Gulla Vai

Gulla Vai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gulla Vai, Digital creator, Mymensingh.

Wellcome To My Page "Gulla Vai" এখানে আপনি পাবেন বাংলা কমেডির সবচেয়ে মজার মুহূর্তগুলো, জোকস, প্রাঙ্কস, ফানি ভিডিও, এবং অন্যান্য মজার কনটেন্ট। আসুন একসাথে হাসির জগতে ভ্রমণ করি!"
_______________
Directed by: Md Aminur Khan Habibi, Founder of Entertainment

🎬 ভিডিও শুটিং এর পেছনের গল্প…ছবিতে হাসি কম, টেনশন বেশি! 😅ডায়লগ মুখস্থ, ক্যামেরা সেট, স্ক্রিপ্টে ভুল, উপরে কলা গাছের পাতা...
16/07/2025

🎬 ভিডিও শুটিং এর পেছনের গল্প…
ছবিতে হাসি কম, টেনশন বেশি! 😅
ডায়লগ মুখস্থ, ক্যামেরা সেট, স্ক্রিপ্টে ভুল, উপরে কলা গাছের পাতা –
সব মিলিয়ে গ্রামের ভিতরে সিনেমা বানানোর চ্যালেঞ্জই আলাদা!
তবুও চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে।
ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🙏
#শুটিংডায়েরি #গ্রামেরচলচ্চিত্র #আমাদেরপরিশ্রম

15/07/2025

মা পারে পাঁচজনকে মানুষ করতে,
কিন্তু পাঁচজন পারে না মাকে দেখে রাখতে... 💔

#মা

হয়তো ছবিটা দেখে অনেকেই হাসবে,কিন্তু এই চোখের নিচের কালি বলে—আমি সারারাত ঘুমাইনি।ঘুম হারাম করে শুধু একটা স্বপ্নকে বাঁচিয...
14/07/2025

হয়তো ছবিটা দেখে অনেকেই হাসবে,
কিন্তু এই চোখের নিচের কালি বলে—আমি সারারাত ঘুমাইনি।
ঘুম হারাম করে শুধু একটা স্বপ্নকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি…
ভিডিও এডিটিং, কনটেন্ট তৈরি—সব একা একা।
আজ আমি সফল না, কিন্তু লড়াই করছি প্রতিদিন।
যেদিন সফল হবো, সেই দিনটা সবার সঙ্গে ভাগ করে নেবো ভালোবাসা নিয়ে…" ❤️

#রাতজাগা #স্বপ্নপূরণ #মেহনত

আপনাদের দোয়া এবং ভালোবাসায় 🙏দু’দিন পর হয়তো ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ!এতদূর আসতে যাদের ভালোবাসা, দ...
13/07/2025

আপনাদের দোয়া এবং ভালোবাসায় 🙏
দু’দিন পর হয়তো ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ!
এতদূর আসতে যাদের ভালোবাসা, দোয়া আর সাপোর্ট ছিল পাশে –
তাদের প্রতি রইলো অকৃত্রিম কৃতজ্ঞতা ❤️

ভালোবাসা ছড়িয়ে দিন, সাপোর্ট করে পাশে থাকুন।
আপনাদের কারণেই আজকের আমি, আগামীর পথচলাও হোক আপনাদের সাথেই!

12/07/2025

🌸 মা 🌸
এই পৃথিবীতে একমাত্র মানুষ, যিনি নিজের কষ্ট গোপন করে, সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন প্রতিদিন।
মা শুধু একটা শব্দ না, মা হলো একটা অনুভব, একটা আশ্রয়, একটা শান্তির নাম।
যখন সবাই পাশে থাকে না, তখনো মা থাকেন... নিঃশব্দে, নির্ভরতায়, ভালোবাসায়।

যার মা আছে, তার সব আছে।
আল্লাহ যেন সব মাকে সুস্থ ও দীর্ঘায়ু রাখেন। 🤲❤️

#মা #ভালোবাসা #আনন্দেরআশ্রয়

🕌 পবিত্র জুমার দিন সবাইকে জানাই মোবারকবাদ 🌙এই জুমার দিনে মহান আল্লাহ যেন আমাদের সকল গুনাহ মাফ করে দেন এবং আমাদের জীবনে ব...
11/07/2025

🕌 পবিত্র জুমার দিন সবাইকে জানাই মোবারকবাদ 🌙
এই জুমার দিনে মহান আল্লাহ যেন আমাদের সকল গুনাহ মাফ করে দেন এবং আমাদের জীবনে বরকত দান করেন।

🤝 ভাইয়ের মতো একসাথে বসে থাকা, ভালোবাসা ও সম্মান ভাগ করে নেওয়ার মধ্যে যে শান্তি আছে, তা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি।

📿 জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ুন, দোয়া করুন এবং ভালো কাজ করুন।
আসুন সবাই মিলেমিশে থাকি, একজন আরেকজনের পাশে দাঁড়াই।

✨ জুমা মোবারক!

🌟 Gulla Vai এখন অফিশিয়ালি মনেটাইজড! ❤️ভালোবাসা আর কৃতজ্ঞতায় আজ হৃদয় ভরে গেছে — আমাদের ফেসবুক পেজ Gulla Vai অবশেষে কন্ট...
10/07/2025

🌟 Gulla Vai এখন অফিশিয়ালি মনেটাইজড! ❤️

ভালোবাসা আর কৃতজ্ঞতায় আজ হৃদয় ভরে গেছে — আমাদের ফেসবুক পেজ Gulla Vai অবশেষে কন্টেন্ট মনেটাইজেশন পেয়েছে! 🥳

এই সাফল্য শুধু আমার একার নয় — এটা আপনাদের সবার।
আপনাদের হাসি, সাপোর্ট, শেয়ার আর কমেন্টই আমাদের এতদূর নিয়ে এসেছে।

Gulla Vai প্রতিদিন চেষ্টা করে আপনাদের মুখে একটু হাসি এনে দিতে, আর আজ সেই চেষ্টার ছোট্ট একটা পুরস্কার পেলাম। 🙏

এই পথচলায় আপনাদের সঙ্গ চাই সবসময়। সামনে আরও মজার, আরও ভালো কন্টেন্ট আসছে — পাশে থাকুন, ভালোবাসায় রাখুন ❤️

🪙 সফলতা কখন আসে, কেউ বলতে পারে না…একটা সময় ছিল, যখন কেবল কল্পনায় ভাবতাম—এই প্লে বাটনটা একদিন আমার হাতেও আসবে।আজ সেটা বাস...
09/07/2025

🪙 সফলতা কখন আসে, কেউ বলতে পারে না…

একটা সময় ছিল, যখন কেবল কল্পনায় ভাবতাম—এই প্লে বাটনটা একদিন আমার হাতেও আসবে।
আজ সেটা বাস্তব!
৩০ হাজার সাবস্ক্রাইবারের ভালোবাসা, দিনের পর দিন পরিশ্রম, আর না থেমে এগিয়ে যাওয়ার ফল এই অর্জন।

🎯 সফলতা কখন আসবে সেটা বলা যায় না, কিন্তু আপনি যদি লেগে থাকেন, সে নিশ্চয়ই আসবে।
আমার এই যাত্রা কেবল শুরু, এখনো অনেক দূর যেতে হবে।

❤️ ধন্যবাদ সবাইকে – এই পথচলায় পাশে থাকার জন্য।

🎬 গ্রামের ছেলে থেকে নিজের স্টুডিও পর্যন্ত - এটা আমার গল্প! 🛠️আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা কোনোদিন কল্পনাও করিনি…একটা...
27/06/2025

🎬 গ্রামের ছেলে থেকে নিজের স্টুডিও পর্যন্ত - এটা আমার গল্প! 🛠️

আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা কোনোদিন কল্পনাও করিনি…
একটা সময় ছিলো, যখন মোবাইলের ক্যামেরায় ভিডিও বানিয়ে গ্রামের রাস্তায় ঘুরে ঘুরে কনটেন্ট তুলতাম। তখন নিজের কোনো ডেস্কটপ ছিল না, স্টুডিও তো অনেক দূরের স্বপ্ন ছিল।

📍 আজ আমি দাঁড়িয়ে আছি আমার নিজের বানানো ছোট্ট একটা স্টুডিওতে।
🖥️ ব্যাকগ্রাউন্ডে চলছে এডিটিং সফটওয়্যার,
🎤 পাশে রাখা আছে প্রিয় মাইক্রোফোন আর কনটেন্ট বানানোর সব সরঞ্জাম।

এটা কোনো কাকতালীয় ব্যাপার না — এটা কঠোর পরিশ্রম, লেগে থাকার ফল।

👉 যারা এখনো শুরু করতে ভয় পাচ্ছেন — মনে রাখবেন, আপনার শুরুটা ছোট হলেও, স্বপ্নটা বড় হোক।

🔥 আপনার গল্পও একদিন সবাই জানবে — যদি আপনি থেমে না যান!

জীবনের সফলতা পেতে হলে কষ্টকে আপন করতে শিখতে হবে।আমি কখনো হার মানিনি, কিন্তু অনেকেই আমাকে হার মানাতে চেয়েছে।আমি হাঁটতে চ...
26/06/2025

জীবনের সফলতা পেতে হলে কষ্টকে আপন করতে শিখতে হবে।
আমি কখনো হার মানিনি, কিন্তু অনেকেই আমাকে হার মানাতে চেয়েছে।
আমি হাঁটতে চাইনি, তবুও চলেছি... কারণ থেমে গেলে হার নিশ্চিত।
সবার চোখে সবকিছু সহজ মনে হলেও, আমি জানি—এই টিকে থাকার পেছনে কত যন্ত্রণা, কত ত্যাগ, কত ঘাম ঝরেছে।
আজও আমি টিকে আছি... কারণ আমি জানি—কষ্টের পরেই আসে সফলতা।

🎙️ আমাদের গল্প মাইকে নয়, হৃদয়ে বাজে...আজকের এই ছবিটা শুধুমাত্র একটা স্টুডিওতে বসে চা খাওয়া না—এই ছবিটা আমাদের ঘাম, কষ...
22/06/2025

🎙️ আমাদের গল্প মাইকে নয়, হৃদয়ে বাজে...

আজকের এই ছবিটা শুধুমাত্র একটা স্টুডিওতে বসে চা খাওয়া না—এই ছবিটা আমাদের ঘাম, কষ্ট, রাত জেগে পরিকল্পনা আর দিনের পর দিন ক্যামেরা হাতে ঘুরে বেড়ানো বন্ধুত্বের প্রতিচ্ছবি।

🔹 একটা ফোন, একটা মাইক্রোফোন আর চারটা পাগলামী—এই দিয়েই শুরু হয়েছিল আমাদের স্বপ্নের যাত্রা।
🔹 আমরা জানতাম না সফলতা কেমন দেখতে, কিন্তু হাল ছাড়িনি।
🔹 ভুল করেছি, শিখেছি, আবার চেষ্টা করেছি...

আজ আমরা যখন নিজেদের স্টুডিওতে বসে, হাতে চায়ের কাপ নিয়ে পডকাস্ট করছি—তখন শুধু মনে হয়, "স্বপ্ন দেখলেই হয় না, লেগে থাকতে হয়!"

❤️ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমাদের ভালোবাসাই আমাদের জ্বালানি।

🤲 ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ! 🎉ঈদের নামাজের পর একসাথে সময় কাটানোর মজাই আলাদা! সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।...
31/03/2025

🤲 ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ! 🎉
ঈদের নামাজের পর একসাথে সময় কাটানোর মজাই আলাদা! সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক! 💖

Address

Mymensingh

Telephone

+8801875201362

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gulla Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gulla Vai:

Share