ইসলামের আলো - Islamer Alo

ইসলামের আলো - Islamer Alo ফিরে আসো তোমার রবের দিকে ,
তোমার রব তোমাকে ডাকছে! Islamer Alo Official shear words of peace.

আলহামদুলিল্লাহ ☝️☝️☝️বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য সিপাহী সুরাঞ্জন কুমার সম্প্রতি সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করে...
25/05/2025

আলহামদুলিল্লাহ ☝️☝️☝️
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য সিপাহী সুরাঞ্জন কুমার সম্প্রতি সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বর্তমানে পঞ্চগড়ের ১৮ বিজিবি ব্যাটালিয়নে কর্মরত। ইসলামের আদর্শ, রীতি-নীতি ও মুসলমানদের জীবনধারায় অনুপ্রাণিত হয়ে তিনি এই সিদ্ধান্ত নেন। ইসলাম ধর্ম গ্রহণের পর সিপাহী সুরাঞ্জন কুমার তার নাম পরিবর্তন করে মো. আবু সুফিয়ান (৩০) রাখেন। তার স্ত্রী রূপা রানী দাস হন মোছা. সামিয়া জান্নাত (২৪), কন্যা উষসী রানী দাস হন মোছা. সাবিহা সুলতানা (৪), এবং পুত্র সায়ান দাস হন মো. আবু সানাফ। জানা যায়, তারা ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে এবং ২৪ অক্টোবর পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।মো. আবু সুফিয়ান বলেন, “ইসলাম ধর্মে সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয়। আল্লাহ তায়ালাই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র মালিক।” তার স্ত্রী সামিয়া জান্নাত বলেন, “আমরা কারও প্ররোচনায় নয়, সম্পূর্ণ স্বজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে ইসলাম গ্রহণ করেছি।” এই নবমুসলিম পরিবার বর্তমানে ভালো আছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

হ্যাঁ, এটি সেই পবিত্র বাড়ি যেখানে ইসলাম ধর্মের প্রিয় নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মগ্রহণ করেছিল...
24/05/2025

হ্যাঁ, এটি সেই পবিত্র বাড়ি যেখানে ইসলাম ধর্মের প্রিয় নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এই ঘরটি বর্তমানে সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত। ঐতিহাসিকভাবে, এটি কা'বা শরীফের নিকটস্থ এবং আজ এটি "মাক্কাহ লাইব্রেরি" বা "Maktabat Makkah al-Mukarramah" নামে পরিচিত একটি গ্রন্থাগারে রূপান্তরিত হয়েছে।

নবী (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দে (আমুল ফিল বা হাতির বছর) এই ঘরেই জন্মগ্রহণ করেন। যদিও বর্তমানে সেখানে বিশেষ কোনো উপাসনার অনুমতি নেই, তারপরও এটি মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র ও ইতিহাসসমৃদ্ধ স্থান হিসেবে বিবেচিত।

আজও অনেক মুসলমান বিশ্বাস করে—নতুন ঘর বানাতে গেলে, দোকান খুলতে গেলে বা নির্মাণ কাজ শুরুর আগে “বলিদান” দিতে হয়! অনেকেই মুর...
24/05/2025

আজও অনেক মুসলমান বিশ্বাস করে—নতুন ঘর বানাতে গেলে, দোকান খুলতে গেলে বা নির্মাণ কাজ শুরুর আগে “বলিদান” দিতে হয়! অনেকেই মুরগি জব|ই করে, র ক্ত ফেলে দেয় জায়গার কোণে কোণে, ভাবে এতে “অমঙ্গল” দূর হবে!

কিন্তু ইসলামে কি এর কোন স্থান আছে? না! বরং এটি সরাসরি শি র্কের কাজ!

আল্লাহ বলেন: "নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে অংশীদার করা ক্ষমা করেন না। আর তিনি এর নিচের (গুনাহগুলো) যাকে ইচ্ছা ক্ষমা করেন।"
[সূরা নিসা: ৪৮]

(তবে না জেনে ভুল বসত করে ফেললে এবং এর জন্য ক্ষমা চাইলে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন)

আমাদের আকীদা হওয়া উচিত, উপকার-অপকার একমাত্র আল্লাহর হাতে. কোনো পশু জব|ই করে, কোনো শক্তির নামে রক্ত ঢেলে কখনো কল্যাণ আসতে পারে না। এটা শয়ত|নের ধোঁ কা, কুসংস্কার, এবং সরাসরি তাওহীদের বিরুদ্ধে যুদ্ধ...

☝️
23/05/2025

☝️

মসজিদের জন্য নির্ধারিত জমিটি এলাকাবাসীর খুব পছন্দ হয়েছিল। সবাই একমত হয়ে জমিটি কেনার উদ্যোগ নেয়। তবে জমির মালিক শুরুতে তা...
22/05/2025

মসজিদের জন্য নির্ধারিত জমিটি এলাকাবাসীর খুব পছন্দ হয়েছিল। সবাই একমত হয়ে জমিটি কেনার উদ্যোগ নেয়। তবে জমির মালিক শুরুতে তা বিক্রি করতে রাজি হননি। পরে হঠাৎ মত বদলে জমির দাম এমন উচ্চভাবে বললেন যা কেউ কল্পনাও করেনি।

স্থানীয়রা অনেকভাবে বোঝানোর চেষ্টা করল, অনুরোধ করল, কিন্তু মালিক তার সিদ্ধান্তে অটল থাকলেন। শেষপর্যন্ত সবাই বাধ্য হয়ে তার শর্ত মেনে নিল।

কিন্তু রেজিস্ট্রির দিনে সবার বিস্ময়ের কারণ হয়ে ওঠেন তিনি—জমিটি মসজিদের জন্য আল্লাহর নামে ওয়াকফ করে দেন, অর্থাৎ দান করে দেন বিনা মূল্যে।

তিনি পরামর্শ দেন, জমি কেনার জন্য যে অর্থ জমা হয়েছিল, তা যেন মসজিদের নির্মাণে ব্যবহার করা হয়।

এই ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার। আর পরদিন, পবিত্র জুমাবারে, তিনি ইন্তেকাল করেন।

– সংগৃহীত

🌿🌿
22/05/2025

🌿🌿

বাবা মাথার উপর এক অদৃশ্য ছায়া 🥀
21/05/2025

বাবা মাথার উপর এক অদৃশ্য ছায়া 🥀

21/05/2025
জাতিসংঘ সরাসরি সতর্ক করে বলেছে, গাজায় পবিত্র ভূমিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জরুরি সহায়তা না পৌঁছালে ১৪ হাজার শিশু প্রাণ হা...
21/05/2025

জাতিসংঘ সরাসরি সতর্ক করে বলেছে, গাজায় পবিত্র ভূমিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জরুরি সহায়তা না পৌঁছালে ১৪ হাজার শিশু প্রাণ হারাতে পারে।

প্রতি মিনিটে মারা যাচ্ছে ৫টি শিশু। আপনি এই লেখাটি পড়তে যতটা সময় নিচ্ছেন, ততক্ষণে আরও কয়েকটি নিষ্পাপ প্রাণ নিভে যাচ্ছে। এতেও যেন আমরা কাঁপি না।

মার্কিন সরকার হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন বন্ধ করে দিয়েছে শুধুমাত্র তারা এই গণহত্যার বিরুদ্ধে ন্যূনতম প্রতিবাদ জানিয়েছিল বলে।

এই মৃত্যু-উল্লাস, এই নিষ্ঠুরতা—সবকিছুই ইতিহাসে লেখা থাকবে। ভবিষ্যত প্রজন্ম জানবে, পুরো পৃথিবী তখন নিরব ছিল। আমরা হয়তো দেখতাম, শুনতাম, কিন্তু মনে আর সেই ব্যথা জাগতো না।

~ আরজু আহমাদ

🗣️
21/05/2025

🗣️

Address

Mymensingh

Telephone

+8801623949475

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের আলো - Islamer Alo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামের আলো - Islamer Alo:

Share

Category