Fatema-tuz-jahura

Fatema-tuz-jahura Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fatema-tuz-jahura, Digital creator, Mymensingh.

26/12/2024

26/12/2024

26/08/2024

একদিকে বন্যায় শত শত মানুষ মারা যাচ্ছে। অন্যদিকে এরা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে, আদৌ জানিনা এরা আনসার নাকি ষড়যন্ত্রকারী।

25/08/2024

দশ বছর কান্না করার পর আল্লাহ দিয়েছিল পুত্র।
উদ্ধার করতে গিয়ে দেখি ভেসে আছে কাতল মাছের মতো।😥💔

ফেনির এক বাবা😥😥

এ ছবিটা নিয়ে ট্রল হওয়া উচিৎ। হাহা রিএক্ট দিয়ে ভরে ফেলেন।কেউ এই লোকের পক্ষে সাফাই গাইতে আইসেন না,সিম্পিথি দেখাইয়েন না।ফাই...
25/08/2024

এ ছবিটা নিয়ে ট্রল হওয়া উচিৎ। হাহা রিএক্ট দিয়ে ভরে ফেলেন।
কেউ এই লোকের পক্ষে সাফাই গাইতে আইসেন না,সিম্পিথি দেখাইয়েন না।
ফাইজলামি নাকি এসব?
যেখানে তুখোড় সাঁতারুরা এসব স্পটে গিয়ে নিজেদেরকে সামলাতে পারছেনা সেখানে ও গিয়ে কি করবে?
মানে
ফাইজলামি শুরু করছে।
২ লাখ টাকা দান কইরা সেটার ভিডিও কইরা টিকটক ফেসবুকে দিয়া ৫ লাখ কামানোর ধান্দায় গেছে ও।দরকার ছিলো এসবের?
টাকাপয়সা যা উঠাইছে সব কোনো এক ফাউন্ডেশনে দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে সবকিছু হয়ে যেতো।ওর একমাত্র উদ্দেশ্যই হইলো মানুষের সিম্পিথি নেওয়া,বৌ ব্যাবসা আর ভিউ ব্যাবসা কইরা টাকা কামানো।যত্তসব ফা-লতু।

এখন সময় এসব ব্লগার, বউ ব্যবসায়ীদের বয়কট করার উপযুক্ত সময়। তোমরা সবাই মিলে এদেরকে বয়কট করি।তোর বেটা দুইটা হাত নাই। তুই গেছিস নাকি এখানে ফাজলামি করতে। লজ্জা থাকা উচিত।

23/08/2024

মাটিকে পানি চুষে নেয়ার আদেশ দিয়ে নূহ (আ.) এর মহাপ্লাবন যিনি দূরীভূত করে দিয়েছেন সেই মহান আল্লাহ আমাদের সাথে রয়েছেন এবং অচিরেই আমরা নাজাত পাবো। ইনশাআল্লাহ

সাপের সবচেয়ে প্রিয় এবং পছন্দের খাবারের একটি হলো ব্যাঙ , সেই ব্যাঙ আশ্রয় নিয়েছে সাপের মাথায়।  বিপদ কতটা ভয়ানক একবার চিন্ত...
22/08/2024

সাপের সবচেয়ে প্রিয় এবং পছন্দের খাবারের একটি হলো ব্যাঙ ,
সেই ব্যাঙ আশ্রয় নিয়েছে সাপের মাথায়।
বিপদ কতটা ভয়ানক একবার চিন্তা করুন, মাথার উপরে খাবার,
অথচ তা খাওয়ার মতো মানসিকতা সাপের নেই।
অথচ কিছু মানুষ নামক অমানুষরা নাকি এই কঠিন মুহূর্তেও
তাদের স্পিডবোড এবং নৌকার ভাড়া কয়েকগুণ বাড়িয়ে যাচ্ছে!
আল্লাহ সবার অন্তরে মানবতার দরদ দিয়ে দিন।

আল্লাহ এই বিপদ থেকে সবাইকে রক্ষা করুন,
প্রানিকূলের সকল জীব-জন্তুকে রক্ষা করুন......©

22/08/2024

ও ছোট ভাই আমারে একটু উঁচু জায়গায় তুলে দাও, আমার পেটে ৯ মাসের বাচ্চা।
এক বোনের আ'র্ত'নাদ😥

22/08/2024

মা কে আশ্রয়কেন্দ্রে রেখে বাবাকে আনতে গিয়ে দেখি আমাদের ঘরখানাই নেই। ঘরের মধ্যে বাবা ছিল।"

— কুমিল্লা থেকে এক ভাই 😅💔

22/08/2024

আমরা দিলাম দাদাদেরকে ষোড়শী যুবতী কন্যা,
আর দাদারা আমাদেরকে উপহার দিল বন্যা 😭😭😭

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatema-tuz-jahura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share