13/02/2025
কারো বেডরুমে নক না করে এ ঢুকে পড়া, কারো চিরুনী দিয়ে চুল আচরানো, কারো টাওয়েল ব্যবহার করা, কারো ব্যাগ খোলা - এগুলো যে 'অসভ্যতা' এইটা বেশির ভাগ মানুষ বোঝেইনা, তারা এটাকে কোন ব্যাপারই মনে করেনা।
আরেক গ্রুপ আছে দেখা হলেই জিজ্ঞেস করবে এই তুমি কি কালো হয়ে গেছো, শুকায় গেছো, মোটা হয়ে গেছো! এইটা বলে আমাকে খুব উদ্ধার করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি না বললে আমি জানতাম না, আমার বাসায় আয়না নাই।
আরেক জাতি আছে যারা, বেতন কত? বাড়ি, গাড়ি করতে পারছি কিনা? বাচ্চা নিবো কিনা!
মানুষের এতটুকু পারসোনাল স্পেস থাকা/রাখা জরুরী, আমি আমার কাছের লোকজনকেও এইসব কথা বলার আগে দ্বিতীয়বার ভেবে নিই।
এই সমাজ শিক্ষিত হয়েছে কিন্তু কার্টিসি বা ভদ্রতার এক বিন্দুও শিখেনি!