12/04/2023
মসজিদে আল আকসায় নামাজরত মুসল্লিদের উপর ইসরাইলী বর্বর হামলার প্রতিবাদে
জাতীয় প্রেসক্লাবের সামনে আহলে সুন্নাতের বিক্ষোভ স্রস্টার নিকট প্রার্থনার করার সময় এ ধরণের বর্বর হামলার মাধ্যমে সন্ত্রাসবাদি
ইসরাঈলী ইহুদিদের ভয়ঙ্কর মুখোশ উন্মোচন করেছে।
-----------------------------------------------------------
মসজিদে আল আকসায় নামাজরত মুসল্লিদের উপর ইসরাইলী বর্বর হামলার প্রতিবাদের ঘটনায় আজ ১২ এপ্রিল ২০২৩ ইংরেজি শনিবার বেলা ১২:০০ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ, ঢাকা। অধ্যক্ষ কাজী মাওলানা হাফেজ আব্দুল আলীম রেজভীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাতের নির্বাহী মহাসচিব মুফতি Abul Kashem Fazlul Hoque
অধ্যক্ষ হাবিবুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আহ্লে সুন্নাতের কেন্দ্রীয় নেতা মুফতি মাহমুদুল হাসান, মোহাম্মদ গোলাম কিবয়িয়া, ড. মুহাম্মদ নাসির উদ্দীন, অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার শামসুজ্জামান কাজল, অধ্যক্ষ হাবিবুর রহমান, প্রিন্সিপাল আবু নাসের মুসা, মুফতি ইয়াকুব হুসাইন আলকাদেরী, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, আনিসুর রহমান, মাওলানা ফরদহাদুল ইসলাম বুলবুলি, এডভোকেট আবুল কালাম আজাদ, মোহাম্মদ মাসউদ হোসাইন, হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আব্দুর রশিদ, মুফতি আব্দুল হাই আমজাদী, মাওলানা ওবায়েদ উল্লাহ, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আরিফুল ইসলাম, মাওলানা ওবায়েদ উল্লাহ আশরাফী, মাওলানা আব্বাস উদ্দিন, ডা. শাহ আলম, মুহাম্মদ আতিক আফ্রিদি, মুহাম্মদ আনোয়ার হোসেন, হাফেজ জাহিদুর রহমান, ফিরোজ আহমদ প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে আহলে সুন্নাত নেতৃবৃন্দ বলেন- ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বর্বর পুলিশ। পবিত্র রমজান মাস চলাকালে টানা দ্বিতীয় রাতে এ হামলার ঘটনা মানব সভ্যতার ইতিহাসে কলংকজনক ইতিহাস তৈরী হয়েছে। স্রস্টার নিকট প্রার্থনার করার সময় এ ধরণের বর্বর হামলার মাধ্যমে সন্ত্রাসবাদি ইসরাঈলী ইহুদিদের ভয়ঙ্কর মুখোশ উন্মোচন করেছে।
নেতৃবৃন্দ বলেন, আল-আকসা মসজিদ শুধু ফিলিস্তিন বা মধ্য প্রাচ্যের কাছে নয়, বরং সমগ্র মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি আমাদের ভালবাসা ও প্রাণের স্পন্দন। এটি মুসলমানদের প্রথম কেবলা এবং পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ যা মসজিদুল হারামের কথা কুরআন মাজীদে মিরাজের ঘটনা উল্লেখ করার হয়েছে। আল আকসা মসজিদের এলাকা অসংখ্য নবী-সুলের স্মৃতিবিজড়িত সমাধি রয়েছে। এর সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি। এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন। এটি দীর্ঘকালের ওহি অবতরণস্থল, ইসলামের কেন্দ্র এবং ইসলামী সংস্কৃতির চারণভূমি ও ইসলাম প্রচারের লালনক্ষেত্র। এটি মুসলিম উম্মার ভালবাসা ও প্রাণের স্পন্দন। আল-আকসা বা ফিলিস্তিনের বিষয়ে মুসলিম জাতি কোন ছাড় দেবে না।
নেতৃবৃন্দ আরো বলেন, মেরুদণ্ডহীন জাতিসংঘ, আরবলীগ ও ওআইসির ভূমিকা যথার্থ নয়, দখলদার সন্ত্রাসবাদি ইসরায়েলের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণে এসব সংস্থা-প্রতিষ্ঠান চরমভাবে ব্যর্থ। ইসরায়েলকে সমুচিত জবাব দিতে বিশ্বমুসলিম উম্মাহ'র ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।
শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পল্টনে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।