03/02/2024
যাচ্ছো, যাও।আর ফিরে এসোনা।ক্ষমা চাইতেও না৷
খবর নিতেও না৷ আমি সামলে নিব। হাজার বছর পর হলেও পারবো৷তুমি আমার এই অনুরোধটুকু রেখো।
গোলাকার পৃথিবীতে দেখা হওয়ার ভয় পাচ্ছি। তবুও সৃষ্টিকর্তার কাছে বিনীত প্রার্থনা তোমার সাথে আর দেখা না হোক।
আবার ভাবছি শহর বদলাইয়া বাঁচবো! ভিন্ন শহরে ভিন্ন ভাষায়,ভিন্ন ভিন্ন চেহারার মানুষের মাঝে নিখোঁজ হবো। আমার অস্ত্বিত্বের উপর তোমার ছায়া অব্দি না পুড়ুক।
পালিয়ে বেড়াবো, কারণ আমার সাথে তোমার এক আকাশ দূরত্ব।
🌼✨