বরকত ভাই 007

বরকত ভাই 007 💐 গফরগাঁও এর পোলা 🌲

🗣️নতুন-পুরাতন সবাইকে সহযোগিতা করুন🌲

ইউটিউবে আমিঃ https://www.youtube.com/.vai007
(10)

06/07/2025

🕋 যারা আল্লাহকে ভালোবাসে, তারা রাতকে শুধু ঘুমের জন্য ব্যবহার করে না —
তারা রাতকে বানায় ইবাদতের ময়দান, দোয়ার সময়, কান্নার জান্নাতি মুহূর্ত 😢
তাদের ঘুমও ইবাদত, কারণ তারা নিয়ত করে আল্লাহর সন্তুষ্টির 🌌
শুভ রাত্রি 🤲 আসুন আমরাও সেই সৌভাগ্যবানদের দলে নাম লিখাই ✨

06/07/2025

মৃত্যুর মুখ থেকে ফিরে আসা | ভাগ্য না থাকলে আজ আর থাকতাম না | Life Near-Death Experience Caught on Camera

জীবনের পথে কখন, কোথায় কী ঘটে তা কেউ জানে না। এই ভিডিওতে ধরা পড়েছে এক আকস্মিক বিপদ থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়ার বাস্তব মুহূর্ত 🎥।
এটা কোনো নাটক না, বাস্তবের ভয়াবহ এক মুহূর্ত ছিল যা সারা জীবন মনে থাকবে 💔।
দেখুন কীভাবে ভাগ্য, সজাগতা আর আল্লাহর রহমতে রক্ষা পেলাম এক মারাত্মক দুর্ঘটনা থেকে 🌪️।
ভিডিওটি দেখে শেয়ার করুন, সচেতনতা ছড়ান 🛑।

#আকস্মিকঘটনা #দুর্ঘটনা #বেঁচে_ফেরা #ভাগ্য #ভয়াবহমুহূর্ত #আল্লাহর_রহমত #বাংলা_ভিডিও

❯❯ Copyright Issues:

If you think our videos have used your music, background music and background videos without your permission, please contact us. We will delete our video. Please do not copyright the video. Please Message me. For Any Copyright or Other Issue, Please Contact

🔽

[email protected]

❯❯ Fair use Disclaimer

This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “fair use” Copyright disclaimer under section 107 of the copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

❯❯For any removal please contact & not take any action I will remove within 5 Minutes.

[email protected]

​ ​

​ ​

Thank you Everyone----------------

ছবিটা দেখে যার মনে যা আসছে কমেন্ট করুন প্লিজ
06/07/2025

ছবিটা দেখে যার মনে যা আসছে কমেন্ট করুন প্লিজ

05/07/2025

📿 শয়তান তোমার ঘুমকে হালকা করে দিতে চায় 😈
কিন্তু তুমি যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সুরা ফালাক, নাস, ইখলাস পড়ো —
তাহলে রাতজুড়ে থাকবে ফেরেশতাদের পাহারা 🕊️
শুভ রাত 🌙 যিকিরে ঘুমোও, আল্লাহর নামে জেগে ওঠো 💖
ঘুম হোক ইবাদতের অংশ ইনশাআল্লাহ 🤲

🔹 জানাজা ও লোক দেখানো মানসিকতা 🔹আজকাল এমনও দেখা যায়—জানাজাও লোক দেখানোর অংশ হয়ে গেছে 🎭। কেউ যদি ধনী হয় 💰, সন্তান বড় পদে ...
05/07/2025

🔹 জানাজা ও লোক দেখানো মানসিকতা 🔹
আজকাল এমনও দেখা যায়—জানাজাও লোক দেখানোর অংশ হয়ে গেছে 🎭। কেউ যদি ধনী হয় 💰, সন্তান বড় পদে থাকে 🏢—তবে জানাজায় ভিড় থাকে 🧍🧍। আর কেউ দরিদ্র হলে 🤲, মানুষও কম আসে 😔।

অনেকে দেখেই বোঝে—কে এলো কে এলো না! কিন্তু জানাজা তো নেকির কাজ 🕌, হিসাব তো আল্লাহর কাছে 📖।

আমরা ভুলে যাই—একজন লোক এলেও যদি জানাজায় অংশ নেয়, তবে সেই গোষ্ঠীর দায়িত্ব পূর্ণ হয় ✅।

📢 আসুন, জানাজাকে লোক দেখানোর নয়—নেকির নিয়তে করি 🤲।
আল্লাহর সন্তুষ্টির জন্যই হোক আমাদের সব কাজ 💞।

🕋 #জানাজার_শুদ্ধতা
🕊️ #নেকির_নিয়ত
📿 #ইসলামিক_চিন্তা
🤍 #আখিরাত

খাওন আর খাওন সেই মজার কাঠাল
04/07/2025

খাওন আর খাওন সেই মজার কাঠাল

🌿 যে অন্যায়কারীর পক্ষ নেয়, সেও অন্যায়ের সাথি ❌🧠 প্রকৃত মানুষ সে-ই, যে দুই পক্ষের কথা শুনে বিচার করে ⚖️👨‍👩‍👧 মা-বাবা, ভাই...
03/07/2025

🌿 যে অন্যায়কারীর পক্ষ নেয়, সেও অন্যায়ের সাথি ❌
🧠 প্রকৃত মানুষ সে-ই, যে দুই পক্ষের কথা শুনে বিচার করে ⚖️
👨‍👩‍👧 মা-বাবা, ভাই-বোন বা স্বামী-স্ত্রী হলেও অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয় ❗
😔 দুঃখজনকভাবে, আজ সমাজে এমন ন্যায়ের মানুষ খুবই কম 💔

📌 #সত্যের_পক্ষে #ন্যায়ের_পাশে #অন্ধ_ভালোবাসা_নয় #বিবেচনা_করুন 🌟

02/07/2025

শিলা নদীর পাড়ে স্বপ্নের মেলা 🎡 ধোপাঘাটে গ্রামজুড়ে উৎসবের রঙ!

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ধোপাঘাট গ্রামে, শিলা নদীর তীরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ১৫ দিনের এক বিশাল বাণিজ্য মেলা 🏞️🎪।
এই মেলাটি শুধু বিনোদনের নয়, পুরো গ্রামবাসীর প্রাণের স্পন্দন হয়ে উঠেছে ❤️।
মেলায় রয়েছে খেলনা, পোশাক, খাবার, নাগরদোলা, পুতুল নাচ সহ অসংখ্য স্টল 🛍️🎠
ভিডিওটিতে তুলে ধরা হয়েছে মেলার প্রতিটি প্রাণবন্ত দৃশ্য, মানুষের মুখে হাসি আর গ্রামের প্রাণচাঞ্চল্য 🥰📷।
চোখে না দেখলে বিশ্বাস হবে না – দেখে নিন এক নজরে এই উৎসবের রঙিন ঝলক! 🌈

#শিলানদীরমেলা #ধোপাঘাটউৎসব #গ্রামীণমেলা২০২৫ #গফরগাঁওLive #গ্রামেরআনন্দ #গ্রামেরউৎসব #ধোপাঘাটগ্রাম

🌟 আলহামদুলিল্লাহ! ২৩ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে 🌟সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার, যাঁর অশেষ রহমতে আজ আমার ২৩,০০০ ফলোয়ার পূ...
02/07/2025

🌟 আলহামদুলিল্লাহ! ২৩ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে 🌟
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার, যাঁর অশেষ রহমতে আজ আমার ২৩,০০০ ফলোয়ার পূর্ণ হলো 🥰🙏
এই পথচলায় যারা পাশে ছিলেন, দোয়া ও ভালোবাসা দিয়েছেন — আপনাদের সবার প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা 🤲❤️

আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমার প্রেরণা 💪🌸
ইনশাআল্লাহ আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো 💫

ভালোবাসা ও দোয়া রইলো সবার জন্য!
🌺🤍🌺
#আলহামদুলিল্লাহ #২৩হাজারফলোয়ার #শুভকৃতজ্ঞতা #ভালোবাসা #ধন্যবাদ

🥀 যতদিন আমরা শুধু নিজের দৃষ্টিকোণ থেকে চিন্তা করবো, ততদিন সমস্যার সমাধান অসম্ভব।🤝 প্রতিটি ঝামেলায় দুই পক্ষ থাকে, কিন্তু ...
02/07/2025

🥀 যতদিন আমরা শুধু নিজের দৃষ্টিকোণ থেকে চিন্তা করবো, ততদিন সমস্যার সমাধান অসম্ভব।
🤝 প্রতিটি ঝামেলায় দুই পক্ষ থাকে, কিন্তু আমরা কেবল নিজের পক্ষেই যুক্তি খুঁজি।
🔍 অন্যপক্ষের অবস্থান বুঝতে না পারা — এটাই আজকের সমাজের সবচেয়ে বড় সমস্যা।
🩸এ মনোভাব আজ সমাজের রক্তে মিশে গেছে, যা মানুষকে দিনে দিনে অসহিষ্ণু করে তুলছে।

ধৈর্য নরম হলেও নিঃশেষ নয় 🕊️ধৈর্যশীল মানুষটা দেখে মনে হয় নরম, নিরীহ… কিন্তু মনে রাখো,ওই নীরবতাই একদিন ঝড় হয়ে আসে 🌪️।যাকে...
01/07/2025

ধৈর্য নরম হলেও নিঃশেষ নয় 🕊️
ধৈর্যশীল মানুষটা দেখে মনে হয় নরম, নিরীহ… কিন্তু মনে রাখো,
ওই নীরবতাই একদিন ঝড় হয়ে আসে 🌪️।

যাকে সবাই অবহেলা করে,
সে-ই একদিন হয়ে ওঠে ভাঙনের কারণ 🌊।

ধৈর্য মানে সহ্য নয়, ধৈর্য মানে সময়ের অপেক্ষা⏳।
সময় হলেই সে নিজেই উত্তর দেয় – তাও শব্দ ছাড়াই 💥।

ফেইসবুকের সফলতা সবার জন্য নয়, যারা নির্লজ্য,  যারা মেধাবী  তাদের জন্য।
01/07/2025

ফেইসবুকের সফলতা সবার জন্য নয়, যারা নির্লজ্য, যারা মেধাবী তাদের জন্য।

Address

Gafergaon
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when বরকত ভাই 007 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share