রিপ্লে আসলো..😒
চলুন রিপ্লেগুলা দেখে আসি..,😒

১) একটু আগেই তো একবার বললা..!এখন আবার কেনো..??🥴☹👹

২) লাভ ইউ টু সোনা..!!ক্লাস শেষ..??😒

৩) রা/গ ভাঙ্গসে তাহলে আমার বে/বিটার....?এতো রা/গ করো কেনো..??এখন একবার ফোন দেই..?? আই লাভ ইউ টু,,,,🥰😍

৪) সো/না চলো আগামীকাল ডে/ট করি Ummmmah! লাভ ইউ টু..!!😍

৫) আর দ/রদ দেখাতে হবেনা,, এতো লাভু লাভু করবানা,,বি/য়ের পরে বলবা,,এর আগে আর না,,😍

৬) তোমাকে না বলছি এই আই/ডিতে এই সব মেসেজ দিবানা..! আপু আই/ডি চেক করে..!!😩

৭)আহহহ!!! কি পড়াইলা "সো*না..!!😍
লাস্ট মেসেজটাও দেখার মতই ছিলো—

৮) গতকালই ব্রেক আপ করলা,, আজকেই আবার লাভ ইউ লিখে পাঠাইসো হাও সুইট.!!😍

কেউ আমারে একটু চকলেট ফ্লেভার ইদুর মারার বি/ষ দে???

'
#ফান_পোস্ট


" #নিয়মিত মজার মজার গল্প পেতে এখনি আমাদের কাব্য আইডিটা ফলো করে রাখতে পারেন। " 🤍

19/03/2024

খিচুড়ির দিনে বৃষ্টির প্লেট হাতে নিয়ে টিভির উপর বসে ছোফা দেখার মজাই আলাদা🐸

18/03/2024

🌿🌺😥কেটে যাচ্ছে দিন😥🌿
🌿🌺😥কেটে যাচ্ছে রাত😥🌿
🌿🌺😥এভাবে শেষ হয়ে যাচ্ছে 😥🌺
🌿🌺😥আমাদের হায়াত😥🌿
🌿🌺😥করছি না আমল 😥🌿
🌿🌺😥করছি শুধু পাপ😥🌿
🌿🌺😥কাল কেয়ামতের দিন 😥🌿
🌿🌺😥কী দেব জবাব 😥🌿
🌺🌺হে আল্লাহ্ আমাদের সবাইকে 🌺🌺
🌿🌺😥হেদায়েত দান করুন 😥🌿
🥰😚🌺🕋আমিন🕋😚🌺♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🧿

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fine vedos posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share