Ajit Official

Ajit Official সামাজিক উন্নয়ন এবং সমাজের কিছু সমস্যা নিয়ে ভিডিও তৈরি করা হবে

মাত্র  ৭ টি আইন সঠিকভাবে  জানতে পারলে যেতে হবে না উকিল  এর কাছে। বাংলাদেশ  সব মামলা  এই ৭ আইন এর মাধ্যমেই বিচার হয়। সবাই...
01/10/2024

মাত্র ৭ টি আইন সঠিকভাবে জানতে পারলে যেতে হবে না উকিল এর কাছে। বাংলাদেশ সব মামলা এই ৭ আইন এর মাধ্যমেই বিচার হয়। সবাই উচিত এই ৭ টি বই কিনে রাখা

১. ফৌজদারি কার্যবিধি আইন ১৮৯৮
২. দেওয়ানী আইন ১৯০৮
৩. সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭
৪. দন্ডবিধি আইন ১৮৬০
৫. তামাদি আইন ১৯০৮
৬. সাক্ষ্য আইন ১৮৭২
৭. ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩.



সার্ভেয়ার
লিবার্টি সার্ভে কপোরেশন লিমিটেড কোম্পানি
অজিত সরকার গৌতম
বি. এস. সি. অর্নাস ( গণিত)
মোবাইল : 01611142704
ajitsarkerbd98@gmail. com
রেজিষ্ট্রেশন নাম্বার :191114
রেজিষ্ট্রেশন নাম্বার : 3002411926
ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট , ঢাকা
ময়নামতি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট ,কুমিল্লা

21/06/2024
ব্রিটিশ আমলের  মুদ্রা  হিসাব :৩ পাই( pie) = ১ পাইস( pice)৪ পাইস( pice) = ১ আনা ( Anna)১৬ আনা ( Anna) =  ১ রুপি( Rupee) /...
30/04/2024

ব্রিটিশ আমলের মুদ্রা হিসাব :

৩ পাই( pie) = ১ পাইস( pice)

৪ পাইস( pice) = ১ আনা ( Anna)

১৬ আনা ( Anna) = ১ রুপি( Rupee) / ১ টাকা (Taka)

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর পৃথিবীতে ধাতব পদার্থ কমে যায়।তারপর হতে মুদ্রা বাতিল করে কাগজের টাকা তৈরি শুরু হয়।

ব্রিটিশ আমলে জমির অংশ এই পাই,পাইস এবং আনা হিসাবেই করা হত।
একজন সার্ভেয়ার হিসেবে এখনো ব্রিটিশ হিসাব গুলো করতে গেলে আমাদের

পাই,পাইস, আনা এবং রুপি

তিল,কান্তি,কড়া, গন্ডা, আনা, এবং রুপি ইত্যাদি হিসাব করতে হয়।

দুর্নীতির জন্য সড়কের পিচ গলছে, তাপমাত্রার জন্য নয়❗বিটুমিনের রাস্তা ৯০ ডিগ্রী সেলসিয়াসেও গলবে না। মুলত বিটুমিনের পরিবর্তে...
28/04/2024

দুর্নীতির জন্য সড়কের পিচ গলছে, তাপমাত্রার জন্য নয়❗

বিটুমিনের রাস্তা ৯০ ডিগ্রী সেলসিয়াসেও গলবে না। মুলত বিটুমিনের পরিবর্তে কমদামী টার ব্যবহার করলে; গরমে রাস্তার পিচ গলে যায়। কারণ টারের গলনাংক মাত্র ৪০ডিগ্রী সেলসিয়াস। কিন্তু বিটুমিনের গলনাংক ১০০ডিগ্রী সেলসিয়াস। তাই বায়ুর তাপমাত্রা যতই হোক; বিটুমিন রাস্তার পিচ গলবে না, পিচ গলে যায় কমদামী টার ব্যবহারের কারণে।

৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তার পিচ গলার কোন চান্স নাই। যদি বিটুমিন ব্যবহার না করে তাহলে গলার চাঞ্চ আছে। কারণ, বিটুমিন ১০০ ডিগ্রি তাপমাত্রাতেও গলে না। যদি বিটুমিনের পরিবর্তে 'টার' ব্যবহার করে তবেই এরকম ঘটনা ঘটতে পারে, কারণ 'টার' ৪০ ডিগ্রিতেই গলতে পারে।

সৌদি আরব কাতার কুয়েতে প্রায় ৪৯/৫০/৫১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। অনেক সময় ৫২-৫৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও হয়ে থাকে সেখানে রাস্তার পিচ গলেনা কারণ তারা সড়কে ১০০% বিটুমিন ব্যবহার করে থাকে। এখন প্রশ্ন হলো আমাদের রাস্তায় বিটুমিনের পরিবর্তে কি ব্যবহার করা হচ্ছে।

আপনারা নিশ্চয়ই জানেন 'সৌদি, কাতার দুবাই, ইউরোপ, আমেরিকার চেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল খরচে বাংলাদেশে সড়ক নির্মাণ ও মেরামত হয়ে থাকে।( কপিড)
এখন আপনি বলুন এটা কি??

#তাপমাত্রা
#

15/04/2024

একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ
◑ দুধে: ফরমালিন।
◑ গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন।
◑ মাছে: ফরমালিন।
◑ শাকসবজি টাটকা রাখতে: কপার সালফেট।
◑ আম, লিচু জাম পাকাতে: কারবাইড।
◑ আম, লিচু, জাম সংরক্ষণে: ফরমালিন।
◑ ফল গাছে থাকতেই: হরমোন ও কীটনাশক।
◑ তরমুজে সিরিন্জ দিয়ে দেয়: পটাশিয়াম পার ম্যাঙ্গানেট।
◑ কলা পাকানো হয়: ক্যালসিয়াম কারবাইড।
◑ কফি পাউডারে: তেঁতুলের বিচির গুড়া।
◑ মসলায়: ইটের গুড়া।
◑ হলুদে: লেড ক্রোমেট/ লেড আয়োডাইড।
◑ মুড়িকে ধবধবে সাদা ও বড় করতে: হাইড্রোজ ও ইউরিয়া।
◑ দীর্ঘক্ষন মচমচে রাখার জন্য জিলিপি, চানাচুরে: পোড়া মবিল।
◑ আকর্ষণীয় করতে আইসক্রিম, বিস্কুট, সেমাই, নুডলস ও মিষ্টিতে: কাপড় ও চামড়ায় ব্যবহৃত রং।
◑ ফলের রস তৈরী: ক্যামিকেলস দিয়ে।
◑ বিদেশী মেয়াদোত্তীর্ণ খাদ্য/ঔষধ/ক্যামিকেলস: নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে।
◑ চাল চকচক করতে: ইউরিয়া।
◑ পিয়াজু, জিলাপিতে: এমোনিয়া।
◑ পানি-২০ লিটার (২ টাকা গ্লাস) অধিকাংশই অটোমেশিনে নয় হাতে ঢালা হয়। পারক্সাইড দিয়ে নয় নাম মাত্র পানিতে ধুয়া হয়।
◑ ফলে হরমোন প্রয়োগ করা হয়।
◑ সবুজ ফল ও শাকশব্জিতে কাপড়ের সবুজ রঙ ব্যাবহার হয়, সসেও তাই।
◑ খামারের মুরগিতে বিশাক্ত ক্রোমিয়াম, লেড আর এন্টিবায়োটিক তো আছেই, চাষের মাছেও তাই।
◑ জুস, লাচ্ছি তো উচ্চ মাত্রার প্রিজারভেটিভ।
◑ রুহ আফজাহ আর হরলিক্স তো প্রমানে অপারগ যে এতে আসলে কল্যাণকর কিছু আছে।
◑ মসল্লায় আলাদা রঙ (মেটালিক অক্সাইড)।
◑ সরিষার তেলে ঝাঁজালো ক্যামিকেল।
◑ সয়াবিনে পামওয়েল।
◑ শুটকিতে কিটনাশক।
◑ কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড, মারকারি ও ডাই।

কি খাবেন? কিভাবে খাবেন? একটু ভাবেন! অন্যকেও ভাবতে দিন। বাঙালির আরো অনেক আবিষ্কার আছে যা আমরা হয়তো জানি না। আমরা এক রাতে ধনী হতে চাই এই জাতিকে ধ্বংস করার বিনিময়ে। আসুন আমরা সবাই মিলে এই চক্রকে প্রতিহত করি। জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাই...!
#বাস্তবতা

02/06/2023

😭 হারিয়ে গেছে সব 😭

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস! অথচ ৮/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।

বোর্ড পরীক্ষার আগে আল-ফাতাহ, পাঞ্জেরী, পপি গাইড, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো।

মাত্র ৮/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের বাজারে তো দূরের কথা ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করতো। আর এখন বাড়ী গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিছু বলছে না। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রুপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস, পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষকের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা।

সংগৃহীত

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ 👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আ...
19/05/2023

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ 👌

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে,
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *

Address

Mymensingh

Telephone

+8801611142704

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajit Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajit Official:

Share