Sotter Sondhane সত্যের সন্ধানে

Sotter Sondhane সত্যের সন্ধানে একাকী হয়ে যাওয়ার অর্থ হলো তুমি খারাপ সঙ্গ পরিত্যাগ করেছো!

-হযরত উমর (রাঃ)
(1)

22/08/2025

‘ঘুষের টাকা’ নিয়ে দুই কর্মকর্তার মারামারি (সুবহানাহ্!)

ঢাকার সাভার পৌরসভার দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, একটি ফাইলের ‘ঘুষের টাকা’ নিয়ে দ্বন্দ্বে মারামারিতে জড়িয়েছেন দুজন।

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) মারামারির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে, বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

মারামারিতে জড়ানো দুই কর্মকর্তা হলেন- সাভার পৌরসভার কর নির্ধারক নাজমুল হাসান ও সহকারী কর আদায়কারী নজরুল ইসলাম।

ভিডিওতে দেখা যায়, নাজমুল হাসান নিজের চেয়ারে বসে আছেন। সেখানে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন ব্যক্তি। এ সময় নজরুল ইসলাম উপস্থিত হন। পরে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নজরুল ইসলাম তেড়ে যান নাজমুল হাসানের দিকে। দুজনকে থামানোর চেষ্টা করেন উপস্থিত ব্যক্তিরা। কিন্তু, তাদের ঠেলে নজরুল ইসলাম আক্রমণ করতে যান নাজমুল হাসানকে। পরে দুই কর্মকর্তা একজন আরেকজনকে কিল-ঘুষি মারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মচারী বলেন, ‘‘করের অতিরিক্ত টাকা (ঘুষ) ভাগাভাগি নিয়ে দুই কর্মকর্তা মারামারিতে জড়িয়েছেন। তবে, অফিস কক্ষে তাদের এমনটা করা উচিত হয়নি।’’

এ বিষয়ে জানতে চাইলে কর নির্ধারক নাজমুল হাসান বলেন, ‘‘নজরুল ইসলাম আমার জুনিয়র। হোল্ডিংয় ট্যাক্স ও নামজারি ফি বাবদ এক লোক নজরুল ইসলামকে ৫ হাজার টাকা দিয়েছেন। ওই লোক নজরুল ভাইয়ের পরিচিত। নজরুল ভাইকে ডেকে বলি, নামজারি ফি ১১৫০ টাকার রশিদ আছে। কিন্তু, হোল্ডিং ট্যাক্সের রশিদ দেননি সাক্ষর করেছেন। এই কথা বললে তিনি উত্তেজিত হয়ে আক্রমণ করেন।’’

তবে, এ বিষয়ে সহকারী কর আদায়কারী নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি ঘটনার পর থেকে আত্মগোপনে চলে গেছেন।

এস আলম কি এত টাকা একা খেয়েছে, প্রশ্ন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের
22/08/2025

এস আলম কি এত টাকা একা খেয়েছে, প্রশ্ন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের

যদি ভালোবাসেন পাহাড় আর স্থাপত্য, ঘুরে আসুন শেরপুরযদি আপনি সবুজের রাজ্যে হারিয়ে যেতে চান, ইতিহাসের অলিগলি ছুঁয়ে দেখতে চান...
22/08/2025

যদি ভালোবাসেন পাহাড় আর স্থাপত্য, ঘুরে আসুন শেরপুর
যদি আপনি সবুজের রাজ্যে হারিয়ে যেতে চান, ইতিহাসের অলিগলি ছুঁয়ে দেখতে চান শতাব্দী প্রাচীন স্থাপত্য, কিংবা পাহাড়ি প্রকৃতির নিঃশব্দ আহ্বান শুনতে চান- তবে আপনাকে যেতে হবে শেরপুরে। মেঘালয়ের কোলঘেঁষা এই সীমান্তবর্তী জেলা যেন একাধারে জীবন্ত ইতিহাস, অপার প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির এক চমৎকার মিলনমেলা।
গারো পাহাড়ের পাদদেশে ছড়িয়ে থাকা ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার বিস্তৃত বনভূমি, শাল-সেগুনের বনরাজি আর খরস্রোতা নদী যেন চোখ জুড়ানো এক স্বপ্নপুরী। পাহাড়ি টিলায় গড়ে ওঠা মধুটিলা ইকোপার্ক, গজনী অবকাশ কেন্দ্র কিংবা রাজার পাহাড় আপনাকে উপহার দেবে অনন্য এক প্রকৃতি অভিজ্ঞতা।

অন্যদিকে, শত শত বছরের পুরনো ঘাগড়ালস্কর খানবাড়ী মসজিদ, মাই সাহেবা মসজিদ বা বারদুয়ারী মসজিদ আজও নিঃশব্দে বলে চলেছে সময়ের কাহিনি। আর শহরের বুকে দাঁড়িয়ে থাকা গোপীনাথ ও অন্নপূর্ণা মন্দির সাক্ষ্য দেয় ধর্মীয় সহাবস্থানের এবং স্থাপত্য-ঐতিহ্যের।

শেরপুরে নেই কোনো কৃত্রিমতা, আছে শুধু প্রকৃতির ছোঁয়া, ইতিহাসের গন্ধ আর সাদামাটা মানুষের উষ্ণ আতিথেয়তা। এই যাত্রা শুধু এক ভ্রমণ নয়, বরং আত্মার সঙ্গে প্রকৃতির বন্ধনের এক আবিষ্কার

গারো পাহাড়ের বুকে সবুজের মায়া

বাংলাদেশ-ভারতের সীমান্ত ঘেঁষা জেলার বিস্তীর্ণ অংশ জুড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে গারো পাহাড়। ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার প্রায় বিশ হাজার একর জুড়ে এই পাহাড়ের উপস্থিতি যেন প্রকৃতির এক অনবদ্য উপহার। বর্ষা এলেই সবুজে মোড়া পাহাড়গুলো যেন ফিরে পায় নতুন প্রাণ। ঝরনায় নেমে আসে জলরাশির উচ্ছ্বাস, জঙ্গলে ঘন হয় লতা-পাতার বাহার। চারদিক জুড়ে ছড়িয়ে পড়ে এক স্বপ্নময় সবুজ চাদর।

প্রকৃতিপ্রেমী কিংবা পাহাড়ের নীরবতায় হারিয়ে যেতে চাওয়া ভ্রমণকারীদের কাছে গারো পাহাড় এক আদর্শ গন্তব্য। এখানে রয়েছে শাল-সেগুনের বন, ছোট-বড় পাহাড়-টিলা, রহস্যময় ঝরনা, বনানী আর পাখির কলতান। রোদ আর ছায়ার খেলায় ভরা গারো পাহাড়ে হাঁটলে মনে হয় যেন প্রকৃতি নিজেই আপনাকে গল্প শোনাচ্ছে সবুজের ভাষায়, নির্জনতায়, মুগ্ধতায়।

এখানে আকাশটা একটু বেশি নীল, বাতাসে মিশে থাকে পাখির কলতান আর নাম না জানা গাছেদের মৃদু গন্ধ। ঝিরিঝিরি ঝর্ণার শব্দ আর পাতার ফাঁকে উঁকি দেয়া রোদের ঝলকানি এক অপার্থিব আবেশে মোহিত করে যেকোনো পথিককে। গারো পাহাড় শুধু একটি ভৌগোলিক স্থান নয়- এ যেন নিসর্গপ্রেমীদের জন্য এক প্রার্থনার স্থান, প্রকৃতির নিঃশব্দ ভাষায় লেখা প্রেমপত্র।

হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালিগুম-নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাত...
21/08/2025

হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি

গুম-নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হয়ে তিনি হাসিনার বিচার চান।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, সুখরঞ্জন বালি চিফ প্রসিকিউটর অফিসে অভিযোগ দাখিল করতে এসেছেন। অভিযোগে বলা হয়েছে, তাকে অপহরণ করে আটকে রাখা হয়, গুম ও নির্যাতন করা হয় এবং দীর্ঘদিন ভারতের কারাগারে তাকে আটক রাখা হয়।

এবার ভারতের একমাত্র উপায় বাংলাদেশ! যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধে ভয়াবহ চাপে পড়েছে ভারত। রাশিয়া থেকে তেল ও অস...
20/08/2025

এবার ভারতের একমাত্র উপায় বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধে ভয়াবহ চাপে পড়েছে ভারত। রাশিয়া থেকে তেল ও অস্ত্র আমদানি করায় দেশটির ওপর নতুন করে আরও ২৫ শতাংশ শুল্ক বসিয়েছে ওয়াশিংটন। যা বিদ্যমান ২৫ শতাংশ শুল্কের সঙ্গে যোগ হয়েছে। এতে করে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশে। ট্রাম্প ঘোষিত ভারতের ওপর নতুন এই ৫০ শতাংশ শুল্ক আগামী ২৭ আগস্ট কার্যকর হবে।

এই শুল্কভার ভারতকে এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি করযুক্ত বাণিজ্য অংশীদারে পরিণত করবে। যা যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যে কার্যত নিষেধাজ্ঞার সমান। এর ফলে ভারতের রপ্তানিমুখী শিল্পে বড় ধাক্কা এবং প্রবৃদ্ধিও অর্ধ শতাংশের বেশি কমে যাওয়ার ঝুঁকিতে পড়েছে দেশটি।

এখনই এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্রেতারা ভারতীয় কারখানাগুলোতে দেওয়া অর্ডার বাতিল করছেন একের পর এক। কেউ কেউ আবার অর্ডার স্থগিত করেছেন অনির্দিষ্টকালের জন্য। ভারতের তৈরি পোশাক, চামড়া ও বিভিন্ন ভোগ্যপণ্যের বড় অংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি হতো। কিন্তু অতিরিক্ত শুল্কের কারণে সেসব পণ্য এখন প্রতিযোগিতা হারাচ্ছে।

এক ভারতীয় ব্যবসায়ী সংবাদমাধ্যম আনন্দবাজারকে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে আর প্রতিযোগিতা করতে পারছি না। যেখানে বাংলাদেশের শুল্ক ২০ শতাংশ, সেখানে আমাদের দিতে হচ্ছে ৫০ শতাংশ। ফলে ক্রেতারা বাংলাদেশের দিকেই ঝুঁকছেন।’

ভারতীয় ব্যবসায়ীরা এখন বিকল্প পথ খুঁজছেন, আর সেই পথের নাম বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের পোশাকশিল্প দীর্ঘদিন ধরেই বিশ্ববাজারে সুনাম অর্জন করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের ওপর শুল্ক ২০ শতাংশ, যা ভারতের তুলনায় অনেক কম।

ফলে ভারতের বাতিল হওয়া বিপুল অর্ডার সরাসরি চলে আসছে বাংলাদেশে। মার্কিন সংস্থাগুলো বাংলাদেশের কারখানায় নতুন অর্ডার দিচ্ছে। পাশাপাশি ভারতীয় বড় ব্যবসায়ীরাও এখন বাংলাদেশের প্রতিষ্ঠিত রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করছেন। অনেকে যৌথ উদ্যোগে কাজ করার চিন্তাভাবনাও শুরু করেছেন।

শুধু অস্থায়ী সমাধান নয়—ভারতীয় উদ্যোক্তারা দীর্ঘ মেয়াদে মার্কিন বাজার ধরে রাখতে বাংলাদেশকে ‘মধ্যবর্তী সেতু’ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন। অর্থাৎ, ভারতীয় কোম্পানিগুলো সরাসরি নয়, বরং বাংলাদেশের কারখানাগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে চান। এতে তারা নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে পারবেন বলে মনে করছেন।

বাংলাদেশি পোশাক কারখানাগুলো ইতোমধ্যেই চাপে পড়েছে। হঠাৎ করে অতিরিক্ত অর্ডার সামলাতে গিয়ে শ্রমিকরা হিমশিম খাচ্ছেন। মালিকরা বলছেন, গত বছরের তুলনায় চলতি বছরের এই সময়ে তাদের অর্ডার কয়েক গুণ বেড়েছে। ফলে উৎপাদন ব্যস্ততায় কারখানাগুলো দিনরাত চলছে। তবে এর ইতিবাচক দিকও আছে—এতে রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।

এক শীর্ষ রপ্তানিকারক বলেন, ‘আমাদের যেসব ক্রেতা আগে ভারতে অর্ডার দিতেন, তারাই এখন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। অর্ডার এত বেড়েছে যে, সময়মতো ডেলিভারি দিতে আমরা সংগ্রাম করছি।’

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি ভারতের জন্য মারাত্মক সংকট ডেকে এনেছে। দেশটির শিল্পপতিরা বাজার ধরে রাখতে মরিয়া হয়ে বাংলাদেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। অন্যদিকে, বাংলাদেশের জন্য এটি এক বিরাট সুযোগ—নতুন বাজার দখল করা এবং বৈদেশিক মুদ্রা আয়ের প্রবাহ আরও বাড়ানোর।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাণিজ্যনীতির এই ধাক্কা বাংলাদেশকে এক বিরল সুবিধার অবস্থানে নিয়ে এসেছে। আর ভারতের সামনে এখন একমাত্র প্রশ্ন—বাংলাদেশ ছাড়া তাদের বাঁচার উপায় কী?

নির্বাচন কমিশনকে ফাইনাল খেলার রেফারি করানোর আগে টেস্ট ম্যাচের (স্থানীয় নির্বাচনের) রেফারি করার সুযোগ দেওয়া উচিত।
20/08/2025

নির্বাচন কমিশনকে ফাইনাল খেলার রেফারি করানোর আগে টেস্ট ম্যাচের (স্থানীয় নির্বাচনের) রেফারি করার সুযোগ দেওয়া উচিত।

মনোনয়নপত্র জমায় সবার আগে শিবির নেতৃত্বাধীন প্যানেলঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্য...
19/08/2025

মনোনয়নপত্র জমায় সবার আগে শিবির নেতৃত্বাধীন প্যানেল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেলগুলোর মধ্যে সবার আগে মনোনয়ন ফরম জমা দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বাধীন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নওয়াব নবাব আলী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস কার্যালয়ে মনোনয়ন জমা দেন জোটের প্রার্থীরা।

হয় আমার টাকা দেবে নয়তো বিয়ে করবে: ৭৫ বছরের বৃদ্ধের অনশনইত্তেফাক ডিজিটাল রিপোর্ট রোজপুরের মঠবাড়িয়ায় ৩৫ বছরের নারীর বাড়িতে...
19/08/2025

হয় আমার টাকা দেবে নয়তো বিয়ে করবে: ৭৫ বছরের বৃদ্ধের অনশন
ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট

রোজপুরের মঠবাড়িয়ায় ৩৫ বছরের নারীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন ৭৫ বছর বয়সি আবুল কাসেম মুন্সি। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ওই নারীর বাড়িতে অনশন করেন ওই বৃদ্ধ।

আবুল কাসেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলী মুন্সির ছেলে।

বৃদ্ধ আবুল কাসেম মুন্সি বলেন, আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মৃত্যুবরণ করার পরে বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি। তারই ধারাবাহিকতায় প্রায় দুই মাস পূর্বে ওই নারীর সঙ্গে দেখা হয় এবং বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। সেই সুবাদে ওই নারী বিভিন্ন সময়ে আমার কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা নেয়। কিন্তু গত কিছুদিন আগে থেকে হঠাৎ কোনো কারণ ছাড়াই ওই নারী আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমি তার বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেয়। একপর্যায়ে আমি প্রায় ৪-৫ দিন খোঁজ করে আজ সকালে ওই নারীর বাড়িতে আসি।
তিনি আরও বলেন, হয় আমার টাকা দেবে নয়তো আমাকে বিয়ে করবে। আমার সঙ্গে ওই নারী যে প্রতারণা করেছে আমি তার উপযুক্ত বিচারের দাবি জানাই।

এলাকাবাসী জানান, ওই নারী আমাদের এলাকার। আমাদের জানা মতে ওই নারী এ রকমের বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করে। আমরা তার কঠিন শাস্তির দাবি জানাই।

এদিকে ঘটনাটি জানাজানি হলে মাহিনুর আত্মগোপন করেন। পরে মোবাইল ফোনে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।

গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধারগাইবান্ধার গোবিন্দগঞ্জে নজরুল ইসলাম (৩২) নামে এক জামায়াতে ইসলামী নেতার গলাক...
17/08/2025

গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নজরুল ইসলাম (৩২) নামে এক জামায়াতে ইসলামী নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিকাশ-নগদ মোবাইল ব্যাংকিং ব্যবসা করতেন।

রবিবার (১৭ আগস্ট) উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে ধানক্ষেতের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল ইসলাম কানিপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে দোকানের লেনদেন শেষে বাড়ি ফেরার পথে নজরুল ইসলাম স্থানীয় মান্নান মণ্ডলের জমির কাছে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধরে ফাঁকা ধানক্ষেতের পাশে নিয়ে গলা কেটে হত্যা করে।

স্থানীয়দের ধারণা, সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে কয়েকজন হ্যাকার গ্রেফতার হয়। এ ঘটনায় সন্দেহ করা হচ্ছে, নজরুল ইসলামের দোকানের বিকাশ-নগদ লেনদেনের তথ্য থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সূত্র পেয়েছে বলে হ্যাকাররা মনে করতে পারে। সেই বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।

নিহতের চাচাতো ভাই দাবি করেন, দোকান চুরি ও মোবাইল ব্যাংকিং লেনদেনসংক্রান্ত বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

17/08/2025
16/08/2025

ময়মনসিংহে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিছিল, গ্রেফতার ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিছিলের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তিন জনকে গ্রেফতার দেখিয়ে শনিবার (১৬ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার: কী লেখা আছে চিরকুটে?রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে...
15/08/2025

একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার: কী লেখা আছে চিরকুটে?

রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলার পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকড় গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন—মিনারুল ইসলাম (৩৫), তার স্ত্রী মনিরা খাতুন (৩১), ছেলে মাহিম (১৪) এবং মেয়ে মিথিলা (৩)। এ ঘটনায় নিকটাত্মীয়দের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মতিহার থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আলামত সংগ্রহ করে।

বৃহস্পতিবার দিবাগত রাতে স্ত্রী-সন্তানদের শ্বাসরোধে হত্যার পর মিনারুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, একটি ঘরের বিছানায় ছিল মনিরা ও শিশুকন্যা মিথিলার লাশ। পাশের ঘরের বিছানায় ছিল মাহিমের লাশ। এ ঘরেই ফ্যানের সঙ্গে ঝুলছিল মিনারুলের লাশ। এ ঘর থেকে দুটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এটি মিনারুল লিখেছেন বলে ধারণা করা হচ্ছে। হাতের লেখাটি মিনারুলেরই বলে পুলিশকে জানিয়েছেন স্বজনেরা।

চিরকুটে লেখা আছে, ‘আমি মিনারুল নিচের যেসব লেখা লিখব, সব আমার নিজের কথা। লিখে যাচ্ছি এই কারণে আমরা চারজন আজ রাতে মারা যাব। এই মরার জন্য কারো কোনো দোষ নেই। কারণ, লিখে না গেলে বাংলার পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে। আমি মিনারুল প্রথমে আমার বউকে মেরেছি। তারপর আমার মাহিনকে মেরেছি। তারপর আমার মিথিলাকে মেরেছি। তারপর আমি নিজে গলায় ফাঁস দিয়ে মরেছি।’

আরেকটি চিরকুটে লেখা, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে, আমি একা যদি মরে যাই, তাহলে আমার বউ, ছেলে, মেয়ে কার আশায় বেঁচে থাকবে? কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই বেঁচে থাকার চেয়ে মরে গেলাম, সেই ভালো হলো।’

মিনারুলের চাচি জানেহার বেগম জানান, রাতে মিনারুলের স্ত্রী মনিরা তার মেয়েকে নিয়ে এক ঘরে ঘুমিয়েছিলেন। আর অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে ঘুমিয়েছিল পাশের ঘরে। রাত ১১টার দিকে মিনারুল বাড়ি ফেরেন। ততক্ষণে একই বাড়িতে মিনারুলের বড় ভাই রুহুল তার স্ত্রী দিলরুবা এবং মেয়ে হিমুকে নিয়ে আলাদা ঘরে ঘুমিয়ে যান। আর বাড়ির উঠোনে ঘুমিয়ে পড়েন মিনারুলের বাবা রুস্তম আলী এবং মা আনজুরা বেগম। রাতে বাড়িতে এমন ঘটনা ঘটেছে তা কেউই টের পাননি। সকাল ৮টার দিকে আনজুরা মিনারুলের নাম ধরে ডেকেই যাচ্ছিলেন। সাড়া না পেয়ে রুস্তম আলী ঘরের টিনের ওপর উঠে ভেতরে তাকিয়ে দেখেন, ঘরে মিনারুলের লাশ ঝুলছে। পরে দুই ঘরের দরজা কেটে ভেতরে ঢুকলে চারজনেরই লাশ পাওয়া যায়। এরপর খবর পেয়ে পুলিশ আসে।

Address

Mymensingh
2100

Alerts

Be the first to know and let us send you an email when Sotter Sondhane সত্যের সন্ধানে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Our Story...

“এসো সত্যের পথে চলি” এটি একটি ইসলামিক পেজ। ইসলামের অনেক আলোচনা, ওয়াজ মাহফিল, গজল সকল কিছু পাবেন।

পেজে লাইক, কমেন্ট শেয়ার করে পাশে থাকুন।