কাব্যের শহর 2006

কাব্যের শহর 2006 "রেখা কপালে হাতে অপাঠ্য"
অনুত্তরিত প্রশ্নরা রয়েই🩶

❤️❤️Please Follow❤️❤️

কমেন্টে বইলা যান সবাই 💔💔💔💔
10/08/2025

কমেন্টে বইলা যান সবাই 💔💔💔💔

নিজের মতো করে বাঁচো! কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! একটা কথা মনে রেখো, গাঁধার নাম ঘো...
09/08/2025

নিজের মতো করে বাঁচো!
কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! একটা কথা মনে রেখো, গাঁধার নাম ঘোড়া রাখলেও সেটা গাঁধা থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না।

কারণ আলুর ব্যাপারী তো আর সোনা চিনবে না! তুমি নেকা তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী। আসলে এর কোনটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে।

দিন শেষে তুমি তুমিই! একটু একটু ভালো একটু একটু মন্দ! সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালোই আছে, শুধু তুমি ছাড়া!🤍

অন্তরের গভীর থেকে কাব্যের শহরে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম।এটি শুধু একটি শহর নয়—এটি অনুভব, আবেগ আর ভালোবাসায় গাঁথা এক ক...
09/08/2025

অন্তরের গভীর থেকে কাব্যের শহরে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম।এটি শুধু একটি শহর নয়—এটি অনুভব, আবেগ আর ভালোবাসায় গাঁথা এক কবিতার রাজ্য,যেখানে প্রতিটি শব্দ গল্প বলে, প্রতিটি চরণ ছুঁয়ে যায় হৃদয়ের অন্তঃস্থল।
চলুন, একসাথে গড়ি অনুভবের এই শহরটিকে আরও মায়াবী, আরও জীবন্ত। 🌸📖✨

কাব্যের শহর

প্রিয়, অন্তরতম..কেমন আছেন আপনি..? প্রায় অনেক দিন পর  আপনাকে নিয়ে চিঠি লিখতে বসলাম। ভাবছেন হয়তো আপনাকে আমি ভুলেই গিয়েছি আ...
07/08/2025

প্রিয়,
অন্তরতম..
কেমন আছেন আপনি..?

প্রায় অনেক দিন পর আপনাকে নিয়ে চিঠি লিখতে বসলাম। ভাবছেন হয়তো আপনাকে আমি ভুলেই গিয়েছি আসলে আমি আপনাকে ভুলে যাই নি। আপনাকে নিয়ে আমি সারাক্ষণ কল্পনায় ডুবে থাকি।

আপনি যে আর আমার নেই আপনার উপর আমার আর কোনো অধিকার নেই এসব আমি নিজেকে কিছুতেই বুঝাতে পারি না মেনে নিতে পারি না আমি।না চাইতেও আমি আপনাকে নিয়ে সারাক্ষণ ভাবতে থাকি।

আচ্ছা এই যে, আমি আপনাকে নিয়ে এতো ভাবি পাখিকে বলি আমার কথা যেন আপনাকে গিয়ে বলে পাখিরা কি আমার কথা আপনার কাছে পৌঁছে দেয় না। আমি রোজ বিকেলে যে আপনাকে ফিসফিসয়ে বলি ভালোবাসি আপনি কি তা টের পান না?

জানেন, আপনাকে নিয়ে লিখার জন্য হাজারো শব্দ জমা করি তবে লিখতে গেলেই হারিয়ে ফেলি আমি জানিনা আমার সাথে কেমন এমন হয়।

আমার না ভিষণ মন খারাপ হয় মন ভালো হতে চায় না কিছুতেই কি করব কোথায় গেলে একটু শান্তি পাবো তা আমি কিছুতেই বুঝতে পারি না। আসলে আপনার বুকেই তো আমার শান্তি ছিল সেই বুক সেই মানুষ হারিয়ে আমি আবারও শান্ত হই কিভাবে বলতে পারেন?

আপনি চলে যাওয়ার সাথে সাথেই দেখি মাথা যন্ত্রণা এসে হাজির এসব মনে যন্ত্রণা আর মাথা যন্ত্রণা নিয়ে আমি পাগলপ্রায় হয়ে যাচ্ছি। জানেন আপনার বোকা ফুলটা এখন সেই বোকাই রয়ে গেছে।

আমি আপনাকে এখনো সেই প্রথম দিনের মতোই ভালোবাসি অথচ মানুষ বলে সময় চলে যাওয়ার সাথে সাথে নাকি ভালোবাসা কমতে থাকে তাহলে আমার কেন কমছে না বরং বেড়েই চলেছে দ্বিগুণ।

আপনি চলে যাওয়ার পর অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে মাস দিন আরও কত কি আর আমি সেই আগের মতোই রয়ে গেলাম।

আপনাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারি নি। একবার দূর থেকেই নাহয় দেখে যাবেন আমার আমিটাকে আপনি ঠিক কতটা যন্ত্রণায় ফেলে গেছেন।
সবার ভালোবাসা পূর্ণতা পায় আমার ভালোবাসা কেন পূর্ণতা পেল না আমার সেই অপূর্ণতা নিয়েই বয়ে বেড়াতে হচ্ছে।

আপনি থেকে গেলে হয়তো আমার জীবন এখন অন্যরকম হতো। আমার আমিটাকে আমি এভাবে হারিয়ে ফেলতাম না। থেকে গেলে কি এমন ক্ষতি হতো বলতে পারেন।
আপনাকে ছাড়া আমি যে অসহায় আপনার রেখে যাওয়া স্মৃতি আমায় রাতে ঘুমাতে দেয় না।

আমি আপনাকে ফিরে পেতে চাই আবারও

16/07/2025
🦋🦋 যার অনুভব নেই।তার কাছে নিজের অনুভূতি প্রকাশ করাটা সবচেয়ে বড় ভুল।🦋🦋
09/07/2025

🦋🦋 যার অনুভব নেই।
তার কাছে নিজের অনুভূতি প্রকাশ করাটা সবচেয়ে বড় ভুল।🦋🦋

24/06/2025

জীবনটা খালি মানাইয়া নিতে নিতে গেলো 😔😔😔

আপনারা জানেন কি??? 🙄চা মূলত অনেক প্রকার হয়ে থাকে ... এই যেমন ধরুন..... দুধ চা, লিকার চা, আদা চা, লেবু চা,মশলা চা,  বিচার...
20/01/2025

আপনারা জানেন কি??? 🙄
চা মূলত অনেক প্রকার হয়ে থাকে ...
এই যেমন ধরুন.....
দুধ চা, লিকার চা, আদা চা, লেবু চা,মশলা চা, বিচার চা, মাফ চা, এদিকে চা, ওদিকে চা, এইটা চা, ওইটা চা, আর সবথেকে বড় কথা হলো...চাম..চা..🥹🥴🤷‍♀️

কইরে আমার ছোট্ট বেলার    হারিয়ে যাওয়া সুখ,আয়রে তোরে জ*ড়িয়ে ধ*রে        ঠান্ডা করি বুক।কইরে আমার রঙিন সুতা    কাটের ...
27/10/2024

কইরে আমার ছোট্ট বেলার
হারিয়ে যাওয়া সুখ,
আয়রে তোরে জ*ড়িয়ে ধ*রে
ঠান্ডা করি বুক।

কইরে আমার রঙিন সুতা
কাটের নাটাই কই!
কইরে ঘুড়ি আয়রে তোদের
একটু হাতে লই।

ছোট্ট বেলার সাধের লাটিম
কোথায় গেলি বল!
আয়রে কাছে দে মুছে দে
স্মৃতির নোনাজল।

পুতুল খেলার সঙ্গীরা সব
কোথায় গেলি ভাই!
চড়ুইভাতি রান্না করে
আয়রে সবাই খাই।

কোথায় আমার ঝড়ের দিনের
কুড়িয়ে খাওয়া আম
আয়না তোদের একটু কুড়াই
বৃষ্টিরা কই নাম।

কোথায় আমার বাঁশের ধনুক
পাটের শোলার তীর,
আয়রে তোদের একটু ছুড়ে
মনটা করি স্থির।

আমার শখের ছাগল ছানা
সুন্দরী তুই কই,
আয়রে তোরে চরাই মাঠে
একটু রাখাল হই।

কাঁঠাল খেজুর সিমের বিচি
কোথায় তোরা গেলি
আয়না কাছে তোদের দিয়ে
জোড় না বেজোড় খেলি।

কোথায় আমার খড়কুটাতে
পুটলি বাঁধা বল
আয়রে তোরে একটু খেলি
চলরে মাঠে চল।

ছোট্ট বেলার বড়শি সুতা
কোথায় গেলি ভাই
চল না স্মৃতির পানান বিলে
মাছ ধরিতে যাই।

কোথায় আমার ছোট্ট সোনা
ময়না পাখির ছা
ফড়িং ধরতে আয় না রে যাই
দুরের কোন গাঁ।

কইরে আমার আমন ক্ষেতের
পোকায় কাটা ধান
আয়রে তোরে আঁচল ভরে
কুড়িয়ে জুরাই প্রাণ।

তিন বেয়ারিং এর কাঠের গাড়ি
কোথায় গেলি তুই
আয়না তোরে একটুখানি
হৃদয় দিয়ে ছুঁই।

ছোট্ট বেলার নাটাই ঘুড়ি
লাটিম পুতুল বল
দেখনা চেয়ে কেমনে আমার
ঝরছে আঁখি জল।

যেদিন তোদের ছেড়ে এলাম
শূন্য করে বুক
সেদিন থেকে আর কোনদিন
শুকায়নি দুই চোখ।

উঠতে কাঁদি বসতে কাঁদি
কাঁদছি অনর্গল
তোদের মত আসে না কেউ
মুছতে আঁখি জল।

এ সংসারের সবাই পাষাণ
পাষান এ সংসার
এদের দহন এদের পিড়

10/10/2024

হুম 😥😥

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when কাব্যের শহর 2006 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share