Amit ছোট ছোট বিষয়ের ওপর বিশ্বাস রাখা উচিত কারণ এর উপরেই মানুষের শক্তি নির্ভর করে।

Thank u 4 Visit my page
(7)

Memories made, challenges faced, success achieved – forever proud to be part of the 3rd Batch (2020-2021)SSNC           ...
05/09/2025

Memories made, challenges faced, success achieved – forever proud to be part of the 3rd Batch (2020-2021)

SSNC

05/09/2025
🎉 দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ #বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ), জামালপুর জেলানবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা...
30/08/2025

🎉 দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫
#বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ), জামালপুর জেলা

নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার মাধ্যমে আমরা গর্বিত ও আনন্দিত।

✨ সভাপতি: মোঃ মেহেদী হাসান (মাহ্দী)
✨ সাধারণ সম্পাদক: সাদিয়া আফরিন সারাহ্
✨ সাংগঠনিক সম্পাদক: মোঃ রাকিব হাসান
✨ সিনিয়র সহ-সভাপতি: আফিয়া মোবাশশিরা
✨ সহ-সভাপতি: মোঃ জামিল আহম্মেদ
✨ সহ-সাংগঠনিক সম্পাদক: আব্দুল আল সাঈম
✨ অর্থ সম্পাদক: মোঃ রকিবুল ইসলাম
… এবং অন্যান্য নিবেদিতপ্রাণ নেতৃবৃন্দসহ মোট ৪১ সদস্য।

👉 আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের দূরদর্শী নেতৃত্বে সংগঠন হবে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর।

বিওয়াইসিএফ, ময়মনসিংহ জেলা কমিটির পক্ষ থেকে নবগঠিত কমিটির প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 💐

Bangladesh Youth Cadet Forum #জামালপুর #নবগঠিত_কমিটি #নেতৃত্ব #অভিনন্দন #শুভেচ্ছা

27/08/2025

🌟 আত্মবিশ্বাস মানেই প্রকৃত শক্তি 🌟

মানুষ তখনই সত্যিকারের শক্তিশালী হয়,
যখন সে নিজেকে বিশ্বাস করতে শেখে।
যে নিজের উপর আস্থা রাখে,
তার সামনে কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতা টিকতে পারে না।

💪 নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি আস্থা রাখুন,
কারণ আপনার ভেতরের শক্তিই আপনাকে আলাদা করবে,
আপনাকে পৌঁছে দেবে সাফল্যের শিখরে।

#আত্মবিশ্বাস #নিজের_শক্তি

💌 হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক) – ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী 💌দুঃখের বিষয়, ব্যস্ততার কারণে অনুষ্ঠানটি উপস্থিত থাকতে পারিনি।...
23/08/2025

💌 হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক) – ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী 💌

দুঃখের বিষয়, ব্যস্ততার কারণে অনুষ্ঠানটি উপস্থিত থাকতে পারিনি।
তবুও, এই সাফল্যমণ্ডিত সমাপ্তি আমাদের নতুন উদ্যমে আগামী দিনের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।

আজকের এই সফল আয়োজন আমাদের একতার শক্তি, ভালোবাসা ও পরিশ্রমের প্রতিফলন। আগামী দিনে আমরা আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবো—এই হোক আমাদের অঙ্গীকার।
প্রতিষ্ঠার ১০ বছর পূর্তির এই সুন্দর সমাপ্তি শুধুমাত্র উদযাপনের নয়, বরং নতুন স্বপ্ন ও সম্ভাবনার যাত্রা শুরু।

✨ এই সফল সমাপ্তির মধ্য দিয়েই শুরু হোক আরও বড় অর্জনের পথচলা।
আগামী দশক হোক উন্নয়ন, অগ্রগতি ও সাফল্যের দশক।

সবাইয়ের ভালোবাসা, সমর্থন ও অবদানের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
এই উদযাপনের সফল সমাপ্তি আমাদের আগামীর শক্তি হয়ে থাকবে।

💚✊ হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক) দীর্ঘজীবী হোক! ❤️




#শিক্ষার্থী_কাউন্সিল #হাসুক #প্রতিষ্ঠাবার্ষিকী #একতা #উন্নয়ন #অগ্রগতি

🌟🇧🇩 বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) ময়মনসিংহ জেলা ইউনিট 🇧🇩🌟বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) ময়মনসিংহ জে...
23/08/2025

🌟🇧🇩 বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) ময়মনসিংহ জেলা ইউনিট 🇧🇩🌟

বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) ময়মনসিংহ জেলা ইউনিট কর্তৃক আয়োজিত “ময়মনসিংহ জেলা দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫” শুক্রবার (২২ আগস্ট) দুপুর ৩:০০ টায় নগরীর গ্রীণ পয়েন্ট রেস্টুরেন্টে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

🔰 নবগঠিত নেতৃত্ব 🔰
👤 সভাপতি : মোঃ সারোয়ার হোসেন
👤 সাধারণ সম্পাদক : মারিয়া সুলতানা
👤 সাংগঠনিক সম্পাদক : প্রনয় চন্দ্র বর্মণ
👤 সিনিয়র সহ-সভাপতি : মোঃ ইস্রাফিল হোসেন শান্ত
👤 যুগ্ম-সাধারণ সম্পাদক : ওসমান রনি
👤 অর্থ সম্পাদক : মোঃ শরীফুল ইসলাম
👤 দপ্তর সম্পাদক : সুমনা ইয়াসমিন শ্রাবণী
👤 প্রচার ও প্রকাশনা সম্পাদক : অমিত হাজং

✨ এ কাউন্সিলে মোট ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

🎉 নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
👉 আমরা বিশ্বাস করি, এই নতুন নেতৃত্ব শৃঙ্খলা, নেতৃত্ব ও সেবার মূলমন্ত্র ধারণ করে ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে এবং ময়মনসিংহ জেলা ইউনিটকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

Bangladesh Youth Cadet Forum #দ্বিবার্ষিককাউন্সিল২০২৫


#শৃঙ্খলা #নেতৃত্ব #সেবা

কখনো নদীর ঢেউ, কখনো পাহাড়ের চূড়া—ভ্রমণের প্রতিটি দৃশ্য যেন আমাদের আত্মাকে নতুন করে রঙিন করে দেয়। পথ চলতে চলতে আমরা শুধু ...
21/08/2025

কখনো নদীর ঢেউ, কখনো পাহাড়ের চূড়া—ভ্রমণের প্রতিটি দৃশ্য যেন আমাদের আত্মাকে নতুন করে রঙিন করে দেয়। পথ চলতে চলতে আমরা শুধু পৃথিবী নয়, নিজের ভেতরের অচেনা মানুষটাকেও চিনে নিই।

জীবন যত কঠিনই হোক, হাঁটতে তো হবেই… কারণ থেমে যাওয়া মানেই হার।
16/07/2025

জীবন যত কঠিনই হোক, হাঁটতে তো হবেই… কারণ থেমে যাওয়া মানেই হার।

25/06/2025

প্রিয় HSC পরীক্ষার্থীরা,
শ্রী গণেশ ঠাকুরের আশীর্বাদে তোমাদের পরীক্ষা হোক বিঘ্নহীন,
সরস্বতী দেবীর কৃপায় জ্ঞানে আর বুদ্ধিতে তোমরা হও সমৃদ্ধ।

🔱 “বুদ্ধির দেবী সরস্বতীর কৃপায়
তোমাদের মন থাকুক শান্ত ও স্থির,
জ্ঞান থাকুক প্রবাহমান নদীর মতো।
তোমাদের লেখনী হোক সাফল্যের প্রতীক।” 📚

শুভ হোক তোমাদের এইচএসসি পরীক্ষা,
মা লক্ষ্মীর আশীর্বাদে আসুক সাফল্য ও সমৃদ্ধি তোমাদের জীবনে।
🌸 অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা 🌸

প্রিয় মানুষদের সাথে আড্ডা মানেই এক টুকরো শান্তি, হাসি আর স্মৃতির খেলা।
20/06/2025

প্রিয় মানুষদের সাথে আড্ডা মানেই এক টুকরো শান্তি, হাসি আর স্মৃতির খেলা।

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Amit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share