Sotter Sondhane সত্যের সন্ধানে

Sotter Sondhane সত্যের সন্ধানে একাকী হয়ে যাওয়ার অর্থ হলো তুমি খারাপ সঙ্গ পরিত্যাগ করেছো!

-হযরত উমর (রাঃ)
(1)

19/09/2025

জনগণের চাহিদা পূরণ না করে কোন ইলিশ রপ্তানি করা যাবে না

ডোমারে মামা শ্বশুরের কামড়ে ভাগনে বউ হাসপাতালে ভর্তিনীলফামারীর ডোমারে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ডান হাতে মামা শ্বশুরে...
19/09/2025

ডোমারে মামা শ্বশুরের কামড়ে ভাগনে বউ হাসপাতালে ভর্তি
নীলফামারীর ডোমারে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ডান হাতে মামা শ্বশুরের কামড়ে গুরুতর আহত হয়েছে এক গৃহবধূ। আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত ঘটনায় গৃহবধূর ভাই বাদী হয়ে গৃহবধূর মামা শশুড় হরিনচড়া ইউনিয়নের শালমারা গ্রামের নুরল হকের ছেলে মো. নুর হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে ডোমার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অনলাইন জুয়ার শাস্তি দুই বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা অর্থদণ্ডঅনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার ক্ষেত্রে অপরাধী ব্যক্ত...
19/09/2025

অনলাইন জুয়ার শাস্তি দুই বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা অর্থদণ্ড
অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার ক্ষেত্রে অপরাধী ব্যক্তির দুই বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সদ্য জারি হওয়া ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’-এ এ ধরনের শাস্তির বিধান রয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তথ্য অধিদফতর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

ওই তথ্য বিবরণীতে বলা হয়েছে, অধ্যাদেশ অনুযায়ী যদি কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা অন্য কোনও সংস্থা সাইবার স্পেসে জুয়া খেলার নিমিত্ত কোনও পোর্টাল বা অ্যাপস বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে, অনলাইনে, ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপিত করেন তাহলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’-এর ২০ ধারা অনুযায়ী বর্ণিত অপরাধ সংঘটনের ক্ষেত্রে অনধিক দুই বছরের কারাদণ্ড বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এছাড়া অনলাইন জুয়া বন্ধে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা রয়েছে।

জুয়া খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপিত করা থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। অপরাধ দমন ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে অনলাইন জুয়ার সকল গেটওয়ে, অ্যাপ্লিকেশন, লিংক, ওয়েবসাইট এবং বিজ্ঞাপন জনস্বার্থে জরুরি ভিত্তিতে বন্ধ, ব্লক বা অপসারণের জন্য সংশ্লিষ্ট সকল ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমকে অবহিত করা হচ্ছে।

নেই নিজের নাম, প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
19/09/2025

নেই নিজের নাম, প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

চোখে পানি এসে যায়! বাংলাদেশ  ভারতের কাছে ১ কেজি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি করছে মাত্র ১,৫০০/-  কেজি দরে। অথচ  এই ১ কেজ...
19/09/2025

চোখে পানি এসে যায়! বাংলাদেশ ভারতের কাছে ১ কেজি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি করছে মাত্র ১,৫০০/- কেজি দরে। অথচ এই ১ কেজি ওজনের ইলিশ আমাদেরকে কিনতে হচ্ছে ২,৮০০/- কেজি দরে! তাও পাইনা!

গানের শিক্ষক নিয়োগ বন্ধ না কর‌লে আন্দোলনে সরকার‌কে বাধ‌্য করা হ‌বেশিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ বন্ধ না কর‌লে আন্...
19/09/2025

গানের শিক্ষক নিয়োগ বন্ধ না কর‌লে আন্দোলনে সরকার‌কে বাধ‌্য করা হ‌বে
শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ বন্ধ না কর‌লে আন্দোলনে সরকার‌কে দা‌বি মানা‌তে বাধ‌্য করা হ‌বে ব‌লে হুঁশিয়ারি দি‌য়ে‌ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তি‌নি গা‌নের প‌রিব‌র্তে স্কু‌লে ধর্মীয় শিক্ষক নি‌য়ো‌গের দা‌বি জানান।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকারর‌মে অনু‌ষ্ঠিত বি‌ক্ষোভ সমা‌বে‌শে এ কথা ব‌লেন তিনি।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আ‌য়ো‌জিত সমা‌বে‌শে ফয়জুল করীম ব‌লেন, “স্পষ্ট ভাষায় আমরা সরকার‌কে জানিয়ে দিতে চাই, শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ বন্ধ করতে হবে। ইসলামি শিক্ষা ছাড়া কোনো জাতির নৈতিক উন্নতি সম্ভব নয়। যদি সরকার ধর্মীয় শিক্ষক নিয়োগে গড়িমসি করে কিংবা এই দাবি উপেক্ষা করে, তবে আমরা দেশের সর্বস্তরের আলেম-ওলামা ও সাধারণ মুসলিম জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামব। প্রয়োজনে সরকারকে আমরা বাধ্য করব।”

19/09/2025

হঠাৎ হোয়াটসঅ্যাপে ‘টাকা’ চাইছে প্রিয়জন! পাশে দাঁড়াতে গেলেই হতে পারেন সর্বস্বান্ত, এখনই সাবধান হোন

রাসূল সল্লাল্লাহু কি শুধু কিতাবের সাথেই ছিলেন না রাজনীতির মাঠেও ছিলেন? তিনি কোন কিতাবের সাথে আছেন যেখানে তিনি পেয়েছেন, য...
19/09/2025

রাসূল সল্লাল্লাহু কি শুধু কিতাবের সাথেই ছিলেন না রাজনীতির মাঠেও ছিলেন? তিনি কোন কিতাবের সাথে আছেন যেখানে তিনি পেয়েছেন, যে আওয়ামী জাহেলিয়াত, আওয়ামী ফেরআউন ২০০ বছর ক্ষমতায় থাকলেও তার কোন আপত্তি নাই। এইসব সদকা খোরদের কারণেই ইসলাম আর রাজনীতি দুইটা আলাদা বিষয়। সদকা খোররা শুধু মসজিদ নিয়া থাকবে আর আবু জেহেল, ফেরআউন, নমরূদদের এলিট৷ পার্সনরা রাজনীতি নিয়ে থাকবে।

কৃপন ব্যক্তিই শুধু সুবহানাল্লাহ লিখবে না
19/09/2025

কৃপন ব্যক্তিই শুধু সুবহানাল্লাহ লিখবে না

রাকসু নির্বাচনে হাতে ভোট গণনার দাবি ছাত্রদলেরম্যানুয়াল (হাতে) পদ্ধতিতে ভোট গণনাসহ ছয় দফা দাবিতে রাকসু নির্বাচনের প্রধান ...
18/09/2025

রাকসু নির্বাচনে হাতে ভোট গণনার দাবি ছাত্রদলের
ম্যানুয়াল (হাতে) পদ্ধতিতে ভোট গণনাসহ ছয় দফা দাবিতে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রদল সমর্থিত এক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ স্মারকলিপি প্রদান করেন তারা।

দাবিগুলো হলো- ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বছতা বজায় রক্ষার্থে 'স্বচ্ছ ব্যালট বাক্স' ব্যবহার নিশ্চিত করা, ভুয়া ও জাল ভোট শনাক্তের জন্য বাধ্যতামূলক' ছবি যুক্ত ভোটার' তালিকা প্রদান করা, ডিজিটাল কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাব প্রতিরোধ করতে হলে অবশ্যই 'ম্যানুয়াল পদ্ধতি'র মাধ্যমে ভোট গণনা করা এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতেই সকল প্রার্থীর জন্য একই আচরণ বিধিমালা মেনে চলার বিষয়টি মনিটরিং করা।

18/09/2025

Address

Mymensingh
2100

Alerts

Be the first to know and let us send you an email when Sotter Sondhane সত্যের সন্ধানে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Our Story...

“এসো সত্যের পথে চলি” এটি একটি ইসলামিক পেজ। ইসলামের অনেক আলোচনা, ওয়াজ মাহফিল, গজল সকল কিছু পাবেন।

পেজে লাইক, কমেন্ট শেয়ার করে পাশে থাকুন।