08/08/2025
শুনেন আপনাদের একটা লজ্জার কথা বলি🙂
আমি গতমাসে ডেলিভারির জন্য বাপের বাড়িতে আসছি,
আমার আব্বু, আম্মু বাসায় একাই থাকে এখন আমি আসছি,, তো হইছে কি জানেন
আমাদের পাশের ফ্লেটে একটা লোক থাকে (বাসার বাড়ীওয়ালা) আমার আব্বুর বয়সী , তার একটা ছেলেও আছে আমারদের বয়সী
তিনি এখানে ছেলের সাথে একা থাকেন তার বউ শহরে থাকে,,,,,
গতকাল তিনি একটা আকাম করছে
আমরা ৩ তলায় থাকি, আমাদের বাসার নিচ তলায় একটা ফেমিলি থাকে আমার বয়সী একটা আপু, তার হাসবেন্ড , তার ৪ বছর বয়সী একটা মেয়ে ও তার শাশুড়ী,, তো জামাই বউ দুজনই চাকরি করেন,, বাচ্চাটা তার দাদির সাথে বাসায় থাকে,, গতকালও সবাই যার যার কাজে ব্যস্ত ,, সন্ধ্যার সময় মেয়েটা বাহিরে খেলতে গেছে
সেটা বাড়িওয়ালা দেখছে ৪ বছরের একটা বাচ্চা কতোটাই বা বুঝে । বাড়িয়ালা তাকে চকলেট কিনে দিবে বলে কোলে করে নিয়ে যায় ছাঁদে,,, পাশের বাসায় মাদ্রাসার ছিলো এক হুজুর দেখছে যে একটা বৃদ্ধ লোক একটা বাচ্চার কাপড় খুলে ফেলছে তিনি এটা সবাইকে জানান,,,,হুজুরের চিৎকারে বাড়িয়ালা ভয় পেয়ে বাচ্চাকে সেখানে রেখেই পালায়, তবে বাসায় সিসিটিভি থাকায় পুলিশ আশার সাথে সাথেই ওনাকে ধরে ফেলে🫤
এখন আমরা চিন্তা করছি এই বাসায় থাকা কি উচিৎ হব,,,???
আর আপনারা আপুরা বাচ্চাকে একটু সাবধানে রাইখেন বিশেষ করে মেয়ে বাচ্চাকে, কারন অমানুষের দল বয়স দেখে না সেটা মেয়ে হলেই চলে🥺🥺
এখন আমার হাসবেন্ড বলতেছে তোমার আর থাকা লাগবে না আমি তোমাকে নিয়ে চলে আসবো
Copy post