27/06/2025
"একসময় ভাবতাম, আকুল হয়ে কাউকে চাইলে বোধহয় পাওয়া যায়। লোকে বলতো, চেষ্টায় নাকি সব হয়। আমিও মনেপ্রাণে বিশ্বাস করতাম, সত্যিকারের চাওয়া-পাওয়ার হিসেব বোধহয় মিলেই যায় একদিন।
তীব্র আকুতি নিয়ে কাউকে চেয়েছিলাম। চেষ্টার কমতি ছিলো না একটুও। তবুও স্রষ্টা আমার প্রার্থনা শোনেন নি। পৃথিবী আমারে শূন্য হাতে ফিরিয়ে দিয়ে শিখিয়েছিলো অনেক কিছু।
আমরা এমন মানুষের কাছ থেকে কিছু একটা পাওয়ার আশা করি, যে মানুষটার আসলে কিছু দেওয়ার ইচ্ছা নেই। দিনশেষে মানুষটা কষ্ট দেয় না, কষ্ট দেয় একপাক্ষিক অনুভূতিটা!
যে মানুষটা কখনোই আসবে না, তার জন্য ব্যাকুল হয়ে করা অপেক্ষার কোনো শেষ নেই। আর যে অপেক্ষার কোনো শেষ নেই, সেই অপেক্ষা শুরু করাটাই ছিলো ভুল।
ভুল মানুষের জন্য অনিঃশেষ অপেক্ষাটা যত দীর্ঘ হয়, কষ্টের তীব্রতাও ততই বাড়তে থাকে। ভুল দরজায় কড়া নাড়তে নাড়তে একদিন টের পাই, ঐ ঘরটাতে আমাদের মাথা গোজার ঠাঁই নেই, কখনো ছিলোও না।
কোনো একদিন তাই সব ভালোবাসা ভুলে ফিরে আসতে হয়। কিন্তু একবার যার বুকের ভেতর অমন বেপরোয়া ভাঙচুর হয়ে গেলো, সেই হেরে যাওয়া এলোমেলো মানুষটা কি আর আগের মতো থাকে?
নক্ষত্রের মতো মানুষও জ্বলজ্বল করতে থাকে চোখের সামনে। অথচ সে ঝরে গেছে, বিলীন হয়ে গেছে সেই কবে - সে খবর কেউ জানে না!"