MASUD MATH CARE -2

MASUD MATH CARE -2 সরকারি চাকরির প্রস্তুুতি, বিসিএস, নিবন্ধন, প্রাইমারি সহ সকল সরকারি চাকরির গণিত শর্টকাট সমাধান।

10/07/2025

✍️পুলিশ ভেরিফিকেশন এর পরিপত্র বিষয়টি ১০০% ক্লিয়ার আলোচনা
✍️প্রশ্ন : ভি-রোল ফরম আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম কি একই?
✍️উত্তর: ভি-রোল ফরম ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম একই।
✍️প্রশ্ন : NTRCA কি প্রাথমিক সুপারিশ করবে? নাকি চূড়ান্ত সুপারিশ করবে?
✍️উত্তর: NTRCA প্রাথমিক সুপারিশ করবে ১০০% নিশ্চিত । কেন করবে? বিস্তারিত। NTRCA প্রাথমিক সুপারিশ করবে কারণ NTRCA থেকে সুপারিশ প্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন করতে হবে এ জন্য। এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে
অনেক প্রার্থী আবেদন করেছে সকল প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন নেই। যারা প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হবে তাদের অনলাইনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম NTRCA সরাসরি পুলিশ অধিদপ্তরে পাঠাবে। আর NTRCA যদি পুনরায় ভি- রোল ফরম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্তদের দ্বারা পূরণ করানোর পরে
সেগুলো জমা নিয়ে পুলিশ অধিদপ্তরে পাঠায় সেটি ভিন্ন কথা যদি সিদ্ধান্ত পরিবর্তন আসে। তবে আমি নিশ্চিত ইনশাআল্লাহ পুনরায় ভি-রোল ফরম পূরণ করতে হবে না। তবে যদি ভি-ফরম পুনরায় পূরণ করতে বলে তাহলে অবশ্যই করতে হবে নয়তোবা চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হবেন না।

✍️✅✅ প্রশ্ন: পুলিশ ভেরিফিকেশন হলে কি কি ডকুমেন্টস লাগবে?
✍️উত্তর: পুলিশ ভেরিফিকেশন এর জন্য মূলত যে ডকুমেন্টস গুলো অবশ্যই রেডি রাখবেন নিম্নে দেওয়া হলো
✅১ সকল সনদ একসেট ফটোকপি সত্যায়িত করে রাখবেন
✅২) বিএড সনদ থাকলে (,প্রযোজ্য ক্ষেত্রে) ফটোকপি সত্যায়িত করে রাখবেন।
✅৩) ই সনদ এক কপি ফটোকপি সত্যায়িত করে রাখবেন।
✅৪) জাতীয় পরিচয় পত্র এক কপি ফটোকপি সত্যায়িত
✅৫) চেয়ারম্যানের পরিচয় পত্র (নাগরিক সনদ)
অনেক সময় চায়, অনেক সময় লাগে না
✅৬) চারিত্রিক সনদ (চেয়ারম্যান কৃর্তক) অনেক সময় চায়
অনেক সময় লাগে না
✅৭) সর্বশেষ প্রতিষ্ঠান কৃর্তক চারিত্রিক সনদ /প্রত্যয়ন পত্র /প্রশংসাপত্র, অনেক সময় লাগে /অনেক সময় লাগে না
✅৮) বৈবাহিক সনদ (অনেক সময় চায় /অনেক সময় লাগে না
✅৯) NTRCA প্রিলি, লিখিত এডমিট কার্ড যদি থাকে রেডি রাখবেন।
✅১০) NTRCA ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন কপি
✅১১) NTRCA প্রাথমিক সুপারিশ করলে প্রাথমিক সুপারিশ ডাউনলোড করে রাখতে পারেন।
✅১২) NTRCA চূড়ান্ত সুপারিশ পত্র
✅১৩) NTRCA চূড়ান্ত সুপারিশের মোবাইলের মেসেজ যদি থাকে অনেক সময় চাইলে দেখাতে পারবেন।
✅১৪) ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন করেছেন সেই আবেদন কপি পুলিশ ভেরিফিকেশন ফরম সহ।
✅১৫) আপনারা অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করেছেন।

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে আপনার পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরমটি NTRCA ফরওয়ার্ড করে পুলিশ অধিদপ্তরে পাঠাতে পারে। আর যদি প্রাথমিক সুপারিশের পরে যদি ভি- রোল ফরম পুনরায় পূরণ করায় তাহলে আপনার কাছে ভি - রোল ফরম এক কপি থাকবে পুলিশ ভেরিফিকেশন হলে সেটি এক কপি যে আপনার কাছে থাকবে সেটি দেখাতে বললে দেখাবেন। আমি ১০০% শিওর ইনশাআল্লাহ এবার ভি- রোল ফরম পুনরায় আর পূরণ করতে হবে না প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে।

পুলিশ ভেরিফিকেশন এর যে ডকুমেন্টস গুলো রেডি রাখার জন্য বললাম সবগুলো রেডি রাখলে ভালো যদি সবগুলো ডকুমেন্টস অনেক সময় লাগে অনেক সময় লাগে না। যেগুলো চায় আপনি সেগুলো দেখাবেন।

ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্টের আপডেট পেতে ও পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে যেকোন আপডেট ও যেকোন বিষয় জানতে ফলো 👉 MASUD MATH CARE -1
✍️লেখক 👇
✍️মো: মাসুদ করিম সহকারী শিক্ষক গণিত
✍️রৌহা হিম্মত আবদুল মোল্লা একাডেমী
✍️শেরপুর সদর, শেরপুর
✍️NTRCA তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত শিক্ষক।

৫ম গণবিজ্ঞপ্তিতে তিনজন শিক্ষক পেয়েছি আমরা। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিরাও দ্রুতই এভাবে যোগদান করে সাইন করবে খাতায় ইনশাআল্লাহ। আল্লা...
10/07/2025

৫ম গণবিজ্ঞপ্তিতে তিনজন শিক্ষক পেয়েছি আমরা। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিরাও দ্রুতই এভাবে যোগদান করে সাইন করবে খাতায় ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা সকলের রিজিকের ফয়সালা দ্রুতই করুক আমিন।

10/07/2025

✍️ NTRCA চূড়ান্ত সুপারিশ রেখে প্রাথমিক সুপারিশ করতে যাচ্ছে কেন জানুন, প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে কেউ বাদ পড়বে কি? প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে আপনার করণীয় কি, প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে আপনি কি কি সমস্যার সম্মুখীন হবেন বিস্তারিত আলোচনা।

✍️ প্রশ্ন:NTRCA চাইলে কি চূড়ান্ত সুপারিশ করতে পারতো?

✍️উত্তর: NTRCA চাইলে চূড়ান্ত সুপারিশ করতে পারতো। কারণ NTRCA কিন্তু পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশ পত্র দিয়ে থাকে বিগত গণবিজ্ঞপ্তি গুলোতে দিয়েছে। সেই হিসেব মতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন প্রার্থীরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করেছে। তাই NTRCA চাইলে চূড়ান্ত সুপারিশ করতে পারতো। ৩৫+ দের একটি মামলা, ১৮তম দের একটি মামলা আছে আপনারা বিষয়টি অবগত আছেন। NTRCA
যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তখন যদি NTRCA বিরুদ্ধে মামলা চলমান থাকে তাহলে NTRCA সেই মামলা গুলোকে
ফেইস করে রেজাল্ট প্রকাশ করতে মূলত কিছুটা সময়ের প্রয়োজন হয়। আর সেটা এক মাসের মতো সময় লেগে যায়।
তাই NTRCA এখন প্রাথমিক সুপারিশ করবে।

✍️প্রশ্ন : পুলিশ ভেরিফিকেশন কাদের হবে? কখন হবে?

✍️উত্তর: পুলিশ ভেরিফিকেশন প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের হবে। আর পুলিশ ভেরিফিকেশন প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে শুরু হবে।

✍️ প্রশ্ন : প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে আপনার করণীয় কি?
✍️উত্তর: প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে আপনার সুপারিশ প্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন। আপনার সুপারিশ প্রাপ্ত প্রতিষ্ঠানের
প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় জেনে নিবেন চূড়ান্ত সুপারিশ পত্র পাওয়ার আগেই। অনেকেই ভুল পদে চূড়ান্ত সুপারিশ পত্র পেয়ে থাকে আর সেটা চূড়ান্ত সুপারিশ পত্র পাওয়ার আগেই জেনে নিবেন। আশা করি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এমন কারো হবে না ইনশাআল্লাহ।

✅✍️ প্রশ্ন : প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে কি কেউ বাদ পড়বে?
✍️উত্তর: প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে কেউ বাদ পড়বে না। প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে NTRCA
বিভিন্ন তথ্য যাচাই করবে, বিশেষ করে যাদের জাল সনদ থাকবে শুধু তাঁরাই বাদ পড়বে, আর যাঁরা পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করবে না তাঁরা বাদ পড়বে।

✍️প্রশ্ন: NTRCA কি প্রাথমিক সুপারিশ করার পরে পুলিশ ভেরিফিকেশন শেষ করে চূড়ান্ত সুপারিশ পত্র দিবে?
✍️উত্তর: NTRCA মূলত প্রাথমিক সুপারিশ পত্র দেওয়ার পরে বিভিন্ন তথ্য যাচাই এর জন্য কিছুটা সময় নেয় তখন নির্দিষ্ট সময়ের পরে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশ পত্র দিয়ে দেয়। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ পত্র পাওয়ার পরেও NTRCA সেটাই করবে।

✍️প্রশ্ন: NTRCA যদি প্রাথমিক সুপারিশ পত্র দেওয়ার পরে বিভিন্ন তথ্য যাচাই করার পরে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশ পত্র দেওয়ার পরেও কি কারো চাকরি চলে যাবে
✍️উত্তর: চূড়ান্ত সুপারিশ পত্র যদি পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে দেয় তাহলে শর্ত দিয়ে দিবে যদি কারো পুলিশ ভেরিফিকেশন আশানুরূপ না হয় (পজিটিভ না হয় তাহলে বাদ পড়বে? আর কারা বাদ পড়বে
পুলিশ ভেরিফিকেশন যাদের বড় ধরনের মার্ডার মামলা, জাল সনদ, রাষ্ট্রদ্রোহী মামলা থাকবে তাঁরা চূড়ান্ত সুপারিশ পত্র পেলেও অনেক সময় চাকরি চলে যায়। আপনারা ১০০% টেনশন মুক্ত থাকেন পুলিশ ভেরিফিকেশন থেকে
এগুলো কারণ ছাড়া কেউ বাদ পড়বে না।

✍️ প্রশ্ন : প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে আপনার সুপারিশ প্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করলে প্রতিষ্ঠান প্রধান আপনাকে ক্লাস নেওয়ার জন্য বলতে পারে?
তাহলে আপনি যদি ক্লাস নিতে যান এত কি কোন সমস্যা হবে।
✍️উত্তর: ১০০% কোন সমস্যা হবে না। কারণ প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে কেউ বাদ পড়বে না। কারা বাদ পড়বে উপরে উল্লেখ করেছি। আপনি চাইলে ক্লাস নেওয়া শুরু করতে পারেন। আবার আপনি বিভিন্ন জব করলে আপনি চাইলে চূড়ান্ত সুপারিশ পত্র পাওয়ার পরে আপনার সুপারিশ প্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদান করে পরে একসাথে যেতে পারেন। এতে প্রতিষ্ঠান প্রধান আপনাকে ক্লাস নেওয়ার জন্যও বললেও আপনি না গেলে আপনাকে কিছুই করার নাই। কারণ আপনি হয়তোবা অন্য একটি জবে আছেন সুবিধা মতো সময়ে ছেড়ে শিক্ষকতা পেশায় আসবেন।
এ সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে তাই আলোচনা করে রাখলাম ইনশাআল্লাহ।

💓✅✍️আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, ফলো আমাকে অনুপ্রাণিত করে আপাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিভিন্ন বিষয় নিয়ে লিখতে। EFT, এমপিওভুক্ত হওয়ার সময় সর্বোচ্চ সহযোগিতা করা হবে আপনাদের ইনশাআল্লাহ।

✅💓✍️ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্টের আপডেট পেতে ও যে কোন বিষয় জানতে ফলো 👉 MASUD MATH CARE -1

✍️লেখক 👇
✍️মো: মাসুদ করিম সহকারী শিক্ষক গণিত
✍️রৌহা হিম্মত আবদুল মোল্লা একাডেমী
✍️শেরপুর সদর, শেরপুর
✍️NTRCA তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত শিক্ষক।

06/07/2025

✅ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন ভুল করেছেন করণীয় কি বিস্তারিত জানুন ✍️
✅প্রশ্ন : আবেদন ভুল করেছি কোন সমস্যা হবে কি?
✅উত্তর: কি ধরনের ভুল করেছেন সেটা বুঝতে হবে।
বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ।
✅ প্রশ্ন : NTRCA কি ইডিট অপশন চালু করবে?
✅উত্তর: প্রতি গণবিজ্ঞপ্তিতে ইডিট অপশন চালু করে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইডিট অপশন চালু করবে কিনা সেটা NTRCA সিদ্ধান্তের উপর নির্ভর করতেছে। তাই যারা বড় ভুল করেছেন তারা ইডিট অপশন চালু করার জন্য NTRCA অফিসে সরাসরি যোগাযোগ করে আবেদন দিয়ে আসতে পারেন।
✅প্রশ্ন : আবেদনের সময় মোবাইল নাম্বার ভুল হয়েছে কোন সমস্যা হবে কি?
✅উত্তর : কোন সমস্যা হবে না। তবে এক্ষেত্রে NTRCA কিন্তুু রেজাল্ট প্রকাশ করার সময় একটা মেসেজ পাঠায় সেটা পাবেন না। আপনি যদি বেশি টেনশনে থাকেন তাহলে সরাসরি NTRCA অফিসে গিয়ে একটি আবেদন দিয়ে আসতে পারেন। তবে যদি NTRCA অফিসে যান তাহলে ইডিট অপশন চালু করার জন্য আবেদন দিয়ে আসবেন। যাতে করে NTRCA ইডিট অপশন চালু করে।
✅প্রশ্ন : NID নাম্বার ভুল হয়েছে করণীয় কি?
✅উত্তর: NID নাম্বার একটি গুরুত্বপূর্ণ বিষয়। NID নাম্বার দিয়ে কোন তথ্য যাচাই করার প্রয়োজন হয়ে থাকে তাহলে
যদি আপনার সঠিক NID নাম্বার না পায় তাহলে আপনাকে কিভাবে যাচাই করবে। তবে এক্ষেত্রে NTRCA অন্য কোন সিস্টেমে যদি আপনাকে যাচাই করতে পারে তাহলে NID জন্য সমস্যা হবে না।
আপনি যদি বেশি টেনশনে থাকেন তাহলে সরাসরি NTRCAলি অফিসে গিয়ে একটি আবেদন দিয়ে আসতে পারেন। তবে যদি NTRCA অফিসে যান তাহলে ইডিট অপশন চালু করার জন্য আবেদন দিয়ে আসবেন। যাতে করে NTRCA ইডিট অপশন চালু করে। 👇👇👇👇👇
✅প্রশ্ন: আমার ই সনদে জুনিয়র স্কুল, স্কুল, স্কুল এনৃড কলেজ উল্লেখ আছে কিন্তুু আমি মাদ্রাসা অথবা কারিগরিতে আবেদন করে ফেলেছি এক্ষেত্রে কি কোন সমস্যা হবে?
✅উত্তর: এ ধরনের ভুল যারা করেছেন তাঁরা সরাসরি NTRCA অফিসে গিয়ে একটি আবেদন দিয়ে আসতে পারেন। তবে যদি NTRCA অফিসে যান তাহলে ইডিট অপশন চালু করার জন্য আরেকটি আবেদন দিয়ে আসবেন। যাতে করে NTRCA ইডিট অপশন চালু করে।
✅প্রশ্ন : ছোট খাটো ভুলের জন্য কি কোন সমস্যা হবে?
✅উত্তর: ছোট খাটো ভুলের জন্য কোন সমস্যা হবে না।
যেমন, মো লিখতে ভুলপ গেছেন, c/O লিখতে ভুলে গেছেন ইত্যাদি।
✅ প্রশ্ন : চয়েস লিস্ট সাজিয়ে ছিলাম আবেদন submit এর সময় এলোমেলো হয়ে গেছে করণীয় কি?
✅উত্তর: এই মুহূর্তে করার কিছু নাই। তবে একটা অপশন আছে। এ ধরনের ভুল যারা করেছেন।

আপনারা সরাসরি NTRCA অফিসে গিয়ে একটি আবেদন দিবেন। যাতে করে NTRCA ইডিট অপশন অবশ্যই চালু করে

✅ প্রশ্ন : পুলিশ ভেরিফিকেশন কোন ঠিকানায় হয়।
✅উত্তর : পুলিশ ভেরিফিকেশন মূলত স্থ্যায়ী ঠিকানায় হয়। ই সনদ এ উল্লেখ করা ঠিকানাই তো স্থ্যায়ী ঠিকানা।
✅প্রশ্ন : পুলিশ ভেরিফিকেশন এর স্থ্যায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা ভুল করেছি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ প্রাপ্ত এর ক্ষেত্রে কি কোন সমস্যা হবে?
✅উত্তর: কোন সমস্যা হবে না। আপনাকে চূড়ান্ত সুপারিশ করবে।

আপনি যদি এ ধরনের ভুল করে থাকেন তাহলে সরাসরি NTRCA অফিসে গিয়ে একটি আবেদন দিয়ে আসতে পারেন।
যদি NTRCA অফিসে যান তাহলে ইডিট অপশন চালু করার জন্য আরেকটি আবেদন দিয়ে আসবেন।

👉✅ বিশেষ দ্রষ্টব্য : ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা বিভিন্ন ধরনের ভুল করেছেন তাদের প্রতি পরামর্শ হলো আপনারা সরাসরি NTRCA অফিসে গিয়ে একটি আবেদন দিয়ে আসবেন এবং
ইডিট অপশন চালু করার জন্য আরেকটি আবেদন দিয়ে আসবেন, যাতে করে NTRCA ইডিট অপশন চালু করে।
অনেকেই আবেদন জমা দিলে ইডিট অপশন চালু করবে।

✅লেখক ✍️
✅মো: মাসুদ করিম সহকারী শিক্ষক গণিত
✅রৌহা হিম্মত আবদুল মোল্লা একাডেমী
✅শেরপুর সদর, শেরপুর
✅NTRCA তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত শিক্ষক।

💓সকল অভিনন্দন💓
03/07/2025

💓সকল অভিনন্দন💓

03/07/2025

মাউশির কর্মকর্তার মুখেই শুনুন বদলির আপডেট। কবে থেকে বদলির কাজ শুরু হবে, বদলির সফটওয়্যার অগ্রগতি। #বদলি

26/06/2025

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রার্থী সাবধান হাতির পাও কিন্তুু পিছলে যায়। শেষ বারের মতো আলোচনা।

25/06/2025

চয়েস লিস্টের A to Z আলোচনা।YES/NO এর পূর্বে চাকরি নিশ্চিত এর কৌশল।
✅80-100 মার্ক পেলে চয়েস লিস্ট সাজাবেন যেভাবে
✅70-80 মার্ক পেলে চয়েস লিস্ট সাজাবেন যেভাবে
✅60-70 মার্ক পেলে চয়েস লিস্ট সাজাবেন যেভাবে
✅50-60 মার্ক পেলে চয়েস লিস্ট সাজাবেন যেভাবে
✅40-60 মার্ক পেলে চয়েস লিস্ট সাজাবেন যেভাবে
মো: মাসুদ করিম সহকারী শিক্ষক গণিত
NTRCA তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত শিক্ষক
✅ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যেকোন আপডেট পেতে সাথেই থাকুন ইনশাআল্লাহ।

25/06/2025

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শাখা পোস্টে নিয়োগ পেলে যে মহাবিপদ হবে । তবে ব্যতিক্রম কি বিস্তারিত জানুন

25/06/2025

ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন প্রার্থীরা শাখা পোস্টে নিয়োগ পেলে যেকারণে মহাবিপদ হতে পারে।

24/06/2025

ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রার্থীরা চয়েস লিস্টের ৪০ টি প্রতিষ্ঠানের সকল তথ্য যেভাবে জানতে পারবেন।
মো: মাসুদ করিম সহকারী শিক্ষক গণিত
NTRCA তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত শিক্ষক।

24/06/2025

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যেসকল প্রতিষ্ঠানে আবেদন করবেন না। /এরিয়ে চললে ভালো হবে। চয়েস দেওয়ার আগে যে কৌশল গুলো জানা প্রয়োজন। মো: মাসুদ করিম
সহকারী শিক্ষক গণিত। NTRCA তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত শিক্ষক।

Address

Mymensingh

Telephone

+8801572207092

Website

Alerts

Be the first to know and let us send you an email when MASUD MATH CARE -2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MASUD MATH CARE -2:

Share