AR Tv

AR Tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AR Tv, Digital creator, Mymensingh.

26/11/2025

বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত আমাদের প্রিয় ২৫ জন নওমুসলিম শিক্ষার্থীর জন্য জরুরী শীতের পোশাক বাবদ ২৫০০০ টাকা প্রয়োজন। শরিক হওয়ার মাধ্যম কমেন্টে।

19/10/2025
বাবার হাতে ছেলে খু**নময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৭ বছর বয়সী পুত্র মোবারককে হত্যার অভিযোগ উঠেছে তার মানসিক ভারসাম্যহীন পিতা মো....
30/07/2025

বাবার হাতে ছেলে খু**ন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৭ বছর বয়সী পুত্র মোবারককে হত্যার অভিযোগ উঠেছে তার মানসিক ভারসাম্যহীন পিতা মো. নুরুল্লাহর (৩২) বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের বি-কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পিতা মো. নুরুল্লাহকে (৩২) আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন নুরুল্লাহ। ঘটনার দিন বৃষ্টির কারণে মোবারক ছাতা নিয়ে বাবার কাছে যাওয়া মাত্রই নুরুল্লাহ তার হাতে থাকা দা দিয়ে সন্তানের মাথায় কোপ দেন। মুহুর্তের মধ্যেই শিশুটি মাটিতে লুটিয়ে পরে। পরে গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান , নুরুল্লাহ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা মাঝে মাঝে তাকে বেঁধে রাখলেও অবস্থার উন্নতি হওয়ায় ১৫ দিন আগে তাকে মুক্ত করে দেওয়া হয়। কিন্তু দুই দিন ধরে তার মানসিক অবস্থা আবার খারাপ হতে শুরু করে। বুধবার সকাল থেকে তিনি বাড়ি থেকে বের হয়ে অদূরের একটি জঙ্গলে বসে ছিলেন। বিকেলে প্রবল বৃষ্টি শুরু হলে তার স্ত্রী জাকিয়া বেগম ছেলে মোবারককে বাবার জন্য ছাতা দিয়ে পাঠান।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. উবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত পিতাকে আটক করি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মো. ইসহাক
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
০১৯১০২০৭৪৫৪
©

19/07/2025

অমুসলিমদের মাঝে ইসলাম প্রচারের গুরুত্ব।
মুফতি আনিসুর রহমান তালুকদার"
চেয়ারম্যান:খাইরুল উম্মাহ ফাউন্ডেশন।

06/06/2025

🌙 সকলেই ঈদের আনন্দ ভাগাভাগি করি! 🌙
নওমুসলিম ভাই-বোনদের সাথেও ছড়িয়ে দিই ঈদের খুশি।
ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যে পরিপূর্ণ হোক আমাদের ঈদ।

✨ ঈদ মোবারক! ✨

15/05/2025

নওমুসলিম ও অসহায় দরিদ্র মানুষের জন্য কুরবানি প্রজেক্ট-২০২৫ ইং
দেশ-বিদেশে অবস্থানরত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা!
আপনার জানেন, কোনো অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে তখন সে তার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন সবাইকে হারায়। এমনকি পৈতৃক ভিটে মাটি থেকেও তাকে বিতাড়িত হতে হয়। আল্লাহকে পাওয়ার জন্য সবকিছু কুরবানি করা এ সকল অসহায় নওমুসলিম ভাই বোনদের জীবনেও খুশির ঈদ আসে। কুরবানির এ ঈদে (ঈদুল আযহা-২০২৫) আমরা তাদের এ আনন্দকে আরেকটু বাড়িয়ে দিতে চাই। ভাই/বোন হিসেবে ভাগাভাগি করতে চাই কুরবানির গোশত। প্রতি বছরের ন্যায় এবারও " খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন K U F " এর ব্যবস্থাপনায় নওমুসলিম ও অসহায় মানুষের মধ্যে কুরবানীর গোশত বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ।

#ওয়াজিব কুরবানির জন্য!
#প্যাকেজসমূহ:
✅১টি গরু: ৯১ হাজার টাকা (খরচসহ)।
✅১টি খাসি ১৫ হাজার টাকা (খরচসহ)।
✅গরুর এক-সপ্তমাংশ ১৩ হাজার টাকা (খরচসহ)

#নফল কুরবানির জন্য! আপনি আপনার সাধ্যানুযায়ী শরিক হতে পারেন।
কুরবানি হবে আপনার পক্ষ থেকেই। আমরা আপনার কুরবানির গোশত নওমুসলিম ও অসহায়দের মধ্যে বিতরণ করে দেব, ইনশাআল্লাহ।
অংশগ্রহণের জন্য শর্ত: ১০০% হালাল উপার্জন থেকে কুরবানির টাকা দিতে হবে।
আপনার পশুটি কোথায় এবং কখন কুরবানি হবে, তা আপনাকে জানিয়ে দেয়া হবে ইন-শা-আল্লাহ।

শরিক হওয়ার মাধ্যম
ব্যাংক একাউন্ট
নাম: Khairul Ummah Foundation
নম্বর:20501400204974301
রাউটিং নম্বর: 125611758
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ময়মনসিংহ শাখা

মোবাইল ব্যাংকিং
01758213268 (বিকাশ/নগদ/রকেট পার্সনাল)
রেফারেন্স হবে kp25

সার্বিক তত্ত্বাবধানে:
মুফতি যুবায়ের আহমদ হাফি.
পরিচালক, ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট।
পরিচালক, ইসলামিক অনলাইন মাদ্রাসা (IOM)।

সার্বিক যোগাযোগ:
মুফতি Anisur Rahman Talukdar
চেয়ারম্যান,
খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন

জিম্মাদার, নওমুসলিম মার্কায,
দারুল উলূম মাহমুদিয়া,ফুলবাড়িয়া,ময়মনসিংহ
01724-463533
Website: https://khairulummahfoundation.org/
‪Hotline: +8801811448843‬

04/03/2025

ছোট্ট মুহাজির ভাই এর তিলাওয়াত, সে বর্তমানে নওমুসলিম মারকাজ দারুল উলুম মাহমুদিয়া মাহমুদনগর মাদরাসায় হিফজ বিভাগে পড়ে, আল্লাহ তায়ালা তাকে দ্বীনের জন্য কবুল করুন।

03/03/2025

আপনার সাধ্য অনুযায়ী নওমুসলিম ও অসহায় ছাত্র ভাইদের ইফতারে শরিক হতে পারেন।

01/03/2025

#নওমুসলিম মু-জা-হি-দু-ল ইসলাম, পূর্ব নাম আন্তন, সে এখন আমাদের নওমুসলিম মার্কাজ মাদরাসায় হিফয বিভাগে অধ্যায়নরত আছে, সকলের কাছে দুয়া চাই আল্লাহ তায়ালা যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন।

নওমুসলিম ও দরিদ্র দ্বীনদার পরিবারের জন্য ইফতার প্রজেক্ট ২০২৫আসছে রমজানে, খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে নওমুসলিম ও দর...
25/02/2025

নওমুসলিম ও দরিদ্র দ্বীনদার পরিবারের জন্য ইফতার প্রজেক্ট ২০২৫

আসছে রমজানে, খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে নওমুসলিম ও দরিদ্র দ্বীনদার পরিবারের জন্য ইফতার প্রজেক্ট ২০২৫ হাতে নেওয়া হয়েছে। আপনার সহযোগিতায় আমরা পৌঁছে দিতে পারব ইফতার সামগ্রী সেই পরিবারগুলোতে, যারা সত্যিই সাহায্যের অপেক্ষায় আছে।

একটি পরিবারের জন্য ইফতার প্যাকেজ মূল্য মাত্র ১০২০ টাকা। এতে থাকবে –

✅ খেজুর - ১ কেজি
✅ ছোলা বুট - ১ কেজি
✅ মুড়ি - ২ কেজি
✅ মসুর ডাল - ১ কেজি
✅ সয়াবিন তেল - ১ কেজি
✅ চিনি - ১ কেজি
✅ পেঁয়াজ - ১ কেজি
✅ আলু - ১ কেজি

আপনিও এই মহৎ উদ্যোগে আপনার সাধ্যমত অংশ নিতে পারেন। আপনার পাঠানো অনুদান সরাসরি রোজাদার নওমুসলিম ও দরিদ্র দ্বীনদার পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।

📌 অনুদান পাঠানোর মাধ্যম:
📌 বিকাশ / রকেট: ০১৭৫৮২১৩২৬৮
📌 রেফারেন্স: Iftar

আসুন, এই রমজানে আমরা একসাথে নওমুসলিম ও দরিদ্র দ্বীনদার ভাইদের মুখে হাসি ফোটাই। আপনার ছোট্ট সহযোগিতাও হতে পারে কারও জন্য বড় স্বস্তি।

খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন K U F
*নববী চেতনায় উম্মাহর স্বার্থে*

23/02/2025

নওমুসলিম ও অসহায় দরিদ্র পরিবারে সেহরি এবং ইফতার বিতরণ, প্রতি পরিবারে ২০০০৳। আপনিও আমাদের সাথে শরিক হতে পারেন।
খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন K U F

21/02/2025

আমাদের এক নওমুসলিমা বোন আজ রাত ৩টা৫০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

Address

Mymensingh

Telephone

+8801758209544

Website

Alerts

Be the first to know and let us send you an email when AR Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share