
01/09/2025
✉️🌍 বিশ্ব চিঠি দিবস 🌍✉️
ডিজিটাল যুগে আমরা এক ক্লিকে মেসেজ পাঠাই, ভিডিও কল করি। তবুও একটা হাতে লেখা চিঠির আবেগ, সেই অপেক্ষা আর ভালোবাসার অনুভূতি অন্য কিছুর সঙ্গে তুলনাহীন।
আজ বিশ্ব চিঠি দিবস—চিঠির মাধ্যমে যোগাযোগের সেই পুরোনো দিনের স্মৃতি মনে করার দিন।
চিঠি শুধু শব্দ নয়, এটি অনুভূতির বাহক।
এটি ভালোবাসা, বন্ধুত্ব, দূরে থাকা আপনজনের মনের খবর বহন করে।
চলুন, অন্তত আজকের দিনে প্রিয় কাউকে একটি চিঠি লিখি।
কাগজে কলমে লেখা কয়েকটি লাইন হয়তো তার মুখে অমূল্য হাসি ফুটিয়ে তুলবে। 💌
#বিশ্ব_চিঠি_দিবস #চিঠির_আবেগ