29/10/2023
হঠাৎ করেই মন খারাপ হয়ে যায়, চোখ ভর্তি পানি এসে জড়ো হয় আনমনেই, হুট করেই দম বন্ধ হয়ে আসে।
মন অশান্ত হয়ে পড়ে,অকারনেই কান্না করতে ইচ্ছে করে।
মনে হয় যেন হাজারো জমানো কষ্টগুলো একসাথে চেপে বসে মনে। না কাউকে বলে বোঝানো যায়, না নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। এমন পরিস্থিতি খুবই ভয়ানক।❤