রূপক-ডায়েরি

রূপক-ডায়েরি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রূপক-ডায়েরি, Mymensingh.

18/07/2025

"যুদ্ধ শুরু হলে ধনীরা দেয় অস্ত্র, ব্যবসায়ীরা দেয় খাদ্য, গরিবরা দেয় সন্তান।"
"যুদ্ধ শেষে ধনীরা বেচে অস্ত্র,
ব্যবসায়ীরা বাড়ায় রুটির দাম।
গরিবরা খোঁড়ে কবর,
আর বুকে ধরে নিঃশব্দ ঘাম।"
" ইতিহাস বিজয়ীদের গল্প লেখে"

14/07/2025

বনানীতে সিএনজি ডাইবাররা মিলে চঁাদা বাজ নেতাকে গ'ন'ধোলাই।

Ok
12/07/2025

Ok

পাকিস্তানি এই মডেলের নাম Humaira Asghar, পাকিস্তানের পুলিশ একটা ফ্ল্যাট খালি করতে গিয়ে তার মৃ'তদেহ খুঁজে পায়!সবচেয়ে অবাক...
12/07/2025

পাকিস্তানি এই মডেলের নাম Humaira Asghar, পাকিস্তানের পুলিশ একটা ফ্ল্যাট খালি করতে গিয়ে তার মৃ'তদেহ খুঁজে পায়!

সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? সে যে দুনিয়াতে নাই, এইটা কেউ জানেই না! তার খোঁজ ও কেউ নেয় নাই!

সে দুনিয়া থেকে চলে গিয়েছে সম্ভবত ৭-৮ মাস আগে! এই এতোগুলা মাসে তার খবর ও কেউ নেয় নাই!!! অবিশ্বাস্য না?

ফেসবুকে তার লাস্ট পোস্ট ২০২৪ সালে, যেই ফ্ল্যাটে থাকতো সেটার ভাড়া বাকি ৮ মাসের, তার বাসায় থাকার সব খাবারের মেয়াদ ও শেষ হয়ে গিয়েছে আগেই!

তার ফ্যামিলির সাথে তার সম্পর্ক ভালো ছিলোনা, সে ফ্যামিলি থেকে আলাদা হয়ে একা থাকতে শুরু করে।

বুঝলাম ফ্যামিলি নাই, তাই বলে কোনো ফ্রেন্ড ও কি ছিলোনা?

একজন মডেল, তার কি কোনো সহকর্মী ও ছিলোনা?

কেউ কি কখনো জানতে চায় নাই 'আচ্ছা এই মেয়েটা কই? তার তো কোনো খোঁজ নাই!'

একটা মানুষ এতোটা 'একা' হতে পারে?

১০-১৫ দিন কাউকে না দেখলেও আমরা তার কথা চিন্তা

করি, সেখানে ৭-৮ মাস আগেই যেই মানুষ টা দুনিয়া থেকে চলে গেছে তার খবর নেওয়ার চেষ্টা করলো না কেউ? এমনকি তার মা বাবাও না?

এতোটা পাষান কিভাবে হতে পারে??

৭-৮ টা মাস সে এভাবেই পড়ে রইলো, পুলিশ না গেলে আরো কয়েক মাস/বছর হয়তো এভাবেই পড়ে থাকতো! কেউ জানতো না, কেউ খবর নিতেও আসতো না!!

এতো দুর্ভাগ্যজনক 'বিদায়' আর কারো সাথে না হোক! এতো বেশি 'একা' আর কেউ না হোক!!

11/07/2025

চাঁদা আনলে পুরুষ্কার
ধরা খাইলে বহিষ্কার 😅

11/07/2025

এক দুই তিন চার, ছাত্রদলের পুট*কি মার।
টিনের চালে কাউয়া, তারেক জিয়া শা*উয়া।

বুয়েটের স্টুডেন্টরা এই মধ্যরাতে মিছিল নিয়ে স্লোগান দিচ্ছে।

ক্ষমতায় আসার আগেই এভাবে লালকার্ড খেয়ে যাওয়া কোনো কাজের কথা না। আর বুয়েট যাকে লালকার্ড দেখায়, পুরো বাংলাদেশ তাকে এক সময় না এক সময় লালকার্ড দেখাবেই।

11/07/2025

জুলাই যুদ্ধারা কোথায়?আসেন আরো জুলাই নিয়ে আসি। 🥴
না আমি কোনো দলের কথা বলছিনা। আজ আমি বলতে এসেছি শুধু,, কারা এইগুলো করছে? এত সাহস তারা কোথায় পায়? তাদেরকে কেও কিছু বলছেও না। চাঁদা না দেওয়ায় একটা মানুষকে এভাবে এতগুলো মানুষের সামনে মেরে ফেললো?কেও কি পুলিশকে জানাতে পারে নি? নাকি পুলিশ জেনেও আসেনি তাদেরই লোক জেনে? ও দুঃখিত এখন তো বাংলা দেশ স্বাধীন দীর্ঘ ১দিন রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন। আর স্বাধীন দেশ মানে, যে যাকে ইচ্ছে মারবে? তাইতো?

Address

Mymensingh
2220

Telephone

+8801821589466

Website

Alerts

Be the first to know and let us send you an email when রূপক-ডায়েরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রূপক-ডায়েরি:

Share