Sotter Sondhane সত্যের সন্ধানে

Sotter Sondhane সত্যের সন্ধানে একাকী হয়ে যাওয়ার অর্থ হলো তুমি খারাপ সঙ্গ পরিত্যাগ করেছো!

-হযরত উমর (রাঃ)
(1)

02/07/2025

আলহামদুলিল্লাহ! প্রতি বছর ৫ই আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস" হিসেবে সরকার আজ ঘোষণা দিয়েছেন।

শেষ হাসি #না খালাশ পাবেন
02/07/2025

শেষ হাসি #না খালাশ পাবেন

ইরানে বড়সড় ‘হাতিয়ার’ রেখে গিয়েছে ইজরায়েল ! খামেনেইর দল এখন এটা ব্যবহার করলেই খেলা বদলে যাবেইজরায়েল তার শত শত অতি-আধু...
01/07/2025

ইরানে বড়সড় ‘হাতিয়ার’ রেখে গিয়েছে ইজরায়েল ! খামেনেইর দল এখন এটা ব্যবহার করলেই খেলা বদলে যাবে

ইজরায়েল তার শত শত অতি-আধুনিক ড্রোন ইরানে রেখে গিয়েছে, যেগুলো ইরান এখন রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রকৌশলে ব্যবহার করছে।

যুদ্ধবিরতি ঘোষণা তো হয়েছে! তবে, বৈরিতা মিটেছে, এ কথা সম্পূর্ণ জোর দিয়ে বলা যাবে না। ইরানে ধ্বংসযজ্ঞ চালানোর পর ইজরায়েল চলে গিয়েছে, কিন্তু তেহরানে তারা বিশাল হাতিয়ার রেখে গিয়েছে। আসলে ইজরায়েল তার শত শত অতি-আধুনিক ড্রোন ইরানে রেখে গিয়েছে, যেগুলো ইরান এখন রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রকৌশলে ব্যবহার করছে। ইয়েদিওথ আহরোনোথ, ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বলেছেন যে কয়েকশো মিলিয়ন ডলার মূল্যের ড্রোন অদৃশ্য হয়ে গিয়েছে। এখন ইরান পরবর্তী যুদ্ধে ব্যবহারের জন্য এগুলোকে উপযুক্ত করে তুলছে, যা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমস্যার কারণ হয়ে উঠবে নিশ্চিতভাবেই!

রিভার্স ইঞ্জিনিয়ারিং কী?- রিভার্স ইঞ্জিনিয়ারিং হল এমন একটি প্রক্রিয়া যেখানে একটি জিনিসকে অনেক অংশে ভাগ করা হয় এবং প্রতিটি অংশের উপর গবেষণা করা হয়, যেমন, এটি কীভাবে তৈরি করা হয়েছে, কী কী জিনিস ব্যবহার করা হয়েছে, এর নকশা কী, এর কাঠামো কীভাবে প্রস্তুত করা হয়েছে ইত্যাদি। এর অনেকগুলি পর্যায় রয়েছে। প্রথমে, ড্রোনটি খুলে বা এর উপাদানগুলি স্ক্যান করে ইলেকট্রনিক তথ্য সংগ্রহ করা হয়। এর ফার্মওয়্যার, রাডার এবং সেন্সরগুলি কীভাবে তথ্য গ্রহণ করে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। তার পর বিজ্ঞানীরা সেগুলি নিয়ে গবেষণা করেন। তাঁরা এর প্রসেসর, মোটর, কমিউনিকেশন চিপ, ক্যামেরা এবং এয়ারফ্রেম উপাদান ইত্যাদির উপর দীর্ঘ গবেষণা করেন।

মডেলিং এবং সিমুলেশন: এর পর, CAD সফটওয়্যার নামে একটি সিস্টেমে ড্রোনের একটি ডিজিটাল কপি তৈরি করা হয় এবং সিমুলেশনের মাধ্যমে দেখা হয় যে এটি কীভাবে পুনর্নিমাণ করা যায় যাতে এর শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। শুরু হয় বিভিন্ন অংশ তৈরি, যেমন ইঞ্জিন, পাখা, কন্ট্রোলিং সফটওয়্যার ইত্যাদি। এভাবে কখনও কখনও এর চেয়ে বহুগুণ ভাল জিনিস তৈরি করা হয়। সহজ কথায়, রিভার্স ইঞ্জিনিয়ারিং হল সেরা পণ্যটি অনুলিপি করে একটি নতুন পণ্য তৈরির উপায়। এতে লাইসেন্সের প্রয়োজন হয় না এবং কোনও সমস্যাও হয় না।

ইজরায়েল কোন ড্রোন উৎক্ষেপণ করেছে? রিপোর্ট অনুসারে, ইজরায়েল মাঝারি পাল্লার হার্মিস ড্রোন উৎক্ষেপণ করেছে, যেগুলো গোয়েন্দা তথ্য এবং নজরদারির জন্য ব্যবহৃত হয়। এছাড়াও, FPV অর্থাৎ ফার্স্ট-পারসন ভিউ মিনি-কোয়াডকপ্টার ড্রোন পাঠানো হয়েছিল, যেগুলো খুবই ছোট এবং বিস্ফোরক ভর্তি। এগুলো মুহূর্তের মধ্যে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। রাশিয়ার উপর আক্রমণে ইউক্রেন এটি প্রচুর পরিমাণে ব্যবহার করছে। ইরান ইতিমধ্যেই আমেরিকান RQ-170 রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে তৈরি করেছে এবং এখন একই ভিত্তিতে একটি নতুন স্টিলথ ড্রোন তৈরি করছে।

৭০ লক্ষের গাড়ি-৮০০ গ্রাম সোনাতেও চাহিদা মিটল না! করুন পরিণতি নববধূরমেয়ের বিয়েতে যৌতুক হিসেবে দেওয়া হয়েছিল ৭০ লক্ষ টাকার ...
30/06/2025

৭০ লক্ষের গাড়ি-৮০০ গ্রাম সোনাতেও চাহিদা মিটল না! করুন পরিণতি নববধূর

মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে দেওয়া হয়েছিল ৭০ লক্ষ টাকার ভলভো গাড়ি, প্রায় এক কেজি সোনা। তারপরও চাহিদা মেটেনি পাত্র পক্ষের। শ্বশুরবাড়িতে পণের দাবিতে লাগাতার মানসিক ও শারীরিক নির্যাতনের জেরে বিয়ের ২ মাসের মধ্যেই আত্মঘাতী হয়েছেন নববধূ।

30/06/2025
ইরানের সেই টিভি উপস্থাপিকা পেলেন আন্তর্জাতিক পুরস্কারইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেও অসম সাহসিকতার সঙ্গে সম্প্রচার চ...
30/06/2025

ইরানের সেই টিভি উপস্থাপিকা পেলেন আন্তর্জাতিক পুরস্কার

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেও অসম সাহসিকতার সঙ্গে সম্প্রচার চালিয়ে যাওয়া ইরানি টেলিভিশন উপস্থাপিকা সাহার এমামি পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার। তার বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে ভেনেজুয়েলার সর্বোচ্চ সাংবাদিকতা সম্মাননা সিমন বলিভার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ জুন) এক বিশেষ অনুষ্ঠানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত আলি চেগিনির হাতে এই পুরস্কার তুলে দেন। এই পুরস্কারের মাধ্যমে সাহসী উপস্থাপিকার পাশাপাশি হামলায় নিহত অন্যান্য সাংবাদিকদেরও সম্মান জানানো হয়।

১৩ জুন, পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় আগ্রাসন শুরু করে। এর অংশ হিসেবে ১৬ জুন তেহরানে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-র প্রধান কার্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

হামলার সময় টিভি লাইভে ছিলেন সাহার এমামি। বিস্ফোরণের পর তিনি নিরাপদ স্থানে সরে গেলেও, কিছু সময়ের মধ্যেই আবার ফিরে আসেন ক্যামেরার সামনে। তার এই আত্মত্যাগী সাহসিকতা ইরানে ব্যাপক প্রশংসিত হয় এবং আন্তর্জাতিক মহলেও আলোচিত হয়ে ওঠে।

শেরপুরের মিজানুরের বাগানে আছে ৫০ জাতের বিদেশি আঙুরপ্রকাশ: ২৯ জুন ২০২৫ (সূত্রঃ প্রথম আলো) শেরপুরের শ্রীবরদীতে চাষ হচ্ছে ন...
29/06/2025

শেরপুরের মিজানুরের বাগানে আছে ৫০ জাতের বিদেশি আঙুর
প্রকাশ: ২৯ জুন ২০২৫ (সূত্রঃ প্রথম আলো)

শেরপুরের শ্রীবরদীতে চাষ হচ্ছে নানা রঙের আঙুর। এ উদ্যোগ নিয়েছেন মিজানুর রহমান। সম্প্রতি মেঘাদল গ্রামে
শেরপুরের শ্রীবরদীতে চাষ হচ্ছে নানা রঙের আঙুর। এ উদ্যোগ নিয়েছেন মিজানুর রহমান। সম্প্রতি মেঘাদল গ্রামেছবি: প্রথম আলো
থোকায় থোকায় ঝুলছে লাল, কালো ও সবুজ রঙের বিদেশি আঙুর। সুন্দর এই দৃশ্য এখন দেখা যাচ্ছে শেরপুরের শ্রীবরদী উপজেলার পাহাড়ি মেঘাদল গ্রামে। সেখানে পরীক্ষামূলকভাবে আঙুর চাষ করে সফল হয়েছেন তরুণ উদ্যোক্তা মিজানুর রহমান।

এ উদ্যোক্তা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিজানুরের বাবা জলিল মিয়া ২০২২ সালে ভারতে ঘুরতে গিয়ে শখের বশে প্রথমে দুই জাতের ১০টি আঙুরের চারা নিয়ে আসেন। সেগুলো নিজের জমিতে রোপণ করেন। চারা লাগানোর ১০ মাস পর তাঁর বাগানে আসতে থাকে মিষ্টি ফল।

বাবার অনুপ্রেরণায় মিজানুর ২০ শতাংশ জমিতে পরীক্ষামূলকভা‌বে আঙুর চাষ শুরু করেন। এতে তিনি ৫০ জাতের আঙুরগাছ রোপণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য একেলো, ডিকসন, ব্ল্যাক ম্যাজিক, বাইনুকা, ইসাবেলা, পারলেট, আনাব-এ-শাহি ইত্যাদি।

মিজানুরের বাগানে বর্তমানে ১৫০টি গাছ আছে। এর মধ্যে ৪০টি গাছে ফল এসেছে। ১৫ থেকে ২০‌টি গাছে ১০ থে‌কে ১২ কেজি করে ফল ধরেছে। বা‌কি গাছগু‌লোর বয়স কম থাকায় দেড় থে‌কে দুই কে‌জি ক‌রে ফল এসে‌ছে। সম্প্রতি তিনি স্বল্প প‌রিমা‌ণে সবুজ আঙুর প্রতি কেজি ২৫০-৩০০ টাকা দরে বিক্রি করেছেন।

বাংলাদেশ থেকে ৩ পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারতভারত সীমান্তের যেকোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পাট, বোনা কাপড় ও সুতা আম...
28/06/2025

বাংলাদেশ থেকে ৩ পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

ভারত সীমান্তের যেকোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পাট, বোনা কাপড় ও সুতা আমদানি নিষিদ্ধ করেছে ভারত। (সূত্রঃ কালবেলা)

সময় শেষে উত্তরপত্র জমা চাওয়ায় ‘শিক্ষককে মারধর’ ছাত্রদল নেতার (Subhanallah!)এইচএসসি পরীক্ষায় নির্ধারিত সময়ের পর উত্তরপত্র...
27/06/2025

সময় শেষে উত্তরপত্র জমা চাওয়ায় ‘শিক্ষককে মারধর’ ছাত্রদল নেতার (Subhanallah!)

এইচএসসি পরীক্ষায় নির্ধারিত সময়ের পর উত্তরপত্র জমা চাওয়ায় পরীক্ষাকক্ষে কর্তব্যরত শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলের বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ফিরোজ আহমেদকে পরীক্ষা থেকে বহিষ্কার করেছেন কেন্দ্রসচিব।

আমরা খামেনিকে শেষ করে দিতে চেয়েছিলাম: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাত চলাকালে ইরানের সর...
27/06/2025

আমরা খামেনিকে শেষ করে দিতে চেয়েছিলাম: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাত চলাকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ কথা বলেছেন।

‘বিশ্বাসঘাতকতা’ করেছে নেতানিয়াহু : ট্রাম্পইরানের ওপর যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েলের চালানো হামলায় তীব্র প্রতিক্রিয়া জান...
26/06/2025

‘বিশ্বাসঘাতকতা’ করেছে নেতানিয়াহু : ট্রাম্প

ইরানের ওপর যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েলের চালানো হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই আচরণের মাধ্যমে তার সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন।

ক্ষমতায় গেলে বুঝবে জনগণ, এখনও শুরুই করে নাই!
25/06/2025

ক্ষমতায় গেলে বুঝবে জনগণ, এখনও শুরুই করে নাই!

Address

Mymensingh
2100

Alerts

Be the first to know and let us send you an email when Sotter Sondhane সত্যের সন্ধানে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Our Story...

“এসো সত্যের পথে চলি” এটি একটি ইসলামিক পেজ। ইসলামের অনেক আলোচনা, ওয়াজ মাহফিল, গজল সকল কিছু পাবেন।

পেজে লাইক, কমেন্ট শেয়ার করে পাশে থাকুন।