আযাদ কালাম

আযাদ কালাম "হে আমার রব, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, আমি তার মুখাপেক্ষী"।
(2)

"আযাদ কালাম "-পেজ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমি এই পেজের মাধ্যমে বিভিন্ন প্রকার-

🔰-ওয়াজ ,
🔰-মাহফিল ,
🔰- কুরআন তেলাওয়াত ,
🔰- সুরা ,
🔰- কেরাত ,
🔰-ইসলামিক গান ,
🔰-গজল ,
🔰- আমার নিজের কন্ঠে গাওয়া গজল ,
🔰- সহ নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক পোষ্ট করব।

"আযাদ কালাম " পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে

03/08/2025

এই বৃষ্টিতে যারা ফজরের নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করেছি, তারা বলি আলহামদুলিল্লাহ ,

শুভ সকাল

03/08/2025

প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর অংশগ্রহণ করা ২৭ টি যু$দ্ধে উভয়পক্ষে মারা গেছে মোট চারশ মানুষ। তাদের প্রত্যেকে আবার ছিলেন সামরিক যো$দ্ধা।

আজকের পৃথিবীতে এক বো$মার আঘাতেই চারশর বেশি মানুষ মারা যায়। যাদের বেশিরভাগই আবার নারী-শিশু-বৃদ্ধ সহ বেসামরিক সাধারণ মানুষ।

এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী সভ্য!

নবীজি (সা.) এবং তাঁর সৈনিকেরা কখনো কোনো নারী কিংবা শিশুর গায়ে ফুলের টোকাও দেননি। অথচ আজ প্রতিটি রণাঙ্গণে কান পাতলেই শোনা যায় নারী ও শিশুর আর্তনাদ।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী অনেক মানবিক!

নবীজি (সা.) কখনো উপাসনালয়ে থাকা যাজকদের হ$ত্যা করেননি। অথচ আজ বেছে বেছে ধর্মীয় উপাসনালয় ও ধর্মীয় নেতাদের টার্গেট করা হয়।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী সংখ্যালঘুদের ব্যাপারে সংবেদনশীল!

নবীজি (সা.)-এর খলিফা আবু বকর (রা.) যুদ্ধের সময় সৈনিকদের গাছপালা ও ফসল নষ্ট করতে নিষেধ করেছেন। অথচ আজ নির্বিচারে কা$র্পেট বো$মা মেরে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করা হয়।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী অনেক বেশি পরিবেশ সচেতন।

নবীজি (সা.) লাশের সাথে অমানবিক আচরণ করতে নিষেধ করেছেন। অথচ আজ মৃত লাশ নিয়ে পৈশাচিক আনন্দ করা হয়।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী মানবাধিকারের উর্বরভূমি

নবীজি (সা.) সম্মুখ যু$দ্ধেও প্রতিপক্ষের আক্রমণের অপেক্ষা করতেন, আক্রমণের আগে তাদের শেষবারের মতো দাওয়াত দিতেন, অথচ আজ ক্ষমতাধরেরা যখন যেখানে খুশি এমনকি রাতে আঁধারে ঘুমন্ত মানুষের ওপর হামলা করে।

এরপরও আপনাকে বলতে হবে, আজকের পৃথিবী শান্তিকামী।

বর্তমান পৃথিবী নবীজি (সা.)-এর মানবিক সমরনীতি থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে।

ক্ষমতাকে সুগঠিত করতে এবং নিজের সাম্রাজ্যকে সম্প্রসারিত করার লক্ষ্যে মানুষ তৈরি করছে ক্ষেপনাস্ত্র, মিসাইল, পারমাণবিক বো$মা। এর সবকিছুই একটি শান্তিকামী পৃথিবীর জন্য হুমকি।

যুদ্ধপ্রবণ এই সময়ে আমরা যদি রসুল (সা.)-এর আদর্শ ও সমর-নীতি অনুসরণ করি, তবে এই অশান্ত পৃথিবীর আগুন অনেকটাই নিভিয়ে ফেলা সম্ভব।

- শাইখ আহমাদুল্লাহ

01/08/2025

শুভ সকাল, জুমার দিনের শুভেচ্ছা

আহলে হাদিস মাযহাবে ১৭ বছর গনতন্ত্র হালাল ছিলো। আড়াই কোটি আহলে হাদিস নৌকা মার্কায় ভোট দিতো!আফসোস, আহলে হাদিসরা এখন কি মার...
31/07/2025

আহলে হাদিস মাযহাবে ১৭ বছর গনতন্ত্র হালাল ছিলো।
আড়াই কোটি আহলে হাদিস নৌকা মার্কায় ভোট দিতো!
আফসোস, আহলে হাদিসরা এখন কি মার্কায় ভোট দিবে!
আবার কবে নৌকা মার্কা আসবে! আহলে হাদিসরা ভোট দিবে।

একজন সাহাবি রাসূলকে বলেছিলেন, তিনি তাঁর উপর সর্বদা দরুদ পাঠ করবেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে...
31/07/2025

একজন সাহাবি রাসূলকে বলেছিলেন, তিনি তাঁর উপর সর্বদা দরুদ পাঠ করবেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেছিলেন, ‘‘যদি তুমি তাই করো, তবে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে (প্রয়োজন পূরণ হবে) এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে।’’

— [তিরমিযি: ২৪৫৭, হাকিম: ২/৪৫৭, হাদিসটি সহিহ]

29/07/2025

✅𝗔𝗖𝗧𝗜𝗩𝗘 আছি🟢
✅𝐅𝐎𝐋𝐋𝐎𝐖 দিন🟢
🔔নোটিফিকেশন পাওয়া মাত্রই🟢
✅𝐅𝐎𝐋𝐋𝐎𝐖 𝐁𝐚𝐜𝐤 দিবো🟢
💛ইনশাআল্লাহ 💯✅

29/07/2025
নবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন — “জান্নাতে প্রবেশের পর আর কেউ দুনিয়ায় ফিরে আসার আকাঙক্ষা করবে না, যদিও দুনি...
29/07/2025

নবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন —

“জান্নাতে প্রবেশের পর আর কেউ দুনিয়ায় ফিরে আসার আকাঙক্ষা করবে না, যদিও দুনিয়ার সকল জিনিস তাকে দেয়া হয়। একমাত্র শহীদ ব্যতীত; সে দুনিয়ায় ফিরে আসার আকাঙক্ষা করবে যেন দশবার শহীদ হয়। কেননা সে শাহাদাতের মর্যাদা দেখেছে।”

[সহিহ বুখারী, ২৮১৭]

সুখি মানুষ
28/07/2025

সুখি মানুষ

28/07/2025

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহর নিকট শাহাদাত চায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দিবেন, যদিও সে নিজ বিছানায় মৃত্যুবরণ করে।

- সুনান আবু দাউদ |১৫২০

Address

মুক্তাগাছা
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when আযাদ কালাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আযাদ কালাম:

Share

Category