22/08/2025
বেশ কয়েকদিন ধরেই ছেলেটা আমার পিছে লেগে আছে,কিছুক্ষণ পর পর স্যার রেজাল্ট কবে দিবেন। এই উত্তর দিতে দিতে আমি বিরক্ত । তবে বাস্তবতা এটাই আপনার মধ্যে যদি পড়ালেখার প্রতি প্রেমই না থাকে রেজাল্ট এর জন্য অস্থির নাই হতে পারেন তাহলে ওর মতো কখনো সফলতা পাবেন না।এটা একান্ত ব্যক্তিগত মতামত আমার।