11/04/2024
ঈদ মোবারক
ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও সামনে এল, ঈদ শপিংয়ের জন্য আপনার বাজেট কত? কেউ বলছেন ২০ হাজার, ৩০ হাজার, ১০ হাজার, দুএকজন ১ লক্ষ টাকা বলল। আমি খুব চাইছিলাম এই প্রশ্নটা করুক যে, আপনার বাবার আয়ের উৎস কি? এসব ভিডিও দেখতেও ভাল লাগে। মানুষ জন খুব তৃপ্তি সহকারে আপনজনের জন্য কাপড় কিনছে। এটা ভাবতে ভাল লাগে যে, মানুষের সামর্থ্য বেড়েছে। আয় বেড়েছে।
আসলেই কি আয় বেড়েছে? আসলে বাড়েনি। বরং কমেছে। সরকারি হিসেবেই দেশে মুদ্রাস্ফীতির হার ৯.৬৭। বাস্তবে প্রায় ২০%। প্রতি বছর আপনার সঞ্চিত টাকার মুল্য কমছে। জীবনযাত্রার ব্যয় বাড়ছে।
অনেকে বলেন, আয় বাড়ছে। হ্যা আয় বাড়ছে কিন্তু ব্যয় আরো বেশি বাড়ছে। ব্যায়ের সমানুপাতিক হারে আয় বাড়ছে না। শুধুমাত্র মুদ্রাস্ফীতি সমন্বয় করলেও আপনার আয় বছরে ২০% বাড়া উচিৎ। গতবছর দৈনিক মজুরি ৫০০ টাকা হলে আজকে ৬০০ টাকা হওয়া উচিত। বাস্তবে অনেক বেকার মানুষ কোথাও কাজ না পেয়ে ৩০০ টাকা মজুরিতেও কাজ করে।
৫০℅ গার্মেন্টসে ঈদের আগে বেতনই দেয়নি। গার্মেন্টসের মালিকেরা বেতন দেয়ার জন্য সরকারের কাছে প্রানোদনা চায়। প্রানোদনা কি জিনিস জানেন তো? ফাউ টাকা। তারা আরো উতসাহ চায়। জনগণের ট্যাক্সের টাকা শর্তহীন তাদের হাতে তুলে দিতে হবে। তাহলে তারা রপ্তানিতে উতসাহ পাবে। নইলে তারা ঠিক জুইত পায়না৷ তাদের হাতে টাকা নাই। বেতন বোনাস দিতে পারবেনা। অথচ গত ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংক পোশাক খাতের রপ্তানি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের গবেষণা বিভাগ এ প্রতিবেদন তৈরি করেছে। তাতে দেখা যাচ্ছে, চলতি ২০২৩–২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) পোশাক খাতের প্রকৃত রপ্তানি ছিল ৮২২ কোটি মার্কিন ডলারের। টাকায় ৯৮৬৪০০০০০০০০ টাকা।(১ডলার=১২০)। ওরা দেবে না।
একজন গার্মেন্ট কর্মীকে প্রশ্ন করুন, ঈদ শপিংয়ে বাজেট কত?
এর উত্তর টেলিভিশনে দেখানোর জন্য নিতে পারবেন না।
আগামী সপ্তাহে বৈশাখ। সারা দেশে নতুন ফসল তোলার উতসব শুরু হবে। ফসল ক্ষেতে থাকতেই বিক্রি হয়ে গেছে ৭০০ টাকা মণ।কিচ্ছু করার নাই। সার কীটনাশক কিনে কৃষকের হাত খালি। ১ মণ ধানের দামে বাচ্চার জন্য ১ টা কাপড় কিনতে পারবেতো? একজন কৃষিশ্রমিকের সন্তানই জানে ১ মণ ধান সমান কতটুকু ঘাম।
প্রতিবছরই ঈদ আসে মানুষের প্রতি মানুষের বঞ্চনাকে মনে করিয়ে দিতে। এই আধা মানবিক অতৃপ্তি ভরা জিবনে ঈদ কেন আসে প্রতি বছর? কেন আসে? সবাইকে ঈদ মোবারক।।