আযাদ কালাম

আযাদ কালাম বিভিন্ন প্রকার ইসলামিক সচেতনতামূলক ভিডিও পোষ্ট এর মাধ্যমে আপনাদের সচেতন করাই আমার পেজ এর মূল লক্ষ।
(2)

"আযাদ কালাম "-পেজ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমি এই পেজের মাধ্যমে বিভিন্ন প্রকার-

🔰-ওয়াজ ,
🔰-মাহফিল ,
🔰- কুরআন তেলাওয়াত ,
🔰- সুরা ,
🔰- কেরাত ,
🔰-ইসলামিক গান ,
🔰-গজল ,
🔰- আমার নিজের কন্ঠে গাওয়া গজল ,
🔰- সহ নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক পোষ্ট করব।

"আযাদ কালাম " পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে

24/10/2025

`📖 সহীহ বুখারী হাদিস নং ৪৪`

*আনাস (রাঃ) ,*
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ বলবে আর তার অন্তরে একটি যব পরিমাণও পূণ্য বিদ্যমান থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে এবং যে ‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও পূণ্য বিদ্যমান থাকবে তাকে জাহান্নাম হতে বের করা হবে এবং যে ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ বলবে আর তার অন্তরে একটি অণু পরিমানও নেকী থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে।
আবূ ‘আবদুল্লাহ বলেন, আবান (রহঃ) বর্ণনা করেছেন, আনাস (রাঃ) হতে এবং তিনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে নেকী –এর স্থলে ‘ঈমান’ শব্দটি রিওয়ায়াত করেছেন।

(৪৪৭৬, ৬৫৬৫, ৭৪১০, ৭৪৪০, ৭৫০৯, ৭৫১০, ৭৫১৬; মুসলিম ১/৮৪ হাঃ ১৯৩, আহমাদ ১২১৫৪) (আধুনিক প্রকাশনীঃ ৪২, ইসলামী ফাউন্ডেশনঃ ৪২)

*_📚 এই হাদীস থেকে মূল শিক্ষা:_*

*1️⃣ লা-ইলাহা ইল্লাল্লাহ বলা সবচেয়ে বড় নিআমত* — মানুষ যদি আন্তরিকভাবে “লা-ইলাহা ইল্লাল্লাহ” বলে এবং তার অন্তরে সামান্যতম ঈমান বা নেকীও থাকে, শেষ পর্যন্ত আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবেন।

*2️⃣ ঈমান থাকলে শেষ পরিণতি জান্নাত* — কেউ যদি গুনাহে ডুবে থাকে, তবুও তার অন্তরে সামান্য ঈমান থাকলে সে স্থায়ীভাবে জাহান্নামে থাকবে না।

*3️⃣ আমাদের কাজ ঈমানকে অন্তরে ধরে রাখা* — শুধু মুখে বলা নয়, অন্তরে একটি দানা পরিমাণ সত্যিকারের ঈমান থাকাই সফলতার চাবি।

*4️⃣ কারো ঈমানকে ছোট করে দেখা উচিত না*
— তুমি কাউকে বাইরের কাজ দেখে ফাসেক ভাবতে পারো, কিন্তু আল্লাহ জানেন তার অন্তরের ঈমান আছে কিনা।

*✅ সংক্ষেপ শিক্ষা:*

জাহান্নাম থেকে মুক্তি চাও?
লা-ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে নয়, অন্তরে দৃঢ়ভাবে ধারণ করো। যত ছোটই হোক ঈমান — আল্লাহ সেটাকেও মূল্য দেন।

*❗ ঈমান আছে বলে গুনাহ করতে থাকা — এটা খুব ভয়ংকর ভুল ধারণা*

*✅ সত্যিকারের ঈমান থাকলে মানুষ ইচ্ছা করে গুনাহ করতে পারে না।*
যে মানুষ ঈমানকে ঢাল বানিয়ে গুনাহ করে, তার ঈমান আসলে মুখের কথা — অন্তরের নয়।

*✅ এই হাদীস পাপ করার লাইসেন্স না, বরং কঠিন সতর্কবার্তা*
মানে: তুমি যদি শেষ নিশ্বাস পর্যন্ত অন্তরে এক বিন্দু ঈমান ধরে রাখতে পারো, তবে আল্লাহ শেষ পর্যন্ত মুক্তি দেবেন কিন্তু সেই এক বিন্দু ঈমান বাঁচিয়ে রাখাই সবচেয়ে কঠিন।

*📌 ঈমান রেখে গুনাহ করা কি নিরাপদ?*

❌ না!
কারণ:

*গুনাহ করতে করতে হৃদয় কালো হয়ে যায়, আর ঈমান ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।*
কুরআন বলে: গুনাহের কারণে তাদের হৃদয়ে মরিচা পড়ে যায়।

*শেষ নিশ্বাসের ঈমান নিশ্চিত না।*
যারা গুনাহকে সহজ ভাবে, আল্লাহ অনেক সময় ঈমান ছিনিয়ে নেন।

*জাহান্নামে যাওয়া লাগবেই তারপর বের হওয়া হবে।*
আগুনে পুড়ে তারপর বের হওয়া এটা কি বুদ্ধিমান মানুষের কামনা?

*✅ সঠিক বুঝটা এমন হওয়া উচিত:*

লা-ইলাহা ইল্লাল্লাহ আমার জান্নাতের টিকিট — আর গুনাহ থেকে বাঁচা হলো সেই টিকিটকে নিরাপদে রাখা।

*_ # সংগ্রহীত_*

23/10/2025

অজুতে প্রত্যেক অঙ্গ তিনবার ধোয়ার রহস্য

মুফতি আবুল কালাম আযাদ
মুহতামিম ইমাম ও খতিব ফরেষ্ট বাজার জামে মসজিদ, ও মাদরাসা
চৈথট্ট, ঘাটাইল, টাংগাইল

মোবাইল 01639452614

আমাদের ভিডিও ভাল লাগলে, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এবং বেল বাটন ক্লিক করে সাথেই থাকুন।
please
LIKE | COMMENT | SHARE |

23/10/2025

`📖 সহীহ বুখারী হাদিস নং ৪৩`

*আয়েশা (রাঃ) ,*

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একবার তাঁর নিকট আসেন, তাঁর নিকট তখন এক মহিলা ছিলেন। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেনঃ ‘ইনি কে?’ ‘আয়িশা (রাঃ) উত্তর দিলেন, অমুক মহিলা, এ বলে তিনি তাঁর সলাতের উল্লেখ করলেন। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ ‘থাম, তোমরা যতটুকু সামর্থ্য রাখ, ততটুকুই তোমাদের করা উচিত। আল্লাহর শপথ! আল্লাহ তা‘আলা ততক্ষণ পর্যন্ত (সওয়াব দিতে) বিরত হন না, যতক্ষন না তোমরা নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়। আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমল সেটাই, যা আমলকারী নিয়মিত করে থাকে।

(১১৫১; মুসলিম ২/৩১ হাঃ ৭৮৫, আহমাদ ২৪৯৯) (আধুনিক প্রকাশনীঃ ৪১, ইসলামী ফাউন্ডেশনঃ ৪১)

*🍃 এখান থেকে কী শিক্ষা?*

👉🏻 ইবাদত বেশি করলে নয়, বরং নিয়মিত করলে আল্লাহ বেশি খুশি হন।

*👉🏻 প্রতিদিন ২ রাকাত তাহাজ্জুদ পড়া ভালো —* একদিন ২০ রাকাত পড়ে পরে আর না পড়ার চেয়ে।

👉🏻 নিজেকে কষ্ট দিয়ে এমন ইবাদত করো না যা পরে আর করা যায় না।

*👉🏻 ধারাবাহিক ছোট আমল —* বড় কিন্তু অনিয়মিত আমলের চেয়ে উত্তম।

*📝 এক লাইনে সারসংক্ষেপ:*

ইবাদত করতে হবে নিয়মিতভাবে — বেশি করলে কিন্তু টিকিয়ে রাখতে না পারলে আল্লাহর কাছে তা কম মূল্যবান।

` # সংগ্রহীত 🌻`

23/10/2025

সকাল ও সন্ধ্যার যিকির কোনো বাড়তি কাজ নয়, বরং তা একজন মুমিনের রোজকার রুটিনের অংশ হওয়া উচিত। প্রতিদিন কয়েক মিনিট সময় দিলেই জীবনে আসবে বরকত, প্রশান্তি ও আখিরাতে সফলতা ইন শা আল্লাহ। তাই আসুন, আমরা নিয়মিত সকাল ও সন্ধ্যার যিকির করার অভ্যাস গড়ে তুলি আল্লাহর সন্তুষ্টির আশায়।

23/10/2025

`📖 সহীহ বুখারী হাদিস নং ৪২`

*আবু হুরাইরা (রাঃ) ,*

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেনঃ তোমাদের মধ্যে কেউ যখন উত্তমরূপে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে তখন সে যে আমালে সালেহ (নেক আমল) করে তার প্রত্যেকটির বিনিময়ে সাতশ গুণ পর্যন্ত (পুণ্য) লেখা হয়। আর সে যে পাপ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই পাপ লেখা হয়।

(মুসলিম ১/৫৯ হাঃ ১২৯, আহমাদ ৮২২৪) (আধুনিক প্রকাশনীঃ ৪০, ইসলামী ফাউন্ডেশনঃ ৪০)

*_এই হাদীস থেকে আমরা কয়েকটি স্পষ্ট শিক্ষা পাই ,_*

*🌸 মূল শিক্ষাগুলো*

👉🏻 ইসলাম ঠিকভাবে মানলে পুরস্কার অনেক গুণ বাড়ে

👉🏻 নেক কাজ করলে আল্লাহ একটিকে ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন।

👉🏻 পাপের শাস্তি শুধু যতটুকু করেছে ততটুকুই লেখা হয়

অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রহমত পুণ্যের ক্ষেত্রে বেশি, শাস্তির ক্ষেত্রে কম।

👉🏻 সঠিকভাবে ইসলাম মানা খুব গুরুত্বপূর্ণ

*উত্তমভাবে ইসলাম গ্রহণ করা বলতে বোঝায়* — ঈমান সঠিক রাখা, আল্লাহর ওপর ভরসা রাখা, নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকা এবং নেক কাজ করার চেষ্টা করা।

*📌 আমরা কী শিখলাম?*

✨ আল্লাহ পাপের চেয়ে পুণ্যের হিসাব অনেক উদারভাবে নেন।

✨ তাই হতাশ হওয়ার কিছু নেই — অল্প অল্প নেক কাজও জমে পাহাড় হতে পারে!

✨ আমাদের কাজ হলো ইসলাম ঠিকভাবে অনুসরণ করা এবং যতটা পারি নেক আমল করা — পুরস্কার আল্লাহ নিজে বাড়িয়ে দেবেন।

*📝 আরও সহজভাবে বলি:*

👉 তুমি যদি ভালো পথে ঠিক থাকো — তাহলে তোমার ছোট ছোট কাজও আল্লাহ অনেক বড় করে পুরস্কৃত করবেন।

*_ #সংগ্রহীত 🕯️

22/10/2025

`📖 সহীহ বুখারী হাদিস নং ৪২`

*আবু হুরাইরা (রাঃ) ,*

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেনঃ তোমাদের মধ্যে কেউ যখন উত্তমরূপে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে তখন সে যে আমালে সালেহ (নেক আমল) করে তার প্রত্যেকটির বিনিময়ে সাতশ গুণ পর্যন্ত (পুণ্য) লেখা হয়। আর সে যে পাপ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই পাপ লেখা হয়।

(মুসলিম ১/৫৯ হাঃ ১২৯, আহমাদ ৮২২৪) (আধুনিক প্রকাশনীঃ ৪০, ইসলামী ফাউন্ডেশনঃ ৪০)

*_এই হাদীস থেকে আমরা কয়েকটি স্পষ্ট শিক্ষা পাই ,_*

*🌸 মূল শিক্ষাগুলো*

👉🏻 ইসলাম ঠিকভাবে মানলে পুরস্কার অনেক গুণ বাড়ে

👉🏻 নেক কাজ করলে আল্লাহ একটিকে ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন।

👉🏻 পাপের শাস্তি শুধু যতটুকু করেছে ততটুকুই লেখা হয়

অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রহমত পুণ্যের ক্ষেত্রে বেশি, শাস্তির ক্ষেত্রে কম।

👉🏻 সঠিকভাবে ইসলাম মানা খুব গুরুত্বপূর্ণ

*উত্তমভাবে ইসলাম গ্রহণ করা বলতে বোঝায়* — ঈমান সঠিক রাখা, আল্লাহর ওপর ভরসা রাখা, নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকা এবং নেক কাজ করার চেষ্টা করা।

*📌 আমরা কী শিখলাম?*

✨ আল্লাহ পাপের চেয়ে পুণ্যের হিসাব অনেক উদারভাবে নেন।

✨ তাই হতাশ হওয়ার কিছু নেই — অল্প অল্প নেক কাজও জমে পাহাড় হতে পারে!

✨ আমাদের কাজ হলো ইসলাম ঠিকভাবে অনুসরণ করা এবং যতটা পারি নেক আমল করা — পুরস্কার আল্লাহ নিজে বাড়িয়ে দেবেন।

*📝 আরও সহজভাবে বলি:*

👉 তুমি যদি ভালো পথে ঠিক থাকো — তাহলে তোমার ছোট ছোট কাজও আল্লাহ অনেক বড় করে পুরস্কৃত করবেন।

*_ #সংগ্রহীত 🕯️_

I've just reached 6K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one ...
22/10/2025

I've just reached 6K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

ভাবা যায়,৯১% মুসলিম দেশে এক H/ন্দু ∆*'/র্ষকের শা*/স্তির দাবিতেও আন্দোলন করতে হয়—মুসলিমদের জন্য এর চেয়ে বড় অসহায়ত্ব আর কী...
22/10/2025

ভাবা যায়,৯১% মুসলিম দেশে এক H/ন্দু ∆*'/র্ষকের শা*/স্তির দাবিতেও আন্দোলন করতে হয়—মুসলিমদের জন্য এর চেয়ে বড় অসহায়ত্ব আর কী হতে পারে?

22/10/2025

`📖 সহীহ বুখারী হাদিস নং ৪১`

*আবু সাঈদ খুদরী (রাঃ) ,*

তিনি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন, বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম উত্তম হয়, আল্লাহ তা‘আলা তার পূর্বের পাপসমূহ ক্ষমা করে দেন।

*অতঃপর শুরু হয় প্রতিফল;* একটি পূণ্যের বিনিময়ে দশ হতে সাতশ গুণ পর্যন্ত; আর একটি পাপ কাজের বিনিময়ে ঠিক ততটুকু মন্দ প্রতিফল। অবশ্য আল্লাহ যদি ক্ষমা করে দেন তবে তা অন্য ব্যাপার।

(৩৯৯, ৪৪৭৬, ৪৪৯২, ৭২৫২; মুসলিম ৫/২ হাঃ ৫২৫, আহমাদ ১৮৫৬৪, ১৮৭৩২) (আধুনিক প্রকাশনীঃ ৩৯, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯)

*🌸 মূল শিক্ষা*

ইসলাম গ্রহণ করলে পুরোনো গুনাহ ক্ষমা হয়ে যায়
কেউ যদি সত্যিকারভাবে ইসলাম গ্রহণ করে অথবা মুসলিম হয়েই নিজের আমল ঠিক করে নেয় (ইসলাম উত্তম করে), আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন।

*✨ এর পর শুরু হয় নতুন হিসাব*
*এরপর থেকে তার প্রতিটি আমল হিসেব হবে:*

👉🏻 একটি ভালো কাজ করলে—কমপক্ষে ১০ গুণ থেকে সর্বোচ্চ ৭০০ গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হবে।

👉🏻 একটি খারাপ কাজ করলে—শুধু ১টি গুনাহ হিসেব হবে, তার বেশি নয়।

👉🏻 তবে আল্লাহ চাইলে সেই গুনাহও মাফ করে দিতে পারেন।

👉🏻 আল্লাহর দয়া অনেক বেশি
ভালো কাজে পুরস্কার বহু গুণ বাড়িয়ে দেন, আর গুনাহকে কম রাখেন—এটা আল্লাহর রহমত ও ভালোবাসার নিদর্শন।

*সংক্ষেপে 🌿*

ইসলাম ঠিক রাখলে পুরোনো গুনাহ মাফ, নতুন আমলে ১০ থেকে ৭০০ গুণ সওয়াব — আর গুনাহ শুধু ১টাই!

*_ #সংগ্রহীত 🍃_*

21/10/2025

🌸রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
❝ দুনিয়া আখিরাতের তুলনায় এতটুকু, যেমন তোমাদের কেউ সমুদ্রের পানিতে তার একটি আঙ্গুল ডুবিয়ে তুলে আনল। সে দেখুক তার আঙ্গুল কতটুকু পানি নিয়ে ফিরেছে।❞

(তিরমিজি -২৩২৩)

Address

মুক্তাগাছা
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when আযাদ কালাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আযাদ কালাম:

Share