BGC short stories

BGC short stories BGC Magazine

31/12/2023

Happy New Year শুনেই ছেলেটা কান্না করলো, ছেলেটার এক্সের নাম ছিল হ্যাপি! 😆

31/07/2023

কলেজের সামনে দিয়ে গেলে- এখন আগেরমতো দৌড়ে কলেজের মাঠ পাড় হওয়া কিংবা আম গাছের নিচে যাওয়ার আকাঙ্ক্ষা আসেনা।

কলেজ আমাকে এখন অপরিচিত ভেবে দূরে ঠেলে দেয়, আপন করে নিয়েছে নবনীতাদের। 🙃

বন্ধুবান্ধব ছাড়া কলেজ আমার কাছে যেনো সাহারা এক মরুভূমির মতো।

একসময়ের সময়ের সেরা বন্ধুবান্ধবদের সঙ্গ খুবই মিস করি, মিস করি প্রিয় কলেজের সাথে আষ্ঠেপৃষ্ঠে সবকিছুকেই!

🎉🎉 আজ ভালুকা সরকারি কলেজ (Students) - Bhaluka Govt College (Students) গ্রুপের উদ্ভাবক ও BGC short stories এর প্রধান নির্...
19/05/2023

🎉🎉 আজ ভালুকা সরকারি কলেজ (Students) - Bhaluka Govt College (Students) গ্রুপের উদ্ভাবক ও BGC short stories এর প্রধান নির্বাহী Tusher Abdullah এর জন্মদিন! 🎉🎉

শুভ জন্মদিন, ভাই।❤️

তোমার আগামি দিনগুলো সুন্দরময় হয়ে উঠুক
মহান রাব্বুল আলামিন তোমার মনের সকল ইচ্ছা পূরণ করূক। আমিন🤲
তোমার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। 🤲

14/05/2023

একদিন কলেজ শেষে ভালুকা সরকারি কলেজের গেটের সামনে দাড়িয়ে ছিলাম বান্দুবির জন্য অপেক্ষা করছিলাম (বান্দুবি মডেল গার্লস কলেজে পড়ে)
তারপর ঐখানে তিনটা ছেলে দাড়িয়ে ছিলো।দেখতে ছোট ই মনে হচ্ছিলো।তো তারা ভাব নিলো অনেকক্ষণ দেখলাম ।একজন বলেই ফেললো আপু ক্রাশ খাইছি🌚। তারপর বান্দুবি আসলো ।আমরা হেঁটে হেঁটে বাসস্ট্যান্ড পর্যন্ত আসি । ছেলেগুলো ও পিছনে পিছনে আসে একটু পর পর ডাকে বলে আপু নাম্বার টা দিয়ে যান।তারপর বিরক্ত হয়ে বললাম এই পিচ্ছি বয়স কত তোমার এই বয়সে এইগুলা করো। বলতাছে ভালোবাসা কি আর বয়স মানে । তারপর দেখলাম তার হাতে ক্লাস 9 এর বই 🫤। আমি আর বান্দুবি কিছুক্ষন হা করে তাকিয়ে রইলাম খালি । আমরা প্রথমে ভাবছিলাম জুনিয়র হইলেও maybe ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে এখন দেখি ক্লাস 9 এ পড়ে 🐸।গাড়িতে উঠার আগে পর্যন্ত পিছনে পিছনে আসছে । এদের জন্য পরে আমরা 7 দিন কলেজ যায় নি । হাসতে হাসতে জীবন শেষ আমাদের দুইজনের ।😆🤣😂

( মায়া )

সময় এসেছে আবার রঙিন হবার🥀কৃষ্ণচূঁড়ায় শোভিত ভালুকা সরকারি কলেজ (২০২২/১৪২৯) 🌺আজ গ্রীষ্মের ২য় দিন অর্থাৎ ২রা বৈশাখ (২০২৩/১৪...
15/04/2023

সময় এসেছে আবার রঙিন হবার🥀
কৃষ্ণচূঁড়ায় শোভিত ভালুকা সরকারি কলেজ (২০২২/১৪২৯) 🌺
আজ গ্রীষ্মের ২য় দিন অর্থাৎ ২রা বৈশাখ (২০২৩/১৪৩০)!!
Copied from: Md Habibur Rahman

04/04/2023

কলেজে উঠার প্রথম বছর করোনার প্রভাবেই বছর কেটে যায়। কলেজ জীবন কেমন তা বুঝতে বুঝতে ২বর্ষে উঠে গেলাম। 😊
স্কাউটিং এর সাথে যুক্ত হয়ে নতুন অনেক বন্ধুবান্ধবদের সাথে পরিচয় হতে পেরেছি। অনেক সুখময় প্রহর কাটিয়েছি।
কলেজের শেষ সময়ে কলেজ ফাকি দিয়ে বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরাঘুরি করার সময়টুকু আজ আমার খুব নাড়া দেয়। 🙂
মনে চায় আবার ছুটে ফিরে যায় কলেজ জীবনে আবার চা'আড্ডায় মেতে উঠি পুরনো বন্ধুদের সাথে কিন্তু এখন চাইলেও সময় করে উঠা যায় নাহ। 😅
খুব মনে পড়ে; খুউউউব মানে খুউউউউব।
আসলে পুরুষ মানুষের অনুভূতি প্রকাশ করতে নেই তবুও কিছু কিছু স্মৃতির অনুভুতি অনেক ছটফটে সুন্দর। 🖤

04/02/2023

এখন কলেজে গেলে নিজেকে খুবই অপরিচিত আর অসহায় মনে হয়। বন্ধু-বান্ধব কেউ নেই। আশপাশে লোকজনের অভাব নেই, তবুও কেমন জানি খালি খালি লাগে!

নামঃ বাকের
সেশনঃ ২০২০-২১
ভালুকা সরকারি কলেজ

26/12/2022
07/12/2022

ডিয়ার জুনিয়র🖤

যেই কলেজেই ভর্তি হও না কেন, সাথে নিজের স্কুলের ২/১ জন বন্ধু নিয়ে ভর্তি হবা। নাহলে কলেজে তোমার থেকে বেশি একাকিত্ব কারো মধ্যে থাকবে না। কলেজে উঠলে বন্ধু পাবা অনেক কিন্তু স্কুলের বন্ধুদের মতো একজন ও পাবা না।
তখন আর কলেজ লাইফ কে ইনজয় করতে পারবেনা,এবং ক্লাস তো দূরের কথা কলেজে ও যেতে মন চাবে না।তাই চেষ্টা করবে অবশ্যই স্কুলের বন্ধুদের সাথে এক কলেজে ভর্তি হতে🖤

আকলিমা
শাখা: ব্যবসায় শিক্ষা
এইচএসসি ব্যাচ ২০২২

01/12/2022

আজকের পরীক্ষার মাধ্যমে কলেজ জীবন হয়তো শেষ করে দিলাম💔
ভালো থেকো সবাই🤎💙
ভালো থেকো বন্ধুরা💗

হাবিবুর রহমান
এইচএসসি ব্যাচ-২০২২


(with all groups)

30/11/2022

আপনার ছোটগল্পগুলো লিখে পাঠিয়ে দিন আমার ইনবক্সে। আমরা আপনার ঐ ছোটগল্পটি তুলে ধরবো সবার মাঝে।

28/11/2022

ছোট গল্প:০৬

আমার অতিরিক্ত ভালোবাসায় তিক্ত করে ফেলেছি তোমাকে। ভেবেছিলাম একসাথে পার করবো সারাটা জীবন,
কিন্তু (২৭/১১/২২) তারিখেই থেমে গেল আমাদের পথচলা।।

বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে আমার। তবুও বলবো ভালো থেকো।💔☺️

নাম বলতে অনিচ্ছুক একজন

Address

Bhaluka
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when BGC short stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category