29/07/2025
...জীবন টা খুব অল্প সময়ের। অথচ কত কিছু করা বাকি রয়ে গেছে এখনো!আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে পারবে তত তাড়াতাড়ি তুমি তোমার লক্ষ্যকে ছুঁতে পারবে!
আর এই লক্ষ্য ছুঁতে যাওয়ার রাস্তায় যেতে যেতে দেখো অনেক খারাপ সময় আসবেই! সবারই আসে।তাই বলে অবহেলায় পাহাড়ের গায়ে অযত্নে বেড়ে ওঠা বেনামী অর্কিডের মত হেলায় হারিয়ো না!এত না ভেবে সময়ের স্রোতে ভেসে শক্ত হাতে সব বাধা কে পেরিয়ে চলো! আগামীর ঝলমলে সূর্য দেখার উদ্দেশ্যে এই খারাপ, কালো রাত টুকু তোমায় অপেক্ষা করতেই হবে।
নিজের জন্য,তোমার জীবনের কিছু প্রিয় মানুষের গাল ভরা হাসি দেখার জন্য তোমায় বাঁচতেই হবে!উঠে পড়ো, প্লিজ একটা মুহুর্তও নষ্ট করো না! সর্বোচ্চ চেষ্টা টা তোমাকেই করতে হবে!!হ্যাঁ এটুক তুমি পারো! কথায় আছে, যা হয় ভালোর জন্যই হয়। শেষে সব ভালোই হবে, দেখো..!