Masud 001

Masud 001 ❥🦋 Believe༄࿐ ༆Allah! ছাড়া কোন মাবুদ নাই, Muhammad! ছাড়া কোন নেতা নাই,Quran চেয়ে বড় শিক্ষক নাই༆
(1)

22/09/2025

স্কুল শেষে আপনার ছেলে বা মেয়ে সময় মত বাসায় পৌঁছালো কিনা বা কার সাথে মিশে তা এসব বিষয়ে খেয়াল রাখেন, এই রকম বিষয় হয়তো খেলার ছলে করে থাকে কিন্তু যে কোন মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।

22/09/2025

শৈশব

18/09/2025
বেশিরভাগ প্রবাসী দেশে যাওয়ার সময় আত্মীয়-স্বজনের জন্য এটা-সেটা কিনে নিজের পকেটের বেশিরভাগ টাকা শেষ করে দেশে যায়।দেশে গেলে...
16/09/2025

বেশিরভাগ প্রবাসী দেশে যাওয়ার সময় আত্মীয়-স্বজনের জন্য এটা-সেটা কিনে নিজের পকেটের বেশিরভাগ টাকা শেষ করে দেশে যায়।

দেশে গেলে পরদিন থেকেই আবার বাজার খরচ শুরু করা লাগে।
এদিকে দেশে যাওয়ার সময় কেনাকাটা করে এমনিতেই সে থাকে চাপের মধ্যে।

মাস খানেক পরে যখন হাতে টাকা থাকেনা, তখন পাগলের মতো বিদেশে থাকা বন্ধু-বান্ধবকে কল দেওয়া লাগে টাকার জন্য।
আত্মীয়দের কাছে টাকা চাইলে মুখ বাকা করে বলে—ওমা, তুমি বুঝি খালি হাতে আসছো? ২-৩ মাসেই বুঝি টাকা শেষ?

এমনকি পরিবারের লোকেরাও বুঝতে চায়না যে আমরা মাসে মাসে যা বেতন পেতাম তা প্রতি মাসেই তাদের পাঠিয়ে দিয়েছি।

তখন দেখা যায় পাশে কেউই থাকেনা।

তাই যাওয়ার সময় সবার জন্য ফালতু সাবান শ্যম্পু এটা সেটা না নিয়ে, পকেট ভর্তি টাকা নিয়ে যাবেন। সবার কাছে টাকা খুঁজে নিজেকে ছোট না করে, নিজের সফরটা নিজের ইনকামের টাকায় সুন্দর করে কাটিয়ে আসবেন।

আপনাদের কি মনে হয়? আমি কি ভুল বলেছি?

এখন লজ্জায় অনেকে আবার এই পোস্ট শেয়ার ও দিবেনা, কারণ সেই আত্মীয়রা না জানি আবার মনে কষ্ট পায়।🙂

16/09/2025

কুত্তা পাললে আপনি স্মার্ট,
আর গরু পাললে ক্ষ্যাত। যারা এমনটা মনে করে তারা গরুর দুধের চা বাদ দিয়ে কুত্তার দুধের চা খাইয়েন।

বাংলাদেশ ভারতের যে বর্ডার আছে এই বর্ডারের লেন্থ হচ্ছে ৪১৫৬ কি.মি। এবং এটা পৃথিবীর ৫ম বৃহত্তম বর্ডার। কিন্তু যেটার জন্য ব...
07/09/2025

বাংলাদেশ ভারতের যে বর্ডার আছে এই বর্ডারের লেন্থ হচ্ছে ৪১৫৬ কি.মি।
এবং এটা পৃথিবীর ৫ম বৃহত্তম বর্ডার।

কিন্তু যেটার জন্য বর্ডার টা এই মূহুর্তে বিখ্যাত সেটা হচ্ছে পৃথিবীর সব চাইতে ডেঞ্জারাস বর্ডার হচ্ছে ভারত-বাংলাদেশ বর্ডার।

পৃথিবীর আর কোন বর্ডারে, বর্ডার ক্রস করার অপরাধে গুলি করে মেরে ফেলা হয় না। কিন্তু একজন-দুইজন মেরে ফেলেছে ব্যাপার কিন্তু সেরকম না।

Let's go to the statistics :
~ ২০২০ সাল থেকে অদ্যবদি ৫০০'র বেশি বাংলাদেশিকে BSF গুলি করে মে*রে ফেলেছে।

~ শুধুমাত্র ২০২০ সালে ১ বছরে ৪৫ জনের বেশি মারা গেছে তাদের গুলিতে।

The question you asked :
~ যে খালি আমাদের সাথেই এমন হয় কিনা? হ্যা শুধু আমাদের সাথেই হয়! পৃথিবীর আর কোনো বর্ডারে এমন অমানবিক ঘটনা ঘটেনা।

ওহ মেসি! আমাদের কৈশোর, যৌবনের সময়টাকে রঙিন করার জন্য কৃতজ্ঞতা, ভালোবাসা তুমি শুধু ফুটবলার নও, জাদুকর, শিল্পী, তুমি ফুটব...
05/09/2025

ওহ মেসি!
আমাদের কৈশোর, যৌবনের সময়টাকে রঙিন করার জন্য কৃতজ্ঞতা, ভালোবাসা

তুমি শুধু ফুটবলার নও, জাদুকর, শিল্পী, তুমি ফুটবল কিং

এই জার্সিতে সবচেয়ে বেশি মানানসই ছিলে তুমি

আমরা তোমাকে ভালোবাসি ❤️

1. ChatGPT.com – যে কোনো সমস্যার সমাধান করে।2. Syllaby.io – ভিডিও বানাও আর সঙ্গে সঙ্গে প্রকাশ করো।3. MidJourney.com – সে...
04/09/2025

1. ChatGPT.com – যে কোনো সমস্যার সমাধান করে।
2. Syllaby.io – ভিডিও বানাও আর সঙ্গে সঙ্গে প্রকাশ করো।
3. MidJourney.com – সেকেন্ডে আর্ট বা ছবি তৈরি করে।
4. Hellowarrant.com – মার্কেটিং কমপ্লায়েন্সের জন্য এআই সহায়তা।
5. Heygen.com – এআই অবতার তৈরি করে।
6. Soundraw.io – কয়েক সেকেন্ডে গান বানায়।
7. Ranked.ai – গুগলে র‌্যাঙ্ক বাড়াতে সাহায্য করে।
8. Submagic.co – লম্বা ভিডিওকে ছোট ক্লিপে পরিণত করে।
9. SlidesAI.io – স্বয়ংক্রিয়ভাবে প্রেজেন্টেশন তৈরি করে।10. PicWish.com – দ্রুত ছবি এডিট করে।
11. Fastread.io – ইবুক তৈরি করো সহজেই।
12. Bibley.io – বাইবেল স্টাডির জন্য এআই টুল।
13. Manus.im – যেকোনো অ্যাপ কোড করে দেয়।
14. Capsho.com – পডকাস্টকে কনটেন্টে রূপান্তর করে।
15. Webinarkit.com – ওয়েবিনারের জন্য এআই টুল।
16. Creatorunlock.com – ইউটিউব ক্রিয়েটরদের সহায়তা করে।
17. Grok.com – সব সমাধান দেয়, তবে একটু রসিক ভঙ্গিতে।
18. Adcreative.ai – বিজ্ঞাপনের জন্য দুর্দান্ত এআই টুল।
19. Canva.com – ডিজাইন করো যেকোনো কিছু।
20. Fastphoto.io – এআই হেডশট ছবি তৈরি করে।
21. askcoachken.com – এআই সম্পর্ক বিষয়ক কোচ।
22. threadmaster.ai – ভাইরাল ফেসবুক থ্রেড তৈরি করে।
23. V0.dev – ফ্রন্টএন্ড মকআপ তৈরি করো সহজে।
24. suno.com – এআই দিয়ে গান তৈরি করো।
25. keywordsearch.com – বিজ্ঞাপনের কনভার্সন বাড়ায়।
26. labs.google – গুগলের এআই ভিডিও মেকার।
27. Beautiful.ai – ঝকঝকে এআই প্রেজেন্টেশন বানায়।
28. Remove.bg – সেকেন্ডে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে দেয়।
29. Uizard.io – স্কেচকে UI মকআপে রূপান্তর করে।
30. Aiva.ai – এআই দিয়ে সুর তৈরি করে।
31. AnimaApp.com – ডিজাইনকে কোডে রূপান্তর করে।
32. Replika.ai – এআই সম্পর্ক সঙ্গী।
33. notebooklm.google.com – যেকোনো লেখা থেকে পডকাস্ট বানায়।
34. Photes.io – ছবিকে টেক্সট নোটে পরিণত করে।
35. Magai.ai – সব এআই মডেল এক জায়গায়।
36. Jasper.AI - কন্টেন্ট রাইটিং এর জন্য
37. fastpedia.io – এআই টুলের ডিরেক্টরি।
38. kuse.ai – ChatGPT কে হোয়াইটবোর্ডে নিয়ে আসে।
39. createanything.com – অ্যাপ আর ওয়েবসাইট তৈরি করো।
40. snowglobe.so – ইউজার টেস্টিং সিমুলেট করে।
41. sintra.ai – এআই এজেন্টদের টিম তৈরি করে।
42. livex.ai – কাস্টমার ধরে রাখতে এআই এজেন্ট।
43. Revatto.com – গ্রাহক হারানো কমাতে সাহায্য করে।
44. clueso.io – মিনিটে প্রোডাক্ট ভিডিও বানায়।
45. skala.io – স্টার্টআপের জন্য লিগ্যাল প্ল্যাটফর্ম।
46. n8n.io – অটোমেশন করো যেকোনো কাজ।
47. beehiiv.com – ক্রিয়েটরদের জন্য সেরা নিউজলেটার টুল।
48. blur-it.app – সংবেদনশীল তথ্য ব্লার করে।
49. perplexity.ai – সেরা এআই সার্চ ইঞ্জিন।
50. CopyOwl.ai – আর্টিকেল নিয়ে গভীর গবেষণা করে।

©

A conversational AI system that listens, learns, and challenges

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Masud 001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masud 001:

Share

Category