24/10/2025
`📖 সহীহ বুখারী হাদিস নং ৪৪`
*আনাস (রাঃ) ,*
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ বলবে আর তার অন্তরে একটি যব পরিমাণও পূণ্য বিদ্যমান থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে এবং যে ‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও পূণ্য বিদ্যমান থাকবে তাকে জাহান্নাম হতে বের করা হবে এবং যে ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ বলবে আর তার অন্তরে একটি অণু পরিমানও নেকী থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে।
আবূ ‘আবদুল্লাহ বলেন, আবান (রহঃ) বর্ণনা করেছেন, আনাস (রাঃ) হতে এবং তিনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে নেকী –এর স্থলে ‘ঈমান’ শব্দটি রিওয়ায়াত করেছেন।
(৪৪৭৬, ৬৫৬৫, ৭৪১০, ৭৪৪০, ৭৫০৯, ৭৫১০, ৭৫১৬; মুসলিম ১/৮৪ হাঃ ১৯৩, আহমাদ ১২১৫৪) (আধুনিক প্রকাশনীঃ ৪২, ইসলামী ফাউন্ডেশনঃ ৪২)
*_📚 এই হাদীস থেকে মূল শিক্ষা:_*
*1️⃣ লা-ইলাহা ইল্লাল্লাহ বলা সবচেয়ে বড় নিআমত* — মানুষ যদি আন্তরিকভাবে “লা-ইলাহা ইল্লাল্লাহ” বলে এবং তার অন্তরে সামান্যতম ঈমান বা নেকীও থাকে, শেষ পর্যন্ত আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবেন।
*2️⃣ ঈমান থাকলে শেষ পরিণতি জান্নাত* — কেউ যদি গুনাহে ডুবে থাকে, তবুও তার অন্তরে সামান্য ঈমান থাকলে সে স্থায়ীভাবে জাহান্নামে থাকবে না।
*3️⃣ আমাদের কাজ ঈমানকে অন্তরে ধরে রাখা* — শুধু মুখে বলা নয়, অন্তরে একটি দানা পরিমাণ সত্যিকারের ঈমান থাকাই সফলতার চাবি।
*4️⃣ কারো ঈমানকে ছোট করে দেখা উচিত না*
— তুমি কাউকে বাইরের কাজ দেখে ফাসেক ভাবতে পারো, কিন্তু আল্লাহ জানেন তার অন্তরের ঈমান আছে কিনা।
*✅ সংক্ষেপ শিক্ষা:*
জাহান্নাম থেকে মুক্তি চাও?
লা-ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে নয়, অন্তরে দৃঢ়ভাবে ধারণ করো। যত ছোটই হোক ঈমান — আল্লাহ সেটাকেও মূল্য দেন।
*❗ ঈমান আছে বলে গুনাহ করতে থাকা — এটা খুব ভয়ংকর ভুল ধারণা*
*✅ সত্যিকারের ঈমান থাকলে মানুষ ইচ্ছা করে গুনাহ করতে পারে না।*
যে মানুষ ঈমানকে ঢাল বানিয়ে গুনাহ করে, তার ঈমান আসলে মুখের কথা — অন্তরের নয়।
*✅ এই হাদীস পাপ করার লাইসেন্স না, বরং কঠিন সতর্কবার্তা*
মানে: তুমি যদি শেষ নিশ্বাস পর্যন্ত অন্তরে এক বিন্দু ঈমান ধরে রাখতে পারো, তবে আল্লাহ শেষ পর্যন্ত মুক্তি দেবেন কিন্তু সেই এক বিন্দু ঈমান বাঁচিয়ে রাখাই সবচেয়ে কঠিন।
*📌 ঈমান রেখে গুনাহ করা কি নিরাপদ?*
❌ না!
কারণ:
*গুনাহ করতে করতে হৃদয় কালো হয়ে যায়, আর ঈমান ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।*
কুরআন বলে: গুনাহের কারণে তাদের হৃদয়ে মরিচা পড়ে যায়।
*শেষ নিশ্বাসের ঈমান নিশ্চিত না।*
যারা গুনাহকে সহজ ভাবে, আল্লাহ অনেক সময় ঈমান ছিনিয়ে নেন।
*জাহান্নামে যাওয়া লাগবেই তারপর বের হওয়া হবে।*
আগুনে পুড়ে তারপর বের হওয়া এটা কি বুদ্ধিমান মানুষের কামনা?
*✅ সঠিক বুঝটা এমন হওয়া উচিত:*
লা-ইলাহা ইল্লাল্লাহ আমার জান্নাতের টিকিট — আর গুনাহ থেকে বাঁচা হলো সেই টিকিটকে নিরাপদে রাখা।
*_ # সংগ্রহীত_*