Shompa Akhter

Shompa Akhter Hi ,i am digital marketer.

লবণের মত হতে হবে🧂যেনো উপস্থিতি বোঝা না গেলেও, অনুপস্থিতিতে স্বাদহীন করে দেয়!
10/06/2025

লবণের মত হতে হবে🧂
যেনো উপস্থিতি বোঝা না গেলেও, অনুপস্থিতিতে স্বাদহীন করে দেয়!

মানুষের সব কাজের উৎস তার মস্তিষ্ক।
24/11/2024

মানুষের সব কাজের উৎস তার মস্তিষ্ক।



10/10/2024

বাংলাদেশে বেকার এত বেশি যে!
৪ জন লুডু খেলতেছে, পিছন থেকে ১৪জন বুদ্ধি দেয়!

মাস্টার্স পাশ করা ২৬/২৭ বছর বয়সী একজন যুবক-যুবতীকে ১২ থেকে ১৫ হাজার টাকা বেতনে চাকরিতে যোগদান করতে হয়। আর পড়ালেখা না জান...
07/10/2024

মাস্টার্স পাশ করা ২৬/২৭ বছর বয়সী একজন যুবক-যুবতীকে ১২ থেকে ১৫ হাজার টাকা বেতনে চাকরিতে যোগদান করতে হয়। আর পড়ালেখা না জানা ১০, ১২ বছর বয়সী একজন বাস হেল্পার এর দৈনিক হাজিরা প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা, যা মাস শেষে ১৪, ১৫ হাজার টাকা হয়।

কেউ কোন ফ্যাক্টরীতে ২০ বছর কাজ করলে তার বেতন হয় ৫০হাজার টাকা, আর ২০ বছর পড়ালেখা করে যখন চাকরির জন্য যায়, তখন তার বেতন হয় ১০ হাজার টাকা। তাহলে আমরা কোথায় যাবো? স্কুলে না ফ্যাক্টরীতে?

হাজার হাজার - লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করে আজ শিক্ষিত মানুষগুলো পরিবারের, সমাজের এবং সবার কাছে অবহেলিত। রাষ্ট্র পড়ালেখা করার জন্য টাকা নিতে পারে। কিন্তু পড়ালেখা শেষ করার পর টাকা ফিরিয়ে দিতে পারেনা!

অনেকেই বলবে ভাল করে পড়ালেখা করলে, ভাল রেজাল্ট করলে ভাল চাকুরী পাওয়া যায়। আসলেই কি পাওয়া যায়? নাকি মোটা অংকের Donation দিতে হয়?

ভাল রেজাল্ট না করলে পাশ দেওয়া হয় কেন? রাষ্ট্র যদি শিক্ষিত মানুষের চাকুরী দিতে না পারে তাহলে রাষ্ট্রের উচিত স্কুল, কলেজ ও বিশ্ব বিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া। তাহলে সন্তানদের পড়ালেখার জন্য বাবা মায়ের এতো কষ্ট করতে হতো না। টাকা গুলো সঞ্চয় হতো।

চাকরির অভাবে পরিপক্ক হওয়া ছেলেটা ২৮ বছরেও বিয়ে করতে পারে না।অন্যদিকে বয়স বাড়তে থাকা অবিবাহিত মেয়েটাও মুখ ফুটে কিছু বলতে পারে না। না পারছে তারা উপযুক্ত ছেলেকে বিয়ে করতে, না পারছে পাড়া-পড়শির খোটা সহ্য করতে। শুধু এক বুক নিঃশ্বাস ফেলে আফসোস করছে- এ দেশে জন্ম নেয়ার জন্য।

আমাদের অবস্থা আজ এমন দাঁড়িয়েছে যে, যেন গাধার দিকে তাকালে দেখতে পাই নিজের প্রতিচ্ছবি।

©

05/10/2024

শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং অসমাপ্ত কৃতজ্ঞতা 🤲

05/10/2024

অক্ষর থেকে স্বাক্ষর-এর যাত্রায় পাশে থাকা সকল শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা।❤️❤️

জানি না, এই কথাগুলো কার বা কাদের শোনা দরকার - কিন্তু মনে রাখবেন,"কেউ আপনার কাজ করে দেবে না" "কেউ আপনার প্যাশন পূরণ করে দ...
02/10/2024

জানি না, এই কথাগুলো কার বা কাদের শোনা দরকার - কিন্তু মনে রাখবেন,

"কেউ আপনার কাজ করে দেবে না"
"কেউ আপনার প্যাশন পূরণ করে দেবে না"
"কেউ আপনার মতো করে আপনার জন্য কাজ করবে না"

আপনার,
- ভবিষ্যৎ
- সফলতা
- ব্যর্থতা
- প্যাশন

শুধুমাত্র আপনার দায়িত্ব, আপনার রেসপনসিবিলিটি!

রিমাইন্ডার 🖤




23/08/2024

হে আল্লাহ পবিত্র জুম্মার দিনে সকলের দোয়া কবুল করে বন্যা থেকে দেশকে রক্ষা করো।আমিন😭😭🤲





আমি আমার কবিতা।
19/08/2024

আমি আমার কবিতা।

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Shompa Akhter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shompa Akhter:

Share