Mohammad Uzzal Mia -07

Mohammad Uzzal Mia -07 md abul bashar uzzal mia

  #
29/09/2025

#

বাংলাদেশে চাকরির ক্ষেত্রে ধর্ম, অঞ্চল বা কোনো পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য করা চলবে না।

- নাহিদ ইসলাম, আহ্বায়ক, এনসিপি

সিজার করতে গিয়ে বাচ্চার মাথা কে'টে ফেলেছে কসাই ডাক্তারদের এমন অসতর্কতা আর কত চলবে?
28/09/2025

সিজার করতে গিয়ে বাচ্চার মাথা কে'টে ফেলেছে কসাই
ডাক্তারদের এমন অসতর্কতা আর কত চলবে?

16/09/2025
এটাই বাংলাদেশ  ।।।প্রফেসর নিয়াজ আহমেদ খানকে ধমক দিচ্ছেন গণেশ । SSC- কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রথম HSC- কুমিল্লা শিক্ষা ব...
12/09/2025

এটাই বাংলাদেশ ।।।প্রফেসর নিয়াজ আহমেদ খানকে ধমক দিচ্ছেন গণেশ ।
SSC- কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রথম
HSC- কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রথম
অনার্স - লোক প্রশাসন বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম ।
মাস্টার্স - প্রথম শ্রেণিতে প্রথম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
পিএইচডি - ইউনির্ভাসিটি অফ ওয়েলস
পোস্ট ডক্টোরাল - ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড
Former VC of our University (IUB).
_----____---__-__--_-__-_-_--_-_-_--_-_-_-_-_-
আর গনেশ চন্দ্র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী। তিনি ১৫ বছর পরেও এখনো ছাত্র ও ঢাবি ছাত্রদলের সভাপতি। 🫡🫡🫡
কি নিষ্ঠুর পৃথিবী । গণেশকে আরো ৫০০ বার জন্মাতে হবে নিয়াজ স্যারের সামনে বসে কথা বলার জন্য।। 🤐🤐🤐

#

 #নতুন #
12/09/2025

#নতুন #

  #
11/09/2025

#

সাদিক কায়েমকে একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিল - তুমি যদি কখনো আলাদীনের প্রদীপ পাও তখন কি চাইবে?সাদিক কায়েম তখন সবেমাত্...
10/09/2025

সাদিক কায়েমকে একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিল - তুমি যদি কখনো আলাদীনের প্রদীপ পাও তখন কি চাইবে?

সাদিক কায়েম তখন সবেমাত্র ঢাবিতে ভর্তি হয়েছে। বয়সও খুব বেশি একটা হয়নি।

সাদিক সেদিন মুচকি একটা হাসি দিয়ে বলেছিল- একদিনের জন্যে হলেও ডাকসুর ভিপি হতে চাইবো যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ভয়ে আল্লাহু আকবার স্লোগান দিতে পারি, শিক্ষার্থীদের জন্যে কিছু করতে পারি।

সাংবাদিক সেদিন কিছুটা কটাক্ষ করেই সাদিককে বলেছিল- ডাকসু নির্বাচন তো অনেকদিন যাবত বন্ধ। আর যদি হয়ওবা তাহলে কি তুমি ভিপি হতে পারবা? আর কত কত ছাত্রনেতা আছে।

সাদিক কায়েম সেদিন আর কিছু বলেনি, মাথাটা নিচু করে বিড়বিড় করে কিছু একটা বলেছিল শুধু।

কে জানতো সাংবাদিকের কটাক্ষ শুনে মাথা নিচু করে রাখা ছেলেটাই আজকে ডাকসুর ভিপি। শুধু ভিপিই হয় নাই, ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে ভিপি হয়েছে সে!

এই মানুষটা হুট করে একদিনেই আজকের এই সাদিক কায়েম হয়ে উঠেনি, বহু কাঠখড় পুড়িয়ে আসতে হয়েছে এ জায়গায়। তাকে মাইনাস করার বহু চেষ্টা করা হয়েছে বারংবার। কিন্তু সাদিক থামেনি।

জুলাই আন্দোলনেও সবাই যখন ক্রেডিট নিয়ে ভাগাভাগি করছিল সাদিক তখন পর্দার আড়ালের নায়কের মতোই কাজ করে যাচ্ছিল।

ছাত্রদলের নেতারা, বামপন্থী মেঘমল্লার বহুবার তর্কে না পেরে সাদিক কায়েমকে রাজাকার বলে গালি দিয়েছে, কটুক্তি করেছে কিন্তু সে কিচ্ছু বলে নাই। মাথা নিচু করে অপেক্ষায় করেছে ভোটের মাঠের।

জীবনের প্রথম ঢাবিতে এসে ভিপি হতে চাওয়া, শিক্ষার্থীদের জন্যে কিছু করতে চাওয়া, আজীবন ক্রেডিটবিহীন কাজ করে যাওয়া সেই সাদিকই আজকে ভিপি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ধন্য এমন একজনকে ভিপি হিসেবে পেয়ে। এখন শিক্ষার্থীদের একটাই কাজ- নিজেদের দাবিগুলো সাদিকের মাধ্যমে পূরণ করে ফেলা, ক্যাম্পাসটাকে নতুন করে গড়ে তোলা। সাদিকের বিরুদ্ধে যৌক্তিক কোন সমালোচনা থাকলে সেটাও করা।

সাদিক কায়েমের জন্যে শুভকামনা। প্রতিনিয়ত সাদিক কায়েমেরা শিক্ষার্থীদের ভরসার প্রতীক হয়ে উঠুক, সাদিকের বজ্রকন্ঠ হয়ে উঠুক শিক্ষার্থীদের কণ্ঠস্বর।

সাদিক কায়েমেরা এমনই। জন্মায়, জয় করে, তারপর কাজ করে যায় নীরবে, নিভৃতে!

  #
10/09/2025

#

ডাকসু নির্বাচন: ১৪০৪২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হলেন সাদিক কায়েম

  #
10/09/2025

#

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Uzzal Mia -07 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share