09/08/2025
অজানা জানা তথ্য
অনুসন্ধান করুন
অজানা তথ্য দেওয়া হল:
> বাঘের গর্জন প্রায় ২ মাইল দূর থেকেও শোনা যায়।
> নেকড়েরা এক সপ্তাহেরও বেশি সময় না খেয়ে
থাকতে পারে।
> প্রজাপতিরা তাদের পা দিয়ে স্বাদ গ্রহণ করে।
> বিশ্বের বৃহত্তম স্থলজ প্রাণী হলো আফ্রিকান হাতি।
> পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছ হল স্টোন ফিশ।
> তেলাপোকা মাথা ছাড়া ১০ দিন পর্যন্ত বাঁচতে পারে। > আইফেল টাওয়ার প্রথমে প্যারিসে তৈরি হওয়ার
কথা ছিল না, এটি স্পেনের বার্সেলোনায় তৈরি
হওয়ার কথা ছিল।
> পানির নিচেও পিঁপড়েরা বাঁচতে পারে।
> একটি বাঁশ গাছ একদিনে ১৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে
পারে।
> মেরুর ভাল্লুক সাদা রঙের নয়। এর লোমের নিচে ত্বক
কালো রঙের হয়ে থাকে।
> মানুষের মস্তিষ্ক একটি আঙ্গুল নাড়ানোর জন্য এক
ন্যানোসেকেন্ডে ৩৭ হাজার কোটি অঙ্ক করে।
> স্ত্রী মাকড়সা প্রজননের পর পুরুষ সঙ্গীকে খেয়ে
ফেলে।
> নীল তিমি, বিশ্বের বৃহত্তম প্রাণী, যার জিহ্বা কখনো
কখনো একটি প্রাপ্তবয়স্ক হাতির সমান ওজনের হতে
পারে।