Ahban Publication :: আহবান পাবলিকেশন

Ahban Publication :: আহবান পাবলিকেশন ইসলাম বাণী মানুষের দ্বারে পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য।

 #আহবান_পাবলিকেশন
15/03/2024

#আহবান_পাবলিকেশন

আল্লাহ তা'আলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) ...
08/03/2024

আল্লাহ তা'আলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচাকেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম) ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে। (সূরা জুমা- ০৯)।

#আহবান_পাবলিকেশন

01/03/2024



আস্সালামু আলাইকুম, কেমন আছেন সবাই?

 #প্রি_অর্ডার  #প্রি_অর্ডার  #প্রি_অর্ডারআহবান পাবলিকেশন এর প্রথম বই  #হিজাব_কী_ও_কেন বইটির প্রি-অর্ডার শুরু হল এখন থেকে...
25/02/2023

#প্রি_অর্ডার #প্রি_অর্ডার #প্রি_অর্ডার

আহবান পাবলিকেশন এর প্রথম বই #হিজাব_কী_ও_কেন বইটির প্রি-অর্ডার শুরু হল এখন থেকে। হিজাব নিয়ে লেখা চমৎকার এই বইটি পেয়ে যাবেন মাত্র ১০০ টাকায়। সেই সাথে আজ রাত থেকে কাল সকাল ১০টা পর্যন্ত অর্ডার করলেই পাচ্ছেন কুরিয়ার চার্জ ফ্রি। ২৬-০২-২০২৩ তারিখ সকাল ১০টার পর অর্ডার করলে ৪০ টাকা কুরিয়ার খরচ যোগ হবে।

বইটি সম্পর্কে কিছু জানতে হলে লিংক থেকে শর্ট পিডিএফ ডাইনলোড করে পড়তে পারেন।
প্রতি ১০ কপি অর্ডারে থাকবে প্রচ্ছদ খচিত একটি টি-শার্ট।
প্রতি কপি বইয়ের সাথে থাকবে প্রিমিয়াম বুকমার্ক।

বইটি সম্পর্কে-
বই: হিজাব কী ও কেন?
লেখক: হাসান মাহমুদ ফারাবি
বিষয়: কোরআন ও হাদিসের আলোকে পর্দার আলোচনা
পৃষ্ঠা সংখ্যা: ১১২
বাঁধাইয়ের ধরণ: পেপারব্যাক

প্রি-অর্ডার করার নিয়ম-
বইটির প্রি-অর্ডার মূল্য নিচে দেওয়া নাম্বারে বিকাশ করে ইনবক্সে যে নাম্বার থেকে বিকাশ করেছেন, সেই নাম্বারের লাস্ট ৪ ডিজিট জানাবেন। আপনার সচল মোবাইল নাম্বার সহ কুরিয়ার ঠিকানা দিবেন।

https://drive.google.com/file/d/1KVGKnj5N25Bb-cy0LQv1p2auxT-rnxvd/view?usp=sharing

25/02/2023

ইনশাআল্লাহ, আজ রাত থেকে শুরু হবে হিজাব কী ও কেন বইটির প্রি-অর্ডার।
আজকে রাতের মধ্যে যারা প্রি-অর্ডার করবেন, তাদের জন্য থাকবে সারাদেশে কুরিয়ার চার্জ একেবারেই ফ্রি...
সুন্দর এই বইটি সংগ্রহ করার জন্য এই অফারটি লুফে নিতে সকলেই প্রস্তুত থাকুন ইনশাআল্লাহ।
প্রি-অর্ডার পোস্টের সাথে বইটির কয়েকটি পৃষ্ঠা এড করা হবে। আশাকরি সেটুকু পড়লেই আপনারা সহজেই বইয়ের মান সম্পর্কে বুঝতে পারবেন।

আলহামদুলিল্লাহ্, প্রচ্ছদ এটিই ফাইনাল করা হয়েছে।৭ ফর্মা পেপারব্যাক বইটির প্রি-অর্ডার মূল্য নির্ধারন করা হয়েছে মাত্র ১০০ ট...
24/02/2023

আলহামদুলিল্লাহ্, প্রচ্ছদ এটিই ফাইনাল করা হয়েছে।

৭ ফর্মা পেপারব্যাক বইটির প্রি-অর্ডার মূল্য নির্ধারন করা হয়েছে মাত্র ১০০ টাকা। আগামী এক তারিখ থেকে প্রি-অর্ডার শুরু হবে ইনশাআল্লাহ্। বইটির ব্যাপক প্রচারের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আলহামদুলিল্লাহ্, ১২৮ পৃষ্টা বইটির প্রি-অর্ডার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা। আশাকরি সকলেই সংগ্রহে রাখবেন বইটি।...
16/02/2023

আলহামদুলিল্লাহ্, ১২৮ পৃষ্টা বইটির প্রি-অর্ডার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা। আশাকরি সকলেই সংগ্রহে রাখবেন বইটি। শীঘ্রই প্রি-অর্ডার শুরু করা হবে ইনশআল্লাহ্।

প্রথম ১০০ কপি প্রি-অর্ডারে থাকবে প্রচ্ছদ খচিত চাবির রিং, কলম ও বুকমার্ক
পরবর্তী ৫০ কপি প্রি-অর্ডারে থাকবে প্রচ্ছদ খচিত চাবির রিং, ও বুকমার্ক
পরবর্তী ৫০ কপি প্রি-অর্ডারে থাকবে কলম, ও বুকমার্ক

প্রতি ১০ কপি প্রি-অর্ডারে থাকবে প্রচ্ছদ খচিত টি-শার্ট একটি।

এছাড়াও সকল বুকশপের জন্য থাকবে আকর্ষণীয় মূল্য ছাড়!

প্রি-অর্ডার শুরু হবে আগামী ২৫-০২-২০২৩ তারিখে থেকে।

সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য, যিনি আসমান, যমীন ও তার মধ্যকার সকল কিছু সৃষ্টি করেছেন। রাতের অন্ধকারে ক্ষুদ্র পীপিলিকার...
09/04/2022

সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য, যিনি আসমান, যমীন ও তার মধ্যকার সকল কিছু সৃষ্টি করেছেন। রাতের অন্ধকারে ক্ষুদ্র পীপিলিকার বেয়ে উঠাও যার দৃষ্টি বহির্ভূত নয় এবং আসমান ও যমীনের বিন্দু-বিসর্গও যার জ্ঞানের বাইরে নয়। “যা আছে আসমানসমূহ, যমীন ও এ দু’য়ের মধ্যবর্তী স্থানে এবং যা আছে মাটির নিচে সব তাঁরই। আর যদি তুমি উচ্চস্বরে কথা বল তবে তিনি গোপন ও অতি গোপন বিষয় জানেন। আল্লাহ তিনি ছাড়া সত্য কোনো মা‘বুদ নাই; সুন্দর নামসমূহ তাঁরই।” [সূরা ত্বা-হা: ৬-৮] তিনি আদম ‘আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরীক্ষার মাধ্যমে মনোনীত করে সঠিক পথ প্রদর্শন করেছেন। তিনি নুহ ‘আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছেন। অতঃপর তিনি আল্লাহর নির্দেশে নৌকা তৈরি করেছেন এবং সেটাকে চালিয়েছেন। স্বীয় অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম ‘আলাইহিস সালামকে আগুন থেকে নাজাত দিয়েছেন এবং সেটার উষ্ণতাকে সুশীতল ও আরামদায়ক করেছেন। মুসা ‘আলাইহিস সালামকে নয়টি নিদর্শন দান করেছেন; কিন্তু ফেরআউন সেটা দ্বারা নসীহত নিতে পারেনি, তার অবস্থান থেকেও সরে আসে নি। ঈসা ‘আলাইহিস সালামকে এমন নিদর্শন দান করেছেন যা সৃষ্টিকুলকে বিস্মিত করে দিয়েছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ওপর এমন একটি কিতাব অবতীর্ণ করেছেন, যাতে রয়েছে সুস্পষ্ট প্রমাণ এবং হেদায়েত।

কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাঁর অফুরন্ত অসংখ্য ও অনবরত প্রাপ্ত নেয়ামতের। অসংখ্য দরূদ ও সালাম বর্ষিত হোক উম্মুল কুরা (মক্কায়) প্রেরিত মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ওপর। অবারিত শান্তি বর্ষিত হোক তাঁর ওপর, হেরা গুহায় তার নিশ্চিত পরম সঙ্গী আবূ বকর সিদ্দীক রাদিয়াল্লাহু ‘আনহু, সত্যের ইঙ্গিত প্রাপ্ত মতের অধিকারী এবং আল্লাহর আলোতে যিনি দেখতে পেতেন সে উমর রাদিয়াল্লাহু ‘আনহু, তাঁর দু কন্যার স্বামী যিনি ছিলেন সত্যভাষী সে উসমান রাদিয়াল্লাহু ‘আনহু, তাঁর চাচাত ভাই আলী রাদিয়াল্লাহ আনহু, যিনি ছিলেন জ্ঞানের সাগর, বনের বাঘ, তাদের সবার উপর এবং অপরাপর সম্মানিত আহলে বাইত রাদিয়াল্লাহু ‘আনহুম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু ‘আনহুম যাদের শ্রেষ্ঠত্ব জগতে ছড়িয়ে পড়েছে এবং মুসলিম উম্মাহর সকল সদস্যের ওপর সালাত ও সালাম বর্ষিত হোক।

প্রিয় ভাই সকল! আমাদের সামনে সম্মানিত রমযান সমাগত যা ইবাদতের মহৎ মওসুম। যে মাসে আল্লাহ তা‘আলা নেক আমলের সাওয়াব সীমাহীন বৃদ্ধি করে দেন এবং দান করেন অফুরন্ত কল্যাণ। উন্মুক্ত করেন নেক কাজে উৎসাহী ব্যক্তির জন্য কল্যাণের সকল দ্বার। এ মাস কুরআন নাযিলের মাস। কল্যাণ ও বরকতের মাস। পুরস্কার ও দানের মাস।

﴿ شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ أُنزِلَ فِيهِ ٱلۡقُرۡءَانُ هُدٗى لِّلنَّاسِ وَبَيِّنَٰتٖ مِّنَ ٱلۡهُدَىٰ وَٱلۡفُرۡقَانِۚ ﴾ [البقرة: ١٨٥]

‘রমযান মাস, যাতে নাযিল হয়েছে মহাগ্রন্থ আল-কুরআন, যা বিশ্ব মানবের জন্য হেদায়েত, সুস্পষ্ট পথ নির্দেশ এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী।’ (সূরা আল-বাকারা, আয়াত: ১৮৫)

এ মাস রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস। যার প্রথমে রয়েছে রহমত, মাঝে রয়েছে মাগফিরাত এবং শেষে জাহান্নাম হতে মুক্তি।

এ মাসের মর্যাদা ও ফযীলতের ব্যাপারে এসেছে অনেক হাদীস সমূহ যেমন এসেছে অনেক বাণী:

* সহীহ বুখারী ও মুসলিমে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলূল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«إِذَا جَاءَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، وَصُفِّدَتِ الشَّيَاطِينُ»

‘যখন রমযান মাস আগমন করে, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়’।[1]

এ মাসে জান্নাতের দ্বারসমূহ খুলে দেয়া হয় অধিকহারে নেক আমল করার জন্য এবং আমলকারীদের উৎসাহ প্রদানের জন্য। আর জাহান্নামের দ্বারসমূহ বন্ধ করে দেয়া হয় ঈমানদারদের গুনাহ কম অনুষ্ঠিত হওয়ার কারণে। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, যাতে সে অন্যান্য মাসের মত এ মুবারক মাসে মানুষকে পথ ভ্রষ্টতার দিকে নিয়ে যেতে না পারে।

* ইমাম আহমদ রহ. আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন:

«أُعْطِيَتْ أُمَّتِي خَمْسَ خِصَالٍ فِي رَمَضَانَ، لَمْ تُعْطَهَا أُمَّةٌ قَبْلَهُمْ: خُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ، وَتَسْتَغْفِرُ لَهُمُ الْمَلَائِكَةُ حَتَّى يُفْطِرُوا، وَيُزَيِّنُ اللَّهُ عَزَّ وَجَلَّ كُلَّ يَوْمٍ جَنَّتَهُ، ثُمَّ يَقُولُ: يُوشِكُ عِبَادِي الصَّالِحُونَ أَنْ يُلْقُوا عَنْهُمُ الْمَئُونَةَ وَالْأَذَى وَيَصِيرُوا إِلَيْكِ، وَيُصَفَّدُ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ، فَلَا يَخْلُصُوا فِيهِ إِلَى مَا كَانُوا يَخْلُصُونَ إِلَيْهِ فِي غَيْرِهِ، وَيُغْفَرُ لَهُمْ فِي آخِرِ لَيْلَةٍ " قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَهِيَ لَيْلَةُ الْقَدْرِ؟ قَالَ: «لَا، وَلَكِنَّ الْعَامِلَ إِنَّمَا يُوَفَّى أَجْرَهُ إِذَا قَضَى عَمَلَهُ»

‘আমার উম্মতকে রমযানে পাঁচটি বৈশিষ্ট্য দেয়া হয়েছে, যা পূর্ববর্তী কোনো উম্মতকে দেয়া হয়নি: ১। সিয়াম পালনকারীর মুখের না খাওয়াজনিত গন্ধ আল্লাহর কাছে মিসকের সুঘ্রাণ থেকেও উত্তম। ২। ইফতারের পূর্ব পর্যন্ত ফেরেশতাগণ সিয়াম পালনকারীর জন্য মাগফিরাতের দো‘আ করতে থাকে। ৩। আল্লাহ তা‘আলা প্রতিদিন তাঁর জান্নাতকে সুসজ্জিত করে বলেন, আমার নেককার বান্দাগণ কষ্ট স্বীকার করে অতিশীঘ্রই তোমাদের কাছে আসছে। ৪। দুষ্ট প্রকৃতির শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, ফলে তারা অন্য মাসের ন্যায় এ মাসে মানুষকে গোমরাহীর পথে নিতে সক্ষম হয় না। ৫। রমযানের শেষ রজনীতে সিয়াম পালনকারীদের ক্ষমা করে দেয়া হয়। বলা হলো- হে আল্লাহর রাসূল, এ ক্ষমা কি কদরের রাতে করা হয়? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং কোনো শ্রমিককে তার পারিশ্রমিক তখনই দেয়া হয়, যখন সে কাজ শেষ করে’।[2]

আমার দীনী ভাইয়েরা! এ মূল্যবান পাঁচটি বৈশিষ্ট্য আল্লাহ তা‘আলা অন্য সকল উম্মতের মধ্য থেকে কেবল আপনাদের দান করেছেন এবং এর মাধ্যমে আপনাদের ওপর নেয়ামাত পূর্ণ করে বিশেষ ইহসান করেছেন। এভাবে আল্লাহর কতই না নেয়ামত ও অনুগ্রহ আপনাদের ওপর ছায়া হয়ে আছে; কারণ,

﴿ كُنتُمۡ خَيۡرَ أُمَّةٍ أُخۡرِجَتۡ لِلنَّاسِ تَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَتَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَتُؤۡمِنُونَ بِٱللَّهِۗ ﴾ [ال عمران: ١١٠] ‘

তোমরা শ্রেষ্ঠ উম্মত। মানুষের কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। আর আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখবে’। (সূরা আলে ইমরান, আয়াত: ১১০)

Address

খান সুপার মার্কেট, Baroihati Bazar, Gafargaon
Mymensingh
2234

Opening Hours

Monday 08:00 - 13:00
16:00 - 22:00
Tuesday 08:00 - 13:00
16:00 - 22:00
Wednesday 08:00 - 13:00
16:00 - 22:00
Thursday 08:00 - 13:00
16:00 - 22:00
Friday 16:00 - 22:00
Saturday 08:00 - 13:00
16:00 - 22:00
Sunday 08:00 - 13:00
16:00 - 22:00

Telephone

+8801717604669

Alerts

Be the first to know and let us send you an email when Ahban Publication :: আহবান পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahban Publication :: আহবান পাবলিকেশন:

Share

Category