
15/08/2025
"মানুষ তরা মানুষ হবি কবে?"
বলা হয় পৃথিবীতে কুকুর নিকৃষ্ট প্রাণী আর মানুষ সৃষ্টির সেরা জীব।তবে এটাও বলা হয় কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। যেখানে মানুষ সৃষ্টির সেরা জীব হয়েও মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হতে পারে না সেখানে কুকুর নিকৃষ্ট প্রাণী হয়েও বিশ্বস্ততার দিক দিয়ে সৃষ্টির সেরা জীবকে পিছনে ফেলে দিলো।আমরা মানুষ পশুর থেকেও অদম।পশুদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার বাকি আছে এখনো।
-শেখ মোহাম্মদ