Dr. Hridoy Rakib

Dr. Hridoy Rakib The purpose of this page is to make people aware and provide correct information.

পায়ে ঢুকে গেছে ভয়ংকর এক পরজীবি।  ঘুরে বেড়াচ্ছে আর বড় হচ্ছে। নাম জানেন এই পরজীবির? কিভাবেই বা বাঁচবেন?
20/06/2025

পায়ে ঢুকে গেছে ভয়ংকর এক পরজীবি। ঘুরে বেড়াচ্ছে আর বড় হচ্ছে। নাম জানেন এই পরজীবির? কিভাবেই বা বাঁচবেন?

জরুরি কোন কর্পোরেট মিটিংয়ে আছেন বা কোন সোশাল গেদারিং? অথবা ভদ্রতার খাতিরে নাক মুখ চেপে নিঃশব্দে হাঁচি আটকে রাখছেন। কি বি...
18/06/2025

জরুরি কোন কর্পোরেট মিটিংয়ে আছেন বা কোন সোশাল গেদারিং? অথবা ভদ্রতার খাতিরে নাক মুখ চেপে নিঃশব্দে হাঁচি আটকে রাখছেন। কি বিপদ ডেকে আনছেন জানতে চাইলে কমেন্ট করুন।

ছবির ক্রিয়েচারটা খেয়াল করে দেখুন। গায়ে কাটাঁ দিচ্ছেতো এখনি! আর যদি সামনে চলে আসে? ভয়তো ম্যাক্সিমামই পাবে তাইনা? কিস্তু এ...
17/06/2025

ছবির ক্রিয়েচারটা খেয়াল করে দেখুন। গায়ে কাটাঁ দিচ্ছেতো এখনি! আর যদি সামনে চলে আসে? ভয়তো ম্যাক্সিমামই পাবে তাইনা? কিস্তু এই সাপই আপনার জন্য আশীর্বাদ। না কোন ধর্মীয় ব্যাখ্যা না, পিউর মেডিকেল সায়েন্স বলছে এই কথা। ভাবছেন নির্বিষ নিরীহ কোন সাপ? একদমই না। ভয়ংকর কালো, ডোরাকাট, তীব্র বিষাক্ত কিং কোবরা, ব্ল্যাক মামবা আর রাসেল ভাইপারের কথা বলছি। জানতে চান কিভাবে? কমেন্টে জানান দ্রুত...

ভোরের স্নিগ্ধ পরিবেশে কিংবা গোধূলির শেষ আলোয় হাতে এক কাপ গরম চা, আর একটা সিগারেট সাথে লো ভোলিওমের মিউজিক। প্রিয়জনকে পাশে...
14/06/2025

ভোরের স্নিগ্ধ পরিবেশে কিংবা গোধূলির শেষ আলোয়
হাতে এক কাপ গরম চা, আর একটা সিগারেট সাথে লো ভোলিওমের মিউজিক। প্রিয়জনকে পাশে নিয়ে বেলকনিতে কাটানো সুন্দর কিছু মুহূর্তে গোপনে শরীরে ছড়িয়েছে বিষ। নীরবে এগিয়ে চলেছেন নির্মম মৃত্যুর দিকে।

মৃত্যুর আগে ঘাতক বিষ কেড়ে নিবে আপনার আঙুল, পা, আপনার চলাফেরার স্বাধীনতা ও প্রিয়জন। কমেন্ট বক্সে জানাতে হবে রোগের নামটি।

⚠️ কী ঘটে এই রোগে? কেন আসে পঙ্গুত্বের অভিশাপ? সবচেয়ে বেশি ঝুঁকি কাদের? কিভাবে বাঁচাবেন নিজের ভবিষ্যৎ? জানতে চোখ রাখুন পেইজের পোস্ট ও ভিডিওতে।

পুরাণ বা রুপকথার গল্পে গো-মানবের অস্তিত্ব থাকলেও বাস্তবে আপনি কখনও গো-মানবের কথা শুনেননি তা আমি হলফ করে বলতে পারি। তারপর...
10/06/2025

পুরাণ বা রুপকথার গল্পে গো-মানবের অস্তিত্ব থাকলেও বাস্তবে আপনি কখনও গো-মানবের কথা শুনেননি তা আমি হলফ করে বলতে পারি। তারপরও যদি শুনে থাকেন বা জানতে চান এই ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে তাহলে জানান কমেন্টে।

নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। গতবারের তুলানায় কিছুটা আগ্রাসী ধরণও দেখা যাচ্ছে এবার। আছে টেস্ট কিট ও টিকার সংকট। আতঙ্ক ছড়া...
09/06/2025

নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। গতবারের তুলানায় কিছুটা আগ্রাসী ধরণও দেখা যাচ্ছে এবার। আছে টেস্ট কিট ও টিকার সংকট। আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। তবে সমাধান আছে সচেতনতায়।

আগামীকাল ঈদ। খুশির দিনে সুস্থ থাকতে জানতে হবে কতটুকু লাল মাংস খাওয়া যাবে। বেশি খেলে ক্ষতিই বা কি?
06/06/2025

আগামীকাল ঈদ। খুশির দিনে সুস্থ থাকতে জানতে হবে কতটুকু লাল মাংস খাওয়া যাবে। বেশি খেলে ক্ষতিই বা কি?

দীর্ঘদিন থেকে কোমরে ব্যথা। ব্যথাটা কিডনি নষ্টের লক্ষণ নাকি মেরুদন্ডের হাড় ক্ষয়? বুঝবেন কিভাবে?
04/06/2025

দীর্ঘদিন থেকে কোমরে ব্যথা। ব্যথাটা কিডনি নষ্টের লক্ষণ নাকি মেরুদন্ডের হাড় ক্ষয়? বুঝবেন কিভাবে?

একটা ছোট ঘরকে কেন থিয়েটার বলা হয়? কমেন্টে জানাও।
02/06/2025

একটা ছোট ঘরকে কেন থিয়েটার বলা হয়? কমেন্টে জানাও।

বুকের ব্যথায় অবহেলা নয়। সামান্য গ্যাসের ব্যথা হতে পারে মারাত্নক হার্ট এটাকের সংকেত। হার্ট এটাকের লক্ষণ ও প্রতিকার জানতে ...
31/05/2025

বুকের ব্যথায় অবহেলা নয়। সামান্য গ্যাসের ব্যথা হতে পারে মারাত্নক হার্ট এটাকের সংকেত। হার্ট এটাকের লক্ষণ ও প্রতিকার জানতে চোখ রাখুন পেইজের ভিডিওতে।

বৃষ্টির দিনে মনটা কেমন যেন লাগে। কেমন মনখারাপের, বিষন্নতার, কেমন যেন না পাওয়ার অনুভূতি, হারানোর বেদনা। কেন এমন হয় জানো? ...
31/05/2025

বৃষ্টির দিনে মনটা কেমন যেন লাগে। কেমন মনখারাপের, বিষন্নতার, কেমন যেন না পাওয়ার অনুভূতি, হারানোর বেদনা। কেন এমন হয় জানো?

এর পেছনে আছে বেশ কিছু বৈজ্ঞানিক, মনস্তাত্ত্বিক ও পরিবেশগত কারণ। চলো জানি সেই কারণগুলো-

১. আলো কমে যাওয়া

বৃষ্টির সময় আকাশ মেঘলা থাকে, সূর্যের আলো কমে যায়। এই আলো-ঘাটতি শরীরে সেরোটোনিনের (Serotonin) মাত্রা কমিয়ে দিতে পারে। সেরোটোনিন একটা হরমোন, যা আমাদের মুড ভালো রাখে। যেহেতু এই হরমোন কমতে থাকে তাই পাল্লা দিয়ে বাড়তে থাকে মন খারাপ লাগা, বিষন্নতা ঘিরে ধরে টুপটাপ বৃষ্টির ফোঁটায়।

২. একাকীত্ব বোধ

বৃষ্টি বেশিরভাগ সময়ই মানুষকে ঘরে আটকে রাখে। বাইরে যাওয়া যায় না, বন্ধুদের সঙ্গে দেখা করা যায় না। ঘরেও করার মত কাজ থাকেনাএতে করে অনুভব হয় একাকীত্ব।

৩. পুরনো স্মৃতি জেগে ওঠা

বৃষ্টির শব্দ বা গন্ধ অনেক সময় পুরনো স্মৃতি ফিরিয়ে আনে।বিশেষ করে যদি সেই স্মৃতিগুলো দুঃখের হয়। এর ফলে অজান্তেই মন খারাপ হয়ে যেতে পারে।

৪. দৈনন্দিন রুটিনে ব্যাঘাত

বৃষ্টির কারণে অনেক কাজ পিছিয়ে যায়-যেমন, স্কুল-কলেজ, অফিসে যাওয়া, বাজারে যাওয়া। এতে করে বিরক্তি বা হতাশা তৈরি হতে পারে।

৫. মৌসুমি বিষণ্নতা (Seasonal Affective Disorder - SAD)

বিশেষত শীতকাল বা বর্ষাকালে, সূর্যালোক কম পেলে অনেকের মধ্যে মৌসুমি বিষণ্নতা দেখা দিতে পারে। এটা বৃষ্টির সময়েও হতে পারে।

৬. সমাজিক ও সাংস্কৃতিক প্রভাব

বাংলা সাহিত্যে বা গানে বৃষ্টিকে অনেক সময় দুঃখ বা বিচ্ছেদের প্রতীক হিসেবে দেখানো হয়। এই সাংস্কৃতিক প্রভাব থেকেও বৃষ্টির সময় মন খারাপ লাগতে পারে। গানের সুর জাগিয়ে তুলে হারানোর বেদনা, না পাওয়ার অনুভূতি।

তবে, সবার ক্ষেত্রে একই কারণ প্রযোজ্য হয় না। কারও কাছে বৃষ্টি আনন্দের, ভালবাসার। তোমার কাছে কোনটা? মনখারাপের, বিষন্নতার, আনন্দের, নাকি ভালবাসার? কমেন্টে জানিও কিন্তু।

বৃষ্টিটা হঠাৎই নেমে এলো। না, ঠিক হঠাৎ না-আকাশটা অনেকক্ষণ ধরেই ভিজে ভিজে ভাব ধরেছিল। যেন একটা ক্লান্ত, বিমর্ষ মুখ, যার কা...
30/05/2025

বৃষ্টিটা হঠাৎই নেমে এলো। না, ঠিক হঠাৎ না-

আকাশটা অনেকক্ষণ ধরেই ভিজে ভিজে ভাব ধরেছিল। যেন একটা ক্লান্ত, বিমর্ষ মুখ, যার কান্না নামতে চায় অঝোরে, কিন্তু থমকে থাকে কিছুক্ষণ। তারপর একসময় আর ধরে রাখতে পারে না।

নৌকার ছইয়ে বসে দেখছিলাম সামনে ছড়ানো সবুজটা ধীরে ধীরে গুমোট কালো হয়ে যাচ্ছে। বৃষ্টির পর্দা টেনে দিচ্ছে প্রকৃতি, আর তার ভিতরে হারিয়ে যাচ্ছে দিগন্ত। দূরে কোথাও একটা বাজ পড়লো, আকাশ ফেটে যায় মুহূর্তেই। আলো এসে চোখে লাগে-তীব্র, কিন্তু স্থায়ী না। যেন কারও আবেগের বহিঃপ্রকাশ-একটা মুহূর্তের ঝলক, তারপর আবার নিস্তব্ধতা।

এই বিদ্যুৎ চমকানো দিনে, একধরনের অনুভূতি জেগে ওঠে-একটা আকাঙ্ক্ষা, যেটার ভাষা নেই। আমি জানি না, ঠিক কী চাইছি। কিন্তু কিছু একটা চাই। হয়তো একটা পুরনো গল্প, হয়তো নতুন করে একটা জীবন শুরু করার সাহস।

কারও বারান্দার রেলিংয়ে টুপটাপ করে জমছে বৃষ্টির জল। একটা পাতা বারবার নড়ে উঠছে জলপাতে- তবুও পড়ে যাচ্ছে না। সেই পাতাটার মতো আমিও, নড়ছি, ভাবছি, অনুভব করছি—কিন্তু থেমে আছি।

আকাশ গর্জে ওঠে আবার। আমি চোখ বন্ধ করি। সেই গর্জনের শব্দ আমার বুকের ভেতর কাঁপিয়ে দেয়। মনে হয়, জীবনেরও এমন কিছু মুহূর্ত থাকা দরকার—যেখানে শব্দ থাকবে, আলো থাকবে, কিন্তু ব্যাখ্যা থাকবে না।

বৃষ্টির দিনে বিদ্যুৎ চমকানোটা ঠিক ভয় পাওয়ার মতো না। বরং সেটা মনে করিয়ে দেয়-আমরা এখনো অনুভব করি, এখনো হারিয়ে যেতে পারি, এখনো থেমে দাঁড়িয়ে ভাবতে পারি হঠাৎ আকাশটা চৌচির হওয়াটা কি খুব বেশি প্রয়োজন?

Address

Baghmara
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Hridoy Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share