12/05/2025
শাশুড়িদের উদ্দেশ্যে কিছু কথা.....
" আপনারা যদি ছেলেকে এতই ভালোবাসেন,
ছেলের বউয়ের সাথে ছেলে একটু খুনসুটি ভালোবাসা করবে এগুলো
আপনারা যদি মেনে না নিতে পারেন, তাহলে আপনার ছেলেদের কে প্লিজ বিয়ে করাবেন না,না মানে না।"
বিগত ৩দিনধরে এই মিডিয়া এই মেয়েটিকে সমাজের চোখে কলঙ্কিত বানাই দিছে, অথচ স্বামী মারা গেছে সেটার সুখে মেয়েটির চুখে মুখে কান্নার আহাজারি,
ওদিকে পলাশের মা ছেলের মরনের পরও ঝগড়ায় যেনো কোনো কমতি ছিলো
এই সমাজে বউকে একটু বেশি ভালোবাসলে আপনজনদের সহ্য হয়না।নজরটা লাগে বেশি।
সবাই বউপাগল বলে কটাক্ষ করে,
আজকে ওনার মৃত্যুর জন্য ওনার পরিবারের মানুষের দোষ সব থেকে বেশি। দুই বছর হইছে বিয়ে করছিলো।
মেয়েটার বয়স সবে মাত্র ২০ বছর,
মেয়েটির দোষ কি ছিলো? মেয়েটির দোষ ছিলো তার জামাই তাকে একটু বেশিই ভালো বেসেছিলো
ছেলে সারাদিন পর অফিস থেকে ফিরলে মা ছেলে কে ছাড়ে না। মায়ের ব্যাথার গল্প, ছোট বেলার গল্প তো শেষ হয় না এদিকে তার বউয়ের সাথে ঘরে যাইতে যাইতে তার রাত্রি একটা বাজে। তার বউও তো এক্সপেক্ট করে, সে স্বামীর সাথে একটু কথা বলবে। একটু নিজের মনের কথা শেয়ার করবে,
যখনই ঘুরতে যাবে, সব জায়গায় তার মার জোর করে যাওয়া লাগবে।
মহিলা এতোটাই ভয়ংকর। মা এর এইসব কিছুর শিকার হয়ে হয় ছেলেটা আত্মহত্যা করে, নয়তো মেয়েটি সুসাইড করতে যায়, ডিবোর্স দেয়, কারন ছেলে মা ভক্ত, মাকে কিছু বলতে পারবেনা মা ভালো করে জানে,
বাংলাদেশের একটা ডাইলগ বউ মরলে বউ পাবি মা মরলে মা পাবিনা,
এটা সবচেয়ে থার্ডক্লাস ডাইলগ, বাংলাদেশে অধিকাংশ মেয়ের সংসার ভাঙ্গে শাশুরিদের দজ্জাল মনোভাব এর কারনে, এরা নিজের মেয়েকে অন্যের কাছে সুখি দেখতে চায় বাট অন্যের মেয়েকে ছেলের বউ হিসাবে সহ্যই করতে পারেনা, সবসময় মনে করে এরা ঘরের চাকরানি,
কয়েকদিন ধরে দেখতাছি মেয়েটিকে যা ইচ্ছে তাই লোকজনে গালমন্দ করতেছে,
সেজন্য পোস্ট না করে থাকতে পারলাম না,
সবসময় মা ভক্ত না হয়ে নিজের বিবেকের ভক্ত হন,
নিজের বিবেক কাজে লাগান কোথায় কি সময় ব্যয় করতে হবে আমাদের, যাকে আপনি বিয়ে করে আনবেন সে কাজের লোক হয়ে আসেনা, বরং
আপনার উপর ভরসা করেই নিজের বাবার বাড়ি ছেড়ে আসে, আর আপনি যদি অতি মা ভক্ত গিরি দেখাতে গিয়া ঐ মেয়েটার উপর ঝুলুম করেন তাহলে বলবো বিয়ে না করে একটা কাজের মহিলা রেখে দিন
(কপি পোস্ট)
( ✅ পোস্ট শেয়ার করে প্রফাইলে রেখে দিতে পারেন, এরকম হাজারো ঘটনা মেয়েদের সাথে ঘটে, মা ভক্ত ছেলেদের ঘুম ভাঙ্গুক এসব পোস্ট দেখে)