Shine With Moon

Shine With Moon ʜᴏᴍᴇ ᴅᴇᴄᴏʀ🏡||ᴄᴏᴏᴋɪɴɢ🍲||ɢᴀʀᴅᴇɴɪɴɢ🍃||ʟɪғᴇsᴛʏʟᴇ👒||ᴠʟᴏɢs📸
ғᴏʀ ᴘʀ/ᴄᴏʟʟᴀʙᴏʀᴀᴛɪᴏɴ - ɪɴʙᴏx 📩
(222)

সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে কি হারায় জানেন? যত্ন🙂কেউ তাকে ভাত বেড়ে দিবে সেই যত্ন!কেউ তার কথা শুনবে সেই যত্ন!প্রচন্ড...
27/07/2025

সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে কি হারায় জানেন?
যত্ন🙂
কেউ তাকে ভাত বেড়ে দিবে সেই যত্ন!
কেউ তার কথা শুনবে সেই যত্ন!প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দিবে সেই যত্ন🙂

এইসব হারিয়েও মেয়েরা কেমন সংসার আগলে ধরে জীবন পার করে দেয়।
ছুটি নেই, ছাড় নেই,চোখের জলের দাম নেই, তাও সংসার আগলে ধরে রাখতে কি প্রবল আগ্রহ মেয়েদের!
এই আগ্রহকে কি বলে জানেন?
বোকা একটা নাম আছে এই আগ্রহের!

মায়া!
নিজেকে নিঃষেশ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া"!
অথচ তার জন্যই কারো মায়া হয় না!
কেমন অদ্ভুত না ব্যাপারটা!

26/07/2025

বাচ্চা দুইটা অসুস্থ..দোয়া করবেন সবাই প্লিজ।

যতই ভাবি যে বাসা কমপ্লিট হ‌ওয়ার আগে আর কোনো হোমডেকোর আইটেম কিনবো না কিন্তু কিছুতেই মনটাকে কন্ট্রোল করতে পারি না ।Beauti...
25/07/2025

যতই ভাবি যে বাসা কমপ্লিট হ‌ওয়ার আগে আর কোনো হোমডেকোর আইটেম কিনবো না কিন্তু কিছুতেই মনটাকে কন্ট্রোল করতে পারি না ।

Beautiful candles are from - Craftyeva

জুম্মা মোবারক ❤️ ゚
25/07/2025

জুম্মা মোবারক ❤️

৩০ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে!!  বয়ঃসন্ধি এর মত ত্রিশের পরের জীবনেরও একটা নাম থাকা উচিত।বুড়িও না, আবার ছুঁড়িও না,...
24/07/2025

৩০ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে!!

বয়ঃসন্ধি এর মত ত্রিশের পরের জীবনেরও একটা নাম থাকা উচিত।বুড়িও না, আবার ছুঁড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই সংসারি ছয়/সাত বছর ধরে। দুই-তিন সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সবসময়। কারন, পরিবেশ পরিস্থিতির কাছে ছুঁড়ি হয়ে থাকাটা নিছক হাস্যকর।

যা পাওয়ার ছিল, আর যা পাওয়া হয় নাই, মনটা সেই হিসেব নিয়ে বসে না চাইতেও। কত ব্যস্ত থাকা যায়, সংসার, রান্নাবান্না, কিংবা অফিসে? দিন শেষে না পাওয়া গুলো কেমন যেন খোঁচাতে থাকে, দিন শেষে মনেহয় কেউ থাকুক, কেউ শুনুক, মনের সব কথা, কোন জাজমেন্ট ছাড়া। এদিকে সংসার, বাচ্চাকাচ্চা করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়, সবাই যার যার জীবনে ব্যস্ত কিংবা ত্রিশ পেরোনো তারাও ব্যস্ততার নাটকই করছে।

ত্রিশ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে। নস্টালজিয়া! কারনে অকারনে শুধু পুরনো কথা মনেহয়। ফেলে আসা শৈশব, তারুন্যের চঞ্চল মন, স্কুল, কলেজ, ভার্সিটির সোনালি দিনগুলো, তার সাথে প্রথম দেখা, কখনও না ফুরানো কত গল্প, বৃষ্টি বিলাস, যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কস্ট দিয়েছিল, কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে। রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনেহয় নিজেকে। চুল পড়ে অর্ধেক, মুখে বলিরেখারা সবে আঁকিবুকি শুরু করেছে, এক সময়ের মেদহীন শরীরটা স্বপ্নের মত লাগে, পেটে স্ট্রেচ মার্কের দাগ, সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। সেই বিষণ্ণতা ঢাকতেই হয়ত শাড়ি-গয়নায় মেতে থাকতে চাওয়া মেয়েদের।

জীবনের অর্ধেকটা পার করে এসে ত্রিশ পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে। নাহ, প্রেম করার জন্য প্রেম না। মনেহয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা, আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায়। মনটা আবার সব নতুন করে শুরু করতে চায়। মন নতুন কাউকে চায়না, পুরাতন মানুষটাকেই আবার নতুন করে চায়। আবার তার চোখের তারা হয়ে থাকার বড় সাধ হয়। সংসার, বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই।

ত্রিশ পেরোনো মেয়ের বাবা-মায়ের কথা খুব মনে পড়ে। সেই জীবনটা খুব মনে পড়ে। প্রতিনিয়ত। অনেকের বাবা, মা হয়তো এতদিনে আল্লাহর কাছে, যাদের আছে, কাছে-দূরে। যা করতে ইচ্ছা করে, তাঁদের জন্য চাইলেই করা যায় না। শুধু মেয়ের বাবা-মা বলে অধিকারবোধ সীমিত করে রাখতে হবে ব্যাপারটা খুব ভাবায়। নিজের সন্তানকে আঁকড়ে অন্যরকম সমাজের প্রত্যাশা করে ত্রিশ পেরোনো মন।

ত্রিশ পেরোনো মেয়ে বিয়ে করেনি? বাচ্চা হয়নি? ডিভোর্সি? শুভাকাংখির অভাব নেই। অথচ এই ত্রিশ পেরোনো মেয়ের বাচ্চা হবার পর তার মনের খবর কেউ রাখে না। বিয়ের পর মেয়েটা কিভাবে এডজাস্ট করছে নতুন সংসারে কে কবে জিজ্ঞেস করে!

আজকাল নতুন শ্লোগান, মেয়েদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের। ত্রিশ পেরোনো মেয়েটা বুঝে যায়, এই ইন্ডিপেন্ডেন্সের সাথেও অনেক কিছু হারাতে হয়। সময় অথবা অর্থ, যে কোন একটাই পাওয়া যায়। আর শুধু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেনডেন্ট হলেই কি সমাজ ইন্ডিপেন্ডেন্স দেয়? মেয়েরা কখনই সমাজের দাসত্ব থেকে পুরোপুরি বের হতে পারে না।

ত্রিশ পেরোনো মেয়েটার মাঝে মাঝেই খুব একা থাকতে মন চায়। নিজের মত করে, নিজের জন্য। পরমুহূর্তেই সন্তানদের জন্য মন কাঁদে। মায়েরা সবচেয়ে ভয় পায় মৃত্যু। শত অভিমানেও সে বেঁচে থাকতে চায়, তার সন্তানদের জন্য। অন্তত যতদিন সন্তানদের জীবনে তার প্রয়োজন আছে ততদিন। চিৎকার করে কাঁদতে বড় সাধ হয়, সেই কান্না কেউ শুনতে পাবেনা, এমন জায়গা খোঁজার অভিযানেই মনেহয় জীবনটা পার হয়ে যায়।

ত্রিশের কাছে এসে মেয়েদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে, প্রথমে, হাল্কা, তারপর আস্তে আস্তে গাঢ় হয়। এক সময়, বেশি কথা বলা মেয়েটা চুপচাপ হয়ে যায়, মেনে নিয়ে বেঁচে থাকা শিখে যায়। পান থেক চুন খসতেই যে মেয়ের চোখের পানি, নাকের পানি এক হয়ে যেত, তার নিঃশব্দ কান্না খুব কাছের না হলে কেউ টের পায় না। ত্রিশ পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথা ভুলে যায়। ভুলে যায় কি করলে ভালো লাগবে, ভুলে যায় মনটা কি চায়।

ত্রিশ পেরোনো শরিরটাও আগের মত সাপোর্ট দেয় না। দুই/তিনবার করে আট/নয় দিন না, নয় মাস পেটে রাখা সহজ নয়। অপারেশনের এর ধকল, মেরুদন্ডে দেয়া ইঞ্জেকশন শরিরটাকে অকেজো করে দেয়। ভাঙ্গা কোমর নিয়ে দিব্যি রান্নাবান্না, বাচ্চার দেখাশোনা, ঘরের-বাইরের কাজ, জার্নি সব করে যায়। সবার বাসায়ই বয়ঃজেষ্ঠ কেউ না কেউ থাকেন, অসুস্থ। তাঁদের অসুস্থতার কাছে নিজের কষ্ট গুলো নস্যি ভেবেই মেয়েগুলা কষ্ট সহ্য করে। কিংবা কে কি ভাবল সেই চিন্তা। পুরো পরিবারের খেয়াল রাখা মেয়েটাও চায় কেউ বলুক, আজকে কেমন আছো?তুমি অনেক কষ্ট করো। তোমার মনটা কেমন আছে আজ? অথবা মলিন দেখাচ্ছে, কি হয়েছে?

ত্রিশ পেরোনো মেয়ের মন চায় কারো উপর দাবী খাটাতে অথচ ত্রিশ পেরোলেই সে বুঝতে পারে, মেয়েদের কারো উপর দাবী রাখতে নেই। ত্রিশ পেরোনো মেয়েগুলো যত্ন চায়, তারা চায় কেউ তার মনের যত্ন করুক…



24/07/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Mohammad Siddeque

ভেবেছিলাম কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর এক্টিভ থেকে উল্টিয়ে ফেলবো... কিন্তু সবকিছু মিলিয়ে আমি এতো ডিস্টার্বড যে পোস্ট...
23/07/2025

ভেবেছিলাম কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর এক্টিভ থেকে উল্টিয়ে ফেলবো... কিন্তু সবকিছু মিলিয়ে আমি এতো ডিস্টার্বড যে পোস্ট করতেই ইচ্ছা করছে না..😑

পাশাপাশি লাইফ এও অনেক কিছু একসাথে হচ্ছে তাই কন্টেন্ট বানাতেই পারছি না.. পেইজের রিচ এনগেজমেন্ট ও একদম কমে গেছে...🥺
আমার মতো অবস্থায় আর কে কে আছেন?

গতকালের ঘটনায় আবার ও প্রমাণ হয়ে গেলো যে এই দুনিয়ার জীবন কতটা ক্ষণস্থায়ী..তাই আখিরাতের পুঁজি সঞ্চয়ের পাশাপাশি জীবনের...
22/07/2025

গতকালের ঘটনায় আবার ও প্রমাণ হয়ে গেলো যে এই দুনিয়ার জীবন কতটা ক্ষণস্থায়ী..

তাই আখিরাতের পুঁজি সঞ্চয়ের পাশাপাশি জীবনের ছোট ছোট শখ আনন্দ এগুলোকেও প্রাধান্য দেয়া উচিত।

টাকার পেছনে না দৌড়ে পরিবারকে সময় দিন..যা আছে যেটুকু আছে সেটুকুর মধ্যেই নিজের জীবন টা কে নিজের মতো করে উপভোগ করুন...💌

আল্লাহ আমাদের সকলের সন্তান কে সুস্থ রাখুন হেফাজতে রাখুন ❤️

21/07/2025

ক্লাস চলছিল স্বাভাবিক নিয়মে, কেউ ভাবেনি এই নিরীহ দুপুরটায় আকাশ থেকে আগুন নামবে। কেউ জানতো না, জানালার ওপার থেকে ছুটে আসা একটি বিমান ঠিক ক্যানটিনের ছাদে গিয়ে বিধ্বস্ত হবে, আর নিমিষেই গলিয়ে দেবে শিশুর চুল, পোড়াবে তাদের গলার স্বর, থেমে যাবে স্বপ্ন দেখার চলমান ক্লাস।

চারপাশে তখন শুধু ধোঁয়া—কালো, দহনজ্বালায় ঘোলা ধোঁয়া, যেটার গন্ধে মায়ের কোল আর ঘরের ছাদ যেন অনন্তকাল দূরের কোনো গল্প হয়ে যায়। কেউ একজন হয়তো তখনও বানিয়ে যাচ্ছিল চার লাইনের একটা কবিতা, আর পাশের জন অনুপস্থিত বন্ধুর খাতা নিয়ে ক্লাসনোট তুলছিল— কিন্তু সবকিছু মুহূর্তেই থেমে গেল।

দেয়ালের ওপাশ থেকে ভেসে এলো এমন কিছু শব্দ, যা কোনো ভাষার অভিধানে লেখা নেই— পুড়ে যাওয়া কাপড়ের শব্দ, নিঃশেষ হয়ে যাওয়া নিঃশ্বাসের শব্দ, আর মা-মা করে কাঁদতে থাকা সেই শেষ কণ্ঠস্বর।

আমরা যারা এখন বাইরে থেকে তাকিয়ে দেখছি, আমাদের কিছুই করার নেই। কেবল বুকের ভেতরটা ধ্বসে যেতে যেতে দু’হাত তুলে প্রার্থনা করতে পারি— হে সৃষ্টিকর্তা, এই ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করুন, যারা ঘরে ফিরবে না—তাদের মা যেন অন্তত একটা শেষ চুমু দিতে পারে। আর যারা আজ বেঁচে যাবে—তাদের স্বপ্নগুলো যেন আর কখনও আগুন না ছুঁয়ে যায়…......

21/07/2025

উওরার ঘটনাটা দেখেই কান্না আসছে আমার...ভাবলে বুক টা কেঁপে উঠছে..নিষ্পাপ বাচ্চাগুলোর বাবা মায়েরা কিভাবে সহ্য করবে এই শোক । আল্লাহ সকলকে হেফাজতে রাখুন।

শুভ সকাল 🤗      ゚
21/07/2025

শুভ সকাল 🤗

20/07/2025

আজকাল সন্তানের স্কুলে পরীক্ষা শুরু হলে মায়েদের আরো বড় পরীক্ষা শুরু হয়.. তাই না আপুরা?

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shine With Moon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share