15/03/2025
পছন্দের জিনিসটা কিনতে না পারার যে আকাঙ্খা সেইটা যে কিনতে পারেনাই সেই বোঝে। বাস্তবতার আড়ালে আমরা প্রতিদিন আমাদের স্বপ্নকে কুরবানি করি। কত-শত স্বপ্ন নিমিষেই ভুলে যাই।
টাকা! ''সুখ পেতে হলে টাকার দরকার নাই'' বা "টাকা দিয়ে সুখ কেনা যায়না" কথা গুলো দার্শনিক ক্ষেত্রে সঠিক। জীবনের প্রতিটি অধ্যায়ে মানুষের অপরিহার্য যেই জিনিস সেটা টাকা৷ বন্ধু মহলের সম্মান থেকে শুরু করে প্রতিটা ধাপ আপনাকে মনে করিয়ে দেয় টাকার গুরুত্ব কি! পরিবারের বিষয়টা নাই বললাম, এটা সবারই জানা।
যখন আপনার কাছে সবকিছু থাকবে। যা ইচ্ছে কিনতে পারবেন তখন দার্শনিক টাইপ কথাবার্তা মানাবে। তা নাহলে দিনশেষে দেখবেন আপনি নিজের কাছে নিজেই অভিনেতা। এবং সেটা অনেক বড় মাপের।
আমাদের স্বপ্ন গুলো কখনো পূরণ হয়না। আমরা সেগুলো যত্ন করে তুলে রাখি। অথবা ভুলে যাই পুরোনো হয়ে যাওয়া স্মৃতির মতন। কারন দায়িত্ব নামক একটা শব্দ আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে।
যেইটা আমাদের নিজেদের স্বপ্ন ত্যাগ করতে শেখায়। বাস্তবতার শিক্ষা দিয়ে শিক্ষকতার ভুমিকা পালন করাই যে তার কাজ। তবুও সেই দায়িত্বের আড়ালে আমরা আপন মনে স্বপ্ন বুনি- যা কখনোই পূরণ হবার নয়।
🖋️ ~ Md Rubel Hasan
#লিখালিখি