আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ ময়মনসিংহ জেলা

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ ময়মনসিংহ জেলা

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ ময়মনসিংহ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার অফিসিয়াল ফেসবুক পেইজ।

16/12/2024
মাশাআল্লাহ অভিনন্দন আহলে সুন্নাত ওয়াল জামাআতের খেদমতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কবুল করুন।
04/06/2023

মাশাআল্লাহ
অভিনন্দন
আহলে সুন্নাত ওয়াল জামাআতের খেদমতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কবুল করুন।

প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা -            ঈদ মোবারক
20/04/2023

প্রিয় দেশবাসীকে জানাই
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা -

ঈদ মোবারক

18/04/2023

#হাদীস_শিক্ষা
রাসুল(ﷺ) বলেন, প্রতিটি ভাল কথা ও কাজই সাদকা। (তিরমিজি)

মসজিদে আল আকসায় নামাজরত মুসল্লিদের উপর ইসরাইলী বর্বর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আহলে সুন্নাতের বিক্ষোভ স্...
12/04/2023

মসজিদে আল আকসায় নামাজরত মুসল্লিদের উপর ইসরাইলী বর্বর হামলার প্রতিবাদে
জাতীয় প্রেসক্লাবের সামনে আহলে সুন্নাতের বিক্ষোভ স্রস্টার নিকট প্রার্থনার করার সময় এ ধরণের বর্বর হামলার মাধ্যমে সন্ত্রাসবাদি
ইসরাঈলী ইহুদিদের ভয়ঙ্কর মুখোশ উন্মোচন করেছে।
-----------------------------------------------------------
মসজিদে আল আকসায় নামাজরত মুসল্লিদের উপর ইসরাইলী বর্বর হামলার প্রতিবাদের ঘটনায় আজ ১২ এপ্রিল ২০২৩ ইংরেজি শনিবার বেলা ১২:০০ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ, ঢাকা। অধ্যক্ষ কাজী মাওলানা হাফেজ আব্দুল আলীম রেজভীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাতের নির্বাহী মহাসচিব মুফতি Abul Kashem Fazlul Hoque

অধ্যক্ষ হাবিবুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আহ্লে সুন্নাতের কেন্দ্রীয় নেতা মুফতি মাহমুদুল হাসান, মোহাম্মদ গোলাম কিবয়িয়া, ড. মুহাম্মদ নাসির উদ্দীন, অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার শামসুজ্জামান কাজল, অধ্যক্ষ হাবিবুর রহমান, প্রিন্সিপাল আবু নাসের মুসা, মুফতি ইয়াকুব হুসাইন আলকাদেরী, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, আনিসুর রহমান, মাওলানা ফরদহাদুল ইসলাম বুলবুলি, এডভোকেট আবুল কালাম আজাদ, মোহাম্মদ মাসউদ হোসাইন, হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আব্দুর রশিদ, মুফতি আব্দুল হাই আমজাদী, মাওলানা ওবায়েদ উল্লাহ, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আরিফুল ইসলাম, মাওলানা ওবায়েদ উল্লাহ আশরাফী, মাওলানা আব্বাস উদ্দিন, ডা. শাহ আলম, মুহাম্মদ আতিক আফ্রিদি, মুহাম্মদ আনোয়ার হোসেন, হাফেজ জাহিদুর রহমান, ফিরোজ আহমদ প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে আহলে সুন্নাত নেতৃবৃন্দ বলেন- ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বর্বর পুলিশ। পবিত্র রমজান মাস চলাকালে টানা দ্বিতীয় রাতে এ হামলার ঘটনা মানব সভ্যতার ইতিহাসে কলংকজনক ইতিহাস তৈরী হয়েছে। স্রস্টার নিকট প্রার্থনার করার সময় এ ধরণের বর্বর হামলার মাধ্যমে সন্ত্রাসবাদি ইসরাঈলী ইহুদিদের ভয়ঙ্কর মুখোশ উন্মোচন করেছে।
নেতৃবৃন্দ বলেন, আল-আকসা মসজিদ শুধু ফিলিস্তিন বা মধ্য প্রাচ্যের কাছে নয়, বরং সমগ্র মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি আমাদের ভালবাসা ও প্রাণের স্পন্দন। এটি মুসলমানদের প্রথম কেবলা এবং পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ যা মসজিদুল হারামের কথা কুরআন মাজীদে মিরাজের ঘটনা উল্লেখ করার হয়েছে। আল আকসা মসজিদের এলাকা অসংখ্য নবী-সুলের স্মৃতিবিজড়িত সমাধি রয়েছে। এর সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি। এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন। এটি দীর্ঘকালের ওহি অবতরণস্থল, ইসলামের কেন্দ্র এবং ইসলামী সংস্কৃতির চারণভূমি ও ইসলাম প্রচারের লালনক্ষেত্র। এটি মুসলিম উম্মার ভালবাসা ও প্রাণের স্পন্দন। আল-আকসা বা ফিলিস্তিনের বিষয়ে মুসলিম জাতি কোন ছাড় দেবে না।
নেতৃবৃন্দ আরো বলেন, মেরুদণ্ডহীন জাতিসংঘ, আরবলীগ ও ওআইসির ভূমিকা যথার্থ নয়, দখলদার সন্ত্রাসবাদি ইসরায়েলের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণে এসব সংস্থা-প্রতিষ্ঠান চরমভাবে ব্যর্থ। ইসরায়েলকে সমুচিত জবাব দিতে বিশ্বমুসলিম উম্মাহ'র ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।
শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পল্টনে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

বদরের ঈমানী শিক্ষা থেকে আমরা কতদূরে মিসবাহুল ইসলাম আকিব ২য় হিজরীর রমজান মাসের ১৭ তারিখটি মুসলমানদের ইতিহাসের প্রথম যুদ্ধ...
09/04/2023

বদরের ঈমানী শিক্ষা থেকে আমরা কতদূরে
মিসবাহুল ইসলাম আকিব

২য় হিজরীর রমজান মাসের ১৭ তারিখটি মুসলমানদের ইতিহাসের প্রথম যুদ্ধ বিজয়ের দিন। জয়-বিজয়ের প্রসঙ্গে এলে মুসলমানরা তো প্রথম দিন থেকে মানুষের মন জয় করে আসছিল। যার জীবনে শান্তির ঠাঁই ছিল না, ইসলামের ছায়াতলে এসে তিনি নিজের শান্তি খুঁজে পেয়েছেন। যার জীবন অন্ধকারাচ্ছন্ন ছিল, তিনি আলোর সন্ধান পেলেন। জ্ঞান পেলেন। বুদ্ধিমত্তা পেলেন। রুচিশীল সংস্কৃতির নাগাল পেলেন। আল্লাহ-রাসূলের দিকনির্দেশনা ও ঈমান পেলেন। ইসলামের ছোঁয়া যেখানে লেগেছে, সেখানেই মানুষের মন জয় করেছে। শুধু বাকী ছিল মনোবল জয়ের। এই ৩১৩ জনের বাহিনী পৃথিবী জয় করতে পারবে কিনা, এই ঘোর কাটানো বাকী ছিল। অল্পসংখ্যক লোক নিয়ে মুসলমানরা আবার কাফের পরাশক্তির অপশক্তির সামনে নিশ্চিহ্ন হয়ে যায় কিনা, সেই আশংকা বিনাশের প্রয়োজন ছিল৷ বদর মুসলমানদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। ঈমান থাকলে খোদায়ী সাহায্য আসবে, নওমুসলিমদের ভেতর এই বিশ্বাস ঢুকিয়ে দিতে সাহায্য করেছে বদর। বদরের প্রান্তরে মাত্র ৩১৩ জন অস্ত্রসস্ত্রে দূর্বল সৈন্যের সামনে প্রতিপক্ষ শক্তিশালী প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও যখন কাঁত হয়ে গেল, এটা দেখার সাথেসাথে সবার মনে ঈমানী সাহায্যের আশ্বাস বিশ্বাসরূপে গেঁথে গেল। আরবে একথা ছড়িয়ে গেল, মুসলমানদের উপর আল্লাহর সাহায্য রয়েছে। অতএব তারাই সত্য। বদরের ঘটনায় অনেক মানুষ ইসলামের প্রতি ধাবিত হয়েছেন।

ঈমানের সর্বোচ্চ মনোবল কী হতে পারে, বদর তার প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুরদিকে মুসলমানদের শুধুই ঈমান শিখিয়েছেন। ঈমান শক্ত করার চেষ্টা করেছেন। কারণ, যেকোনো মুহূর্তে সশস্ত্র সমরে নেমে যেতে হলে ঈমানী শক্তিই কাজে আসবে। ঐ শক্তিতেই যুদ্ধের ময়দানে ৩১৩ জন সেদিন প্রাণ দিতে এবং নিতে প্রস্তুত ছিলেন। ঐ শক্তিতেই ওহুদে নেমেছেন। ঐ শক্তিতেই খায়বার, আহযাব হয়েছে। আল্লাহ-রাসূলের সাথে ঈমানের সম্পর্কই তাঁদের জীবনের পরোয়া করতে দেয় না। প্রতিপক্ষের শক্তিশালী গর্জন হৃদয়পটে ভীতি সঞ্চার করে না। যেই শক্তিতে, যেই উদ্যোমে তার নামই ঈমান।

ঈমানে দূর্বলতা থাকা হেদায়েতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী। সত্য-মিথ্যার পার্থক্যশক্তি হারিয়ে ফেলতে হয় ঈমানে কমতে থাকলে। আজকের মুসলিমবিশ্ব ঈমানী দূর্বলতার থেলাসেমিয়ায় ভুগছে। সারাবিশ্বে মুসলমানদের প্রতি জুলুম, অবিচারে হত্যা হচ্ছে। অথচ কার্যকরী প্রতিবাদ নেই। বিচারের লড়াই নেই। ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে অন্যায়ের প্রতিবাদের সাহস আমরা হারিয়ে ফেলেছি। এরমধ্যেও ঐ ফিলিস্তিনের ভাই-বোনদের ঈমানে আমি সাহাবায়ে কেরামের ঈমানী শক্তির ঘ্রাণ পাই। আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত চলবে, ইসরাইলের দখলদারিত্বে মেনে নেয়া হবে না— এটাই ওদের সিলেবাস। এটা প্রতিষ্ঠা করতে ওরা জীবনের পরোয়া করে না। বাতিলের রক্তচক্ষুকে ডরায় না। যেই সাহসে ওরা এগিয়ে যায়, মনে হয় ইসরাইলী বুলেটবোমার সামনে ওদের ঈমান যেন একেকটা বুলেটপ্রুফ জ্যাকেট। এজন্য ওরা আমাদের মত না। আমাদের মত ওরা মসজিদে ঢুকে আরামে চিল্লা দেয় না। আমাদের মত ওরা সকাল-সন্ধ্যা-রাত-গভীর রাত পর্যন্ত ওয়াজ-মাহফিল, দাওয়াত-খতমে ব্যস্ত থাকে না। ওরা দুনিয়াবি পরাশক্তির গোলামী পছন্দ করে না। ওরা ব্যস্ত থাকে আল্লাহর মুকাদ্দাস ঘর বাঁচাতে। ওরা ব্যস্ত থাকে বাতিলের আক্রমণ ঠেকাতে। ওরা যে মসজিদের জন্যে লড়াই করে, তার গায়ে কোনো দলীয় তকমা নেই। আমার দেশে যেমন মসজিদের গায়ে ‘আহলে হাদিস মসজিদ’ লেখা থাকে, ঠিক সেরকম নয়। ওরা পুরো বিশ্বের মুসলমানদের ক্বিবলাহ রক্ষার লড়াইয়ে জীবনপার করছে। এজন্যই ওরা আলাদা। ওদের ঈমানী মনোবল আলাদা।

আসছে বিস্তারিত ধারাবাহিক জানতে আমাদের সাথেই থাকুন -
05/04/2023

আসছে বিস্তারিত
ধারাবাহিক
জানতে আমাদের সাথেই থাকুন -

অভিনন্দন
05/04/2023

অভিনন্দন

পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষা করুন-
22/03/2023

পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষা করুন-

সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি-
20/02/2023

সকল ভাষা শহীদদের আত্মার
মাগফিরাত কামনা করছি-

তারাকান্দা উপজেলাধীন আহলে সুন্নাত সদস্য গাঁলাগাঁও ইউনিয়ন উত্তরপাড়া নিবাসী মোঃ শাহীন আলম ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়...
07/02/2023

তারাকান্দা উপজেলাধীন
আহলে সুন্নাত সদস্য গাঁলাগাঁও ইউনিয়ন উত্তরপাড়া নিবাসী
মোঃ শাহীন আলম ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিওন।

তারাকান্দা উপজেলায় শেখ মুজিব কলেজ এমপিওভুক্ত হওয়ায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত...
01/02/2023

তারাকান্দা উপজেলায় শেখ মুজিব কলেজ
এমপিওভুক্ত হওয়ায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ।

Address

Mymensingh
2252

Website

Alerts

Be the first to know and let us send you an email when আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ ময়মনসিংহ জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ ময়মনসিংহ জেলা:

Share