22/08/2025
‘ঘুষের টাকা’ নিয়ে দুই কর্মকর্তার মারামারি (সুবহানাহ্!)
ঢাকার সাভার পৌরসভার দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, একটি ফাইলের ‘ঘুষের টাকা’ নিয়ে দ্বন্দ্বে মারামারিতে জড়িয়েছেন দুজন।
গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) মারামারির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে, বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
মারামারিতে জড়ানো দুই কর্মকর্তা হলেন- সাভার পৌরসভার কর নির্ধারক নাজমুল হাসান ও সহকারী কর আদায়কারী নজরুল ইসলাম।
ভিডিওতে দেখা যায়, নাজমুল হাসান নিজের চেয়ারে বসে আছেন। সেখানে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন ব্যক্তি। এ সময় নজরুল ইসলাম উপস্থিত হন। পরে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নজরুল ইসলাম তেড়ে যান নাজমুল হাসানের দিকে। দুজনকে থামানোর চেষ্টা করেন উপস্থিত ব্যক্তিরা। কিন্তু, তাদের ঠেলে নজরুল ইসলাম আক্রমণ করতে যান নাজমুল হাসানকে। পরে দুই কর্মকর্তা একজন আরেকজনকে কিল-ঘুষি মারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মচারী বলেন, ‘‘করের অতিরিক্ত টাকা (ঘুষ) ভাগাভাগি নিয়ে দুই কর্মকর্তা মারামারিতে জড়িয়েছেন। তবে, অফিস কক্ষে তাদের এমনটা করা উচিত হয়নি।’’
এ বিষয়ে জানতে চাইলে কর নির্ধারক নাজমুল হাসান বলেন, ‘‘নজরুল ইসলাম আমার জুনিয়র। হোল্ডিংয় ট্যাক্স ও নামজারি ফি বাবদ এক লোক নজরুল ইসলামকে ৫ হাজার টাকা দিয়েছেন। ওই লোক নজরুল ভাইয়ের পরিচিত। নজরুল ভাইকে ডেকে বলি, নামজারি ফি ১১৫০ টাকার রশিদ আছে। কিন্তু, হোল্ডিং ট্যাক্সের রশিদ দেননি সাক্ষর করেছেন। এই কথা বললে তিনি উত্তেজিত হয়ে আক্রমণ করেন।’’
তবে, এ বিষয়ে সহকারী কর আদায়কারী নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি ঘটনার পর থেকে আত্মগোপনে চলে গেছেন।