Pranto Vlog

Pranto Vlog সুখ খুঁজো না দুনিয়ায়, সুখ লুকিয়ে আছে নামাজের সেজদায়।📿

🥬 আলহামদুলিল্লাহ! বিষমুক্ত সবজিতে ভরুক আপনার আঙিনা 💚​আলহামদুলিল্লাহ (সকল প্রশংসা আল্লাহর), আমাদের নতুন বাড়িতে শাকসবজি চা...
28/10/2025

🥬 আলহামদুলিল্লাহ! বিষমুক্ত সবজিতে ভরুক আপনার আঙিনা 💚
​আলহামদুলিল্লাহ (সকল প্রশংসা আল্লাহর), আমাদের নতুন বাড়িতে শাকসবজি চাষের এই অভিজ্ঞতা সত্যিই বরকতময়। আল্লাহর অশেষ কৃপায়, আমরা শুধু নিজেদের দৈনন্দিন চাহিদা পূরণ করছি না, বরং আত্মীয়-স্বজনদেরও বিষমুক্ত সবজি উপহার দিতে পেরেছি।

​✨ কেন পতিত জমিতে চাষ করবেন?
​আসলে, বাড়ির পতিত বা খালি জায়গা ফেলে না রেখে সেখানে শাকসবজি চাষ করা এক দারুণ উদ্যোগ। এর মাধ্যমে আপনি সহজেই নিজের ও প্রিয়জনদের সবজির চাহিদা পূরণ করতে পারবেন।
​বিষমুক্ত খাদ্য: বাজারের কেনা সবজিতে অনেক সময় ক্ষতিকারক রাসায়নিক থাকে। নিজের হাতে চাষ করা সবজি আপনাকে সম্পূর্ণ বিষমুক্ত ও নিরাপদ খাবার নিশ্চিত করবে।
​শারীরিক সুস্থতা: অর্গানিক সবজি খাওয়ার ফলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি সুস্থ জীবন যাপন করতে পারবেন।

​আর্থিক লাভবান: চাহিদা পূরণের পর অতিরিক্ত সবজি বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হওয়া সম্ভব। এতে আপনার সবজি কেনার খরচ বাঁচবে এবং বাড়তি আয়ও হবে।

​আত্মীয়তার বন্ধন: আত্মীয়-স্বজনদের তাজা সবজি উপহার দিয়ে সম্পর্কের মাধুর্য বাড়ানো যায়।

​🤝 সকলের প্রতি আমার আহ্বান
​তাই, আপনাদের সকলের প্রতি আমাদের বিনীত আহ্বান— আপনার বাড়িতে যে স্থানগুলো কোনো কাজে আসছে না বা পতিত অবস্থায় পড়ে আছে, যেমন: বাড়ির আঙিনা, ছাদ বা বারান্দা, সেখানে আজই শাকসবজি চাষের উদ্যোগ নিন।
​বসে না থেকে আজই আপনার জমি বা ছাদে চাষ শুরু করুন, অর্গানিক শাকসবজি খান এবং সুস্থ থাকুন। এতে একদিকে যেমন আপনার বাড়ির শোভা বাড়বে, তেমনই পুষ্টির নিশ্চয়তা তৈরি হবে।

#কৃষি #কৃষক #গ্রামেরকৃষক

27/10/2025

চানাচুর মাখা 🌶️🌶️

জীবন যতোই কালো হোক আশা কিন্তু রং হারায় না 💀
26/10/2025

জীবন যতোই কালো হোক আশা কিন্তু রং হারায় না 💀

25/10/2025

ক্ষমা ও করবো না,প্রতিশোধ ও নিবো নাহ,কিন্তু খুব করে চাই আমার সাথে করা অন্যায়ের বিচার আল্লাহ নিজে করুক...!😪

রুপ আঙিনায় সুক্ষ বাহার প্রেম অভিনয়ে দূর দক্ষতা তাহার..!🖤
25/10/2025

রুপ আঙিনায় সুক্ষ বাহার প্রেম অভিনয়ে দূর দক্ষতা তাহার..!🖤

25/10/2025

শরীরে জ্বর সর্দি
দোয়া চাই সবার কাছে 🤲😪

শুভ জন্মদিন, Urmi Talukder  আপু! 🎂🎂🎂🎉​হাজার বছর সুস্থ আর হাসিখুশি থেকো—এটাই প্রার্থনা। তুমি আমার কাছে শুধু বোন নও, তুমি ...
25/10/2025

শুভ জন্মদিন, Urmi Talukder আপু! 🎂🎂🎂🎉
​হাজার বছর সুস্থ আর হাসিখুশি থেকো—এটাই প্রার্থনা। তুমি আমার কাছে শুধু বোন নও, তুমি আমার সবচেয়ে বড় শক্তি।
​আমাদের ভাই-বোনের ভালোবাসা অটুট থাকুক অনন্তকাল।
​ভালোবাসা নিও। 🤗

24/10/2025

আব্বুকে জিজ্ঞাসা করলাম, "জীবনে কি সত্যিই বন্ধুর কোনো দরকার আছে?"
​বাবা মৃদু হেসে জবাব দিলেন, "হ্যাঁ, আছে। জীবন যদি সরল হতো, তাহলে বন্ধুর প্রয়োজন হতো না। কিন্তু জীবনটা প্রায় সময়ই জটিল। তোমার পাশে এমন মানুষ থাকা উচিত যার সাথে তুমি মন খুলে কথা বলতে পারো, যার কাছে তুমি তোমার দুঃখগুলো শেয়ার করতে পারো। যে তোমাকে বিচার না করে ভরসা দেবে, যার কাঁধে মাথা রেখে তুমি কাঁদতে পারবে। সে তোমাকে ভয়ের মাঝে সাহস দেবে, জীবনের কঠিন সময়গুলো যাকে ভরসা করে তুমি অতিক্রম করতে পারবে।"

​আমি তখন প্রশ্ন করলাম, "এটা কি সত্যি একজন বিশ্বাসঘাতক বন্ধু শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক?"

​বাবা বললেন, "অবশ্যই। কারণ শত্রুকে সহজেই চেনা যায়। যার ফলে তার থেকে নিজেকে রক্ষা করাও সহজ হয়। কিন্তু বিশ্বাসঘাতক বন্ধু তোমার সব দুর্বলতা জানে বলেই বুঝতে পারে কীভাবে তোমাকে পিছন থেকে ছুরি মারতে হবে!"

​আমি এবার জানতে চাইলাম, "আমি কীভাবে বিশ্বাসঘাতক বন্ধুদের এড়িয়ে চলতে পারি?"

​বাবা কিছুক্ষণ চিন্তা করার পর বললেন, "আচ্ছা বলো তো একটা ছোট বাগান এবং একটি বনের মধ্যে কোনটিতে সাপ আর বেশি খুঁজে থাকে?"

​আমি সাথে সাথে উত্তর দিলাম, "বনের মধ্যে।"

​বাবা তখন আমার মাথায় হাত রেখে বললেন, "সেটাই। বৃত্ত ছোট রেখো বাছা। শান্তির জন্য একটা ছোট বাগানেই যথেষ্ট।"💚

সুন্দর মুহূর্ত 🌸💚
24/10/2025

সুন্দর মুহূর্ত 🌸💚

I'm Ok..! I lost my smile again. But I'm okay❤️‍🩹
23/10/2025

I'm Ok..!
I lost my smile again. But I'm okay❤️‍🩹

22/10/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

21/10/2025

হাম গরিব হে
গাদ্দার নেহি...
হামারা পয়সা নেহি হে
লেকিন দিল বড়া হে 😊💪🏻

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pranto Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pranto Vlog:

Share