10/07/2025
✍️পুলিশ ভেরিফিকেশন এর পরিপত্র বিষয়টি ১০০% ক্লিয়ার আলোচনা
✍️প্রশ্ন : ভি-রোল ফরম আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম কি একই?
✍️উত্তর: ভি-রোল ফরম ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম একই।
✍️প্রশ্ন : NTRCA কি প্রাথমিক সুপারিশ করবে? নাকি চূড়ান্ত সুপারিশ করবে?
✍️উত্তর: NTRCA প্রাথমিক সুপারিশ করবে ১০০% নিশ্চিত । কেন করবে? বিস্তারিত। NTRCA প্রাথমিক সুপারিশ করবে কারণ NTRCA থেকে সুপারিশ প্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন করতে হবে এ জন্য। এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে
অনেক প্রার্থী আবেদন করেছে সকল প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন নেই। যারা প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হবে তাদের অনলাইনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম NTRCA সরাসরি পুলিশ অধিদপ্তরে পাঠাবে। আর NTRCA যদি পুনরায় ভি- রোল ফরম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্তদের দ্বারা পূরণ করানোর পরে
সেগুলো জমা নিয়ে পুলিশ অধিদপ্তরে পাঠায় সেটি ভিন্ন কথা যদি সিদ্ধান্ত পরিবর্তন আসে। তবে আমি নিশ্চিত ইনশাআল্লাহ পুনরায় ভি-রোল ফরম পূরণ করতে হবে না। তবে যদি ভি-ফরম পুনরায় পূরণ করতে বলে তাহলে অবশ্যই করতে হবে নয়তোবা চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হবেন না।
✍️✅✅ প্রশ্ন: পুলিশ ভেরিফিকেশন হলে কি কি ডকুমেন্টস লাগবে?
✍️উত্তর: পুলিশ ভেরিফিকেশন এর জন্য মূলত যে ডকুমেন্টস গুলো অবশ্যই রেডি রাখবেন নিম্নে দেওয়া হলো
✅১ সকল সনদ একসেট ফটোকপি সত্যায়িত করে রাখবেন
✅২) বিএড সনদ থাকলে (,প্রযোজ্য ক্ষেত্রে) ফটোকপি সত্যায়িত করে রাখবেন।
✅৩) ই সনদ এক কপি ফটোকপি সত্যায়িত করে রাখবেন।
✅৪) জাতীয় পরিচয় পত্র এক কপি ফটোকপি সত্যায়িত
✅৫) চেয়ারম্যানের পরিচয় পত্র (নাগরিক সনদ)
অনেক সময় চায়, অনেক সময় লাগে না
✅৬) চারিত্রিক সনদ (চেয়ারম্যান কৃর্তক) অনেক সময় চায়
অনেক সময় লাগে না
✅৭) সর্বশেষ প্রতিষ্ঠান কৃর্তক চারিত্রিক সনদ /প্রত্যয়ন পত্র /প্রশংসাপত্র, অনেক সময় লাগে /অনেক সময় লাগে না
✅৮) বৈবাহিক সনদ (অনেক সময় চায় /অনেক সময় লাগে না
✅৯) NTRCA প্রিলি, লিখিত এডমিট কার্ড যদি থাকে রেডি রাখবেন।
✅১০) NTRCA ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন কপি
✅১১) NTRCA প্রাথমিক সুপারিশ করলে প্রাথমিক সুপারিশ ডাউনলোড করে রাখতে পারেন।
✅১২) NTRCA চূড়ান্ত সুপারিশ পত্র
✅১৩) NTRCA চূড়ান্ত সুপারিশের মোবাইলের মেসেজ যদি থাকে অনেক সময় চাইলে দেখাতে পারবেন।
✅১৪) ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন করেছেন সেই আবেদন কপি পুলিশ ভেরিফিকেশন ফরম সহ।
✅১৫) আপনারা অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করেছেন।
ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে আপনার পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরমটি NTRCA ফরওয়ার্ড করে পুলিশ অধিদপ্তরে পাঠাতে পারে। আর যদি প্রাথমিক সুপারিশের পরে যদি ভি- রোল ফরম পুনরায় পূরণ করায় তাহলে আপনার কাছে ভি - রোল ফরম এক কপি থাকবে পুলিশ ভেরিফিকেশন হলে সেটি এক কপি যে আপনার কাছে থাকবে সেটি দেখাতে বললে দেখাবেন। আমি ১০০% শিওর ইনশাআল্লাহ এবার ভি- রোল ফরম পুনরায় আর পূরণ করতে হবে না প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে।
পুলিশ ভেরিফিকেশন এর যে ডকুমেন্টস গুলো রেডি রাখার জন্য বললাম সবগুলো রেডি রাখলে ভালো যদি সবগুলো ডকুমেন্টস অনেক সময় লাগে অনেক সময় লাগে না। যেগুলো চায় আপনি সেগুলো দেখাবেন।
ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্টের আপডেট পেতে ও পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে যেকোন আপডেট ও যেকোন বিষয় জানতে ফলো 👉 MASUD MATH CARE -1
✍️লেখক 👇
✍️মো: মাসুদ করিম সহকারী শিক্ষক গণিত
✍️রৌহা হিম্মত আবদুল মোল্লা একাডেমী
✍️শেরপুর সদর, শেরপুর
✍️NTRCA তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত শিক্ষক।