15/05/2025
নওমুসলিম ও অসহায় দরিদ্র মানুষের জন্য কুরবানি প্রজেক্ট-২০২৫ ইং
দেশ-বিদেশে অবস্থানরত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা!
আপনার জানেন, কোনো অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে তখন সে তার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন সবাইকে হারায়। এমনকি পৈতৃক ভিটে মাটি থেকেও তাকে বিতাড়িত হতে হয়। আল্লাহকে পাওয়ার জন্য সবকিছু কুরবানি করা এ সকল অসহায় নওমুসলিম ভাই বোনদের জীবনেও খুশির ঈদ আসে। কুরবানির এ ঈদে (ঈদুল আযহা-২০২৫) আমরা তাদের এ আনন্দকে আরেকটু বাড়িয়ে দিতে চাই। ভাই/বোন হিসেবে ভাগাভাগি করতে চাই কুরবানির গোশত। প্রতি বছরের ন্যায় এবারও " খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন K U F " এর ব্যবস্থাপনায় নওমুসলিম ও অসহায় মানুষের মধ্যে কুরবানীর গোশত বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ।
#ওয়াজিব কুরবানির জন্য!
#প্যাকেজসমূহ:
✅১টি গরু: ৯১ হাজার টাকা (খরচসহ)।
✅১টি খাসি ১৫ হাজার টাকা (খরচসহ)।
✅গরুর এক-সপ্তমাংশ ১৩ হাজার টাকা (খরচসহ)
#নফল কুরবানির জন্য! আপনি আপনার সাধ্যানুযায়ী শরিক হতে পারেন।
কুরবানি হবে আপনার পক্ষ থেকেই। আমরা আপনার কুরবানির গোশত নওমুসলিম ও অসহায়দের মধ্যে বিতরণ করে দেব, ইনশাআল্লাহ।
অংশগ্রহণের জন্য শর্ত: ১০০% হালাল উপার্জন থেকে কুরবানির টাকা দিতে হবে।
আপনার পশুটি কোথায় এবং কখন কুরবানি হবে, তা আপনাকে জানিয়ে দেয়া হবে ইন-শা-আল্লাহ।
শরিক হওয়ার মাধ্যম
ব্যাংক একাউন্ট
নাম: Khairul Ummah Foundation
নম্বর:20501400204974301
রাউটিং নম্বর: 125611758
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ময়মনসিংহ শাখা
মোবাইল ব্যাংকিং
01758213268 (বিকাশ/নগদ/রকেট পার্সনাল)
রেফারেন্স হবে kp25
সার্বিক তত্ত্বাবধানে:
মুফতি যুবায়ের আহমদ হাফি.
পরিচালক, ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট।
পরিচালক, ইসলামিক অনলাইন মাদ্রাসা (IOM)।
সার্বিক যোগাযোগ:
মুফতি Anisur Rahman Talukdar
চেয়ারম্যান,
খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন
ও
জিম্মাদার, নওমুসলিম মার্কায,
দারুল উলূম মাহমুদিয়া,ফুলবাড়িয়া,ময়মনসিংহ
01724-463533
Website: https://khairulummahfoundation.org/
Hotline: +8801811448843