Mymensingh Metro

Mymensingh Metro Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mymensingh Metro, Media/News Company, Mymensingh.
(4)

Mymensingh Metro - একটি নাগরিক সাংবাদিক নির্ভর অনলাইন গণমাধ্যম, যা ময়মনসিংহের স্থানীয় সমস্যা, সংস্কৃতি ও জনগণের কণ্ঠস্বর কে তুলে ধরে। সবার জন্য সত্য ও সঠিক তথ্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করছি আমরা।

07/08/2025

ইসলামী সমাজ ' নেতৃত্বে মিছিল। গন*তন্ত্র নিপাতের দাবিতে মিছিল...।

04/08/2025

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে শৌচাগারের অভাবে দুর্গন্ধে ভোগান্তি

ময়মনসিংহ স্টেশনের মূল ভবনের পাশে যাত্রীদের অসচেতনভাবে প্রস্রাব করার কারণে সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। শৌচাগারের অভাব ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি এই সমস্যাকে আরও তীব্র করে তুলেছে। নিয়মিত যাত্রীরা জানান, বিষয়টি দীর্ঘদিনের হলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে স্টেশনের পরিবেশ আরও নাজুক হয়ে পড়বে।

হাসান রাকিব, নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ মেট্রো।

আজকের জাতীয় টেলিভিশন বিতর্কে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে বিচারকদের রায়ে ৩-০ ব্যালটে পরাজিত করেছে আনন্দ...
01/08/2025

আজকের জাতীয় টেলিভিশন বিতর্কে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে বিচারকদের রায়ে ৩-০ ব্যালটে পরাজিত করেছে আনন্দ মোহন কলেজ বিতর্ক দল।
অভিনন্দন বিজয়ী আনন্দ মোহন কলেজকে 💚

01/08/2025

বাংলাদেশের দাবা গুরু
ড. কাজী মোতাহার হোসেন স্মরণে
ড. কাজী মোতাহার হোসেন আমন্ত্রণমূলক ময়মনসিংহ ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশীপ ২০২৫।

ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কের মিনি চিড়িয়াখানা ভে'ঙ্গে  ফেলা হচ্ছে।
31/07/2025

ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কের মিনি চিড়িয়াখানা ভে'ঙ্গে ফেলা হচ্ছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র হলের ছাদ ভেঙে পড়েছে, গুরুতর আহত অন্তত ১০ শ্রমিক।
31/07/2025

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র হলের ছাদ ভেঙে পড়েছে, গুরুতর আহত অন্তত ১০ শ্রমিক।

🎬 নতুন মুখ, নতুন স্টাইল! বাংলা নাটকে বাজিমাত করছেন ফারিন খানবাংলা নাটকে এখন নতুনদের দাপট—আর সেই জয়জয়কারে যুক্ত হলেন এক ত...
31/07/2025

🎬 নতুন মুখ, নতুন স্টাইল! বাংলা নাটকে বাজিমাত করছেন ফারিন খান

বাংলা নাটকে এখন নতুনদের দাপট—আর সেই জয়জয়কারে যুক্ত হলেন এক তরুণ মুখ, ফারিন খান।
নাটকপাড়ায় নতুন কেউ এলে শুধু অভিনয় নয়, দর্শকের চোখ যায় তাঁর স্টাইল ও উপস্থিতিতেও। এই দিক থেকে কিন্তু একেবারেই হতাশ করছেন না ফারিন।

📺 সাম্প্রতিক সময়ে একাধিক নাটকে পরিচিত নায়কদের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছেন তিনি।
তাঁর মিষ্টি মুখ, স্মার্ট এক্সপ্রেশন এবং জেন-জি ফ্যাশন সেন্স ইতিমধ্যেই দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছে।
সম্প্রতি দুই ভিন্ন লুকে দেখা গেছে তাঁকে—দুটিই ছিল মনকাড়া, ট্রেন্ডি এবং আত্মবিশ্বাসে ভরপুর।

📸 সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতিও বাড়ছে চোখে পড়ার মতো। বাংলা নাটকে তরুণ প্রজন্মের এমন উজ্জ্বল উত্থান সত্যিই আশাব্যঞ্জক।

#তারকারচোখে #নতুনমুখ

🌊 শ্রীলঙ্কার সাগরপাড়ে টয়ার মনভোলানো উপস্থিতি!তারকাদের ভ্রমণ স্টাইল বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। জনপ্রিয় অভিনেত্...
31/07/2025

🌊 শ্রীলঙ্কার সাগরপাড়ে টয়ার মনভোলানো উপস্থিতি!

তারকাদের ভ্রমণ স্টাইল বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া এবার শেয়ার করলেন তাঁর সৈকত মুহূর্তের কিছু ঝলক, যেখানে তিনি যেনো প্রকৃতির সঙ্গেই মিশে গেছেন।
শ্রীলঙ্কার নীল সমুদ্র আর ধবধবে বালুকাবেলায় টয়ার এই লুক রীতিমতো আলোড়ন তুলেছে অনুরাগীদের মনে।

📸 তাঁর শেয়ার করা ছবিগুলোতে ধরা পড়েছে ভ্রমণের আনন্দ, সৌন্দর্য আর এক অনন্য আবেদন।
সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল টয়ার এই সি-বিচ লুক।

31/07/2025

মইলাকান্দা থেকে ব্রীজমোড় পর্যন্ত দীর্ঘ যানজট...

31/07/2025

আনন্দ মোহন কলেজের ১০ তলা বিল্ডিং এর লিফট ছিড়ে গেছে, কেউ আহত হয় নাই

30/07/2025

ড. কাজী মোতাহার হোসেন আমন্ত্রণমূলক ময়মনসিংহ ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশীপ ২০২৫।
৩০ জুলাই ২০২৫, সকাল ৯ টা
সম্মেলন কক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ

ময়মনসিংহে কৃষ্ণা কেবিনকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা📅 ২৯ জুলাই ২০২৫📍 ময়মনসিংহ, গাঙ্গিনারপাড়ময়মনসিংহ শহরের গ...
29/07/2025

ময়মনসিংহে কৃষ্ণা কেবিনকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা

📅 ২৯ জুলাই ২০২৫
📍 ময়মনসিংহ, গাঙ্গিনারপাড়

ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে কৃষ্ণা কেবিন মিষ্টান্ন ভাণ্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) পরিচালিত এই মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলায় এ অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষ্ণা কেবিনে খাবারের মান ও সংরক্ষণে অনিয়ম, মূল্য তালিকা না থাকা এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্টদের সতর্কও করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং জনস্বার্থে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কেউই আইনের ঊর্ধ্বে নয়।

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh Metro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mymensingh Metro:

Share