17/10/2025
ময়মনসিংহ ভালুকা উপজেলা মেদিলা গ্রামের এক ভংকর নাম আহাম্মদ, কে এই আহাম্মদ? চলুন আজকে বলি তার গল্প, তার আদি নিবাস পৈতিক বাড়ী ত্রিশাল চাউলাদ গ্রামে,তার পিতার নাম হাফিজ উদ্দিন এক সময় এদের অত্যাচারে ঐ গ্রামের লোক জন ছিল অতিষ্ঠ , পরে এদের অপরাধ কর্ম এতটাই ভংকর ছিল যে, মানুষ এদের কে গ্রাম ছাড়া করে দেয়, চলে আসে ময়মনসিংহ ভালুকা মেদিলা গ্রামে নানার বাড়ি, নানা তাদের বসত করার জন্য সামান্য জমি দিলে সেখানে বসবাস করতে থাকে, তার পর তার নানার মৃত্যু পর তার মামাদের সাথে শুরু হয় নানা অপকর্ম,,এখন চলে আসি গল্পের মূল পর্বে, আহমেদ এর বসবাস মেদিলা নামাপাড়া চুল্লারখাল পাড়ে সেখানে সে নিজেকে পরিচিত করে এলাকার ডন হিসাবে কেউ কথা বললে পাঁচ হাত লম্বা দাঁও নিয়ে মানুষ কে ভয় দেখায় তার বিপক্ষে কথা বললে কুবাবে মানুষ, তার ভয়ে মুখ খুলে কেউ কোন কথা বলে না, প্রতিবেশী গোপন অভিযোগ এর মাধ্যমে এক সময় ভালুকা থানা তার দেশি অস্ত্র জব্দ করে, তার পর সে ভালো হয়ে গেছে মানুষ কে বলে বেড়াই, বিগত ১৭ বছর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন সে নিজেকে আওয়ামী লীগের নেতা হিসাবে এলাকায় আত্নপ্রকাশ করতে থাকে, ভালুকা সাবেক এম পি কাজীম উদ্দিন আহম্মেদ ধনু যখন মনোনয়ন পায়, তখন থেকে সে নিজেকে কাজীম উদ্দিন আহম্মেদ ধনু এর চাচাতো ভাই হিসাবে পরিচিতি করে বেড়াই, কাজীম উদ্দিন আহম্মেদ ধনু এম পি হবার পর এলাকায় মধ্যে গড়ে তুলে মাদক আর ভয়ের ত্রাস কেউ তার বিপক্ষে কথা বললে মিথ্যা মামলা এবং রাতের আদারে হত্যার হুমকি প্রদর্শন করে এই ভয়ে কেউ তার বিপক্ষে তার অপরাধের কথা বলে না, ক্ষমতার দাপটে বাড়ী থেকে উচ্ছেদ করে তার মামাতো ভাই কালা মিয়া কে, রাতের আদারে ঘর থেকে কিডনাফ করে চার কিলোমিটার জঙ্গলে মুখ বেদে ফেলে রাখে তার মামাতো ভাই কালা মিয়ার বউ কে,এই ঘটনার সেই সময় ভয় দেখাই থানা পুলিশ কাছে বললে মেরে ফেলবে, সেই ভয়ে আপন ভিটা মাটি থেকে উচ্ছেদ করে তাদের, ভালুকা থানার মোড় সি এন জি স্টেশন থেকে চাঁদা তুলে কামাই লক্ষ লক্ষ টাকা সেই খবর যখন ময়মনসিংহ জেলা প্রশাসক শুভাস দত্তের নিকট অভিযোগ করা হয়। তখন বিশেষ ব্যবস্থার মাধ্যমে অভিযান পরিচালনা করিল বন্ধ হয়, তার পর হুমকি প্রদর্শন করে সাংবাদিক কে এই সেই আহাম্মদ যে রিক্সা চালক থেকে বিগত ১৭ বছরে ভালুকার এম পি তার চাচাতো ভাই এই পরিচয় দিয়ে কামিয়েছেন প্রায় ২ কোটি টাকার সম্পত্তি যার মধ্যে রয়েছে দাড়ির বেড়া ঘড় থেকে এক তালা গ্রামে ছাদের বাড়ি ক্রয় করেছে প্রায় ১৫ থেকে ২০ কাঠা জমি, এখনো গ্রামের মানুষের আতংক, এখানে শেষ নয় আওয়ামী লীগের শাসন আমলে ভাংচুর করেছেন বি এন পি নেতা হামিদ কারীর অফিস, ভাংচুর করেছেন ভালুকা উপজেলা বি এন পি নেতা ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু সাহেবের অফিস, তবু থেমে নেই যেন প্রশাসন তার কিনা। বাহির পাথর এক মৎস্য খামারের কাছে চেয়ে ছিলেন লক্ষ টাকার চাঁদা তা না দেওয়ার কারনে তাকে করেছে মৎস্য খামার ছাড়া, তার অপকর্মের শেষ নেই তাই, ময়মনসিংহ এস পি মহোদয় এর কাছে বিষয় দৃষ্টি আকর্ষণ করছি কি ভাবে রিকশা চালক থেকে বিগত ১৭ বছরে ২ কোটি টাকার সম্পত্তি ও বানালো তা খতিয়ে দেখার জন্য,।