Rifat's Creation

Rifat's Creation প্রতি মুহূর্তের প্রতিচ্ছবি...

21/08/2025

মন জুড়ানো তিলওয়াত ❤️
চোখ বন্ধ করে উপভোগ করুন।

21/08/2025

সুন্দর একটা দোয়া... 🌸🌸

আল্লাহ! আপনি আমাকে যা রিযিক দিয়েছেন, তাতেই আমাকে সন্তুষ্ট বানিয়ে দিন। তাতে বরকত দান করুন। এবং আমি যা কিছু হারিয়ে ফেলেছি, তার তুলনায় অধিক উত্তম কিছু আমাকে দান করুন। 🩵

মা বাবার স্বপ্ন ছেলে-মেয়ে বড়ো হয়ে অনেক উপরে উঠবে।
19/08/2025

মা বাবার স্বপ্ন ছেলে-মেয়ে বড়ো হয়ে অনেক উপরে উঠবে।

19/08/2025

সকালের সৌন্দর্য 🌿🌸

কারো ফ্রি তে ভার্চুয়াল কার্ড লাগলে নক দিন। কোন টাকা ছাড়া, শুধুমাত্র  NID এর ছবি দিয়ে KYC করলেই ভার্চুয়াল কার্ড রেডি, বাই...
14/08/2025

কারো ফ্রি তে ভার্চুয়াল কার্ড লাগলে নক দিন।

কোন টাকা ছাড়া, শুধুমাত্র NID এর ছবি দিয়ে KYC করলেই ভার্চুয়াল কার্ড রেডি, বাইনান্স থেকে ডিপোজিট করতে পারবেন।

কার্ডটি ফেসবুক এড , ফেসবুক স্টার কেনা থেকে শুরু করে যে কোন অনলাইন পেমেন্ট সিস্টেমে কাজ করে। যে কোন ওয়েব থেকে কেনা কাটা করা যাবে, ফেসবুক বুস্ট করা যাবে, স্টার কেনা যাবে।

যাদের এসব কাজের জন্য ভিসা কার্ড খুঁজছেন ইনবক্স করুন।

13/08/2025

Roadside Rain View ⛈️

12/08/2025

দুনিয়া যদি শান্তির জায়গা হতো তাহলে, রব কখনো জান্নাত বানাতো না ❤️🌸

𝑬𝒗𝒆𝒓𝒚𝒘𝒉𝒆𝒓𝒆 ⚽️❤️    © Fabrizio Romano
12/08/2025

𝑬𝒗𝒆𝒓𝒚𝒘𝒉𝒆𝒓𝒆 ⚽️❤️


© Fabrizio Romano

সত্যিই ছোটবেলার এই দিনগুলোই জীবনের সেরা মূহুর্ত ছিলো। ❤️😔
10/08/2025

সত্যিই ছোটবেলার এই দিনগুলোই জীবনের সেরা মূহুর্ত ছিলো। ❤️😔

৩ বছর আগে বিয়ে করেন বাহার উদ্দিন। স্ত্রী কবিতা আক্তারকে সন্তানসম্ভবা রেখে আড়াই বছর আগে ওমান পাড়ি জমান। ২ বছর আগে তার একট...
06/08/2025

৩ বছর আগে বিয়ে করেন বাহার উদ্দিন। স্ত্রী কবিতা আক্তারকে সন্তানসম্ভবা রেখে আড়াই বছর আগে ওমান পাড়ি জমান। ২ বছর আগে তার একটি কন্যা শিশুর জন্ম হয়। প্রায়ই ভিডিও কলের মাধ্যমে মেয়ের সঙ্গে কথা বলতেন তিনি। প্রবাসী বাহার উদ্দিন বলেন, আমার স্ত্রীকে চেষ্টা করেছি বের করার জন্য, কিন্তু সে মেয়েকে ছাড়া বের হয়নি। মাকেও বের করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, তিনি নানিকে ছাড়া বের হননি। অনেক কষ্টে এক ভাবিকে বের করেছি। অন্যদেরকে চেষ্টা করেও বের করতে পারিনি। একে একে সবাই পানিতে ডু*বে মা*রা গেল।

তিনি আরও বলেন, মেয়েকে বিমানবন্দরে প্রথম কোলে নিয়ে আদর করেছি। একটিবারের জন্যও বুঝতে পারিনি এটিই প্রথম এবং শেষ কোলে নেওয়া ছিল।🥲🥲

সর্ব অবস্থায় নামাজ আদায় করতে হবেই।
05/08/2025

সর্ব অবস্থায় নামাজ আদায় করতে হবেই।

21/05/2023

Address

Jamalpur
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Rifat's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share