29/11/2025
আজ আমার বিয়ের ২ বছর পূর্ণ হলো। আমার হাজবেন্টকে অনেকবার বলছি এবার বিবাহ বার্ষিকিতে আমি শাড়ি পড়বো আর হাজবেন্ট আর আমার বাবু পাঞ্জাবি পড়বে ( ম্যাচিং করে পড়বো)। আমি চাচ্ছিলাম বিবাহ বার্ষিকির টাইমে শ্বশুর বাড়িতে না থাকতে কেনোনা এখানে কাজ কর্ম করেই এই দিনটি চলে যাবে। হাজবেন্ট বলছে এইদিনে আমাকে নিয়ে ঘুরতে বের হবে শ্বশুর বাড়ি থেকেই।
যাক এতোদিনে অনেকবার বলছি শাড়ির কথা সে বলছে কিনবে,,আমার শাড়ি পড়ার খুব সখ, বিয়ের আগে মা বোনের সব শাড়ি পড়ছি। বিয়ের সময় ৩ টা শাড়ি দিছে ঐগুলোই ঘুরেফিরে প্রথম প্রথম পড়তাম,,কিন্তু আমি শাড়ি পড়লেই হাজবেন্ট বাসা থেকে বাহিরে চলে যেতো, কারণ জানতে চাইলে বলছে আমি একা একা শাড়ি পড়ি তার বোনকে নিয়ে কেনো পড়ি না, তারপর যতবার পড়ছি তার বোনকে নিয়ে পড়ছি।আমার ১ম বিবাহ বার্ষিকির আগের রাতে আমি শাড়ি পড়ে সেজে রাতের ১টা পর্যন্ত বসে ছিলাম সে বাসার নিচে সিসি ক্যামেরা লাগাই রাতের ২ টা আসে তখন আমি শাড়ি খুলে রাখি। পরেরদিন সে ঢাকায় চলে যায় তার কাজিনদের ট্রিট দেয় বিবাহ বার্ষিকি উপলক্ষে।
কিন্তু আমার জন্য একটা সিঙ্গেল গিফট সে আনে নাই। বিয়ের ২ বছরের সে কখনোই আমাকে সারপ্রাইজ গিফট বা এমনিতে কিছুই গিফট করেনি। কিছু লাগলে বললে কিনে দেয়,অনেক সময় দিবে দিবে করে আমি চাইতে চাইতে কিনে দেয়। আজ সে ঢাকা যাওয়ার ছিলো আমার মন খারাপ দেখে যায় নাই, আমাকে রাতে বলছে রান্নাবান্না ১২ টার মধ্যে সারতে, কিন্তু সকালে বাবুকে ওষুধ খাওয়ানোর সময় বাবু মুখ থেকে ওষুধ ফেলে দেয় সে আমাকে বলে আমার লাথি মে-রে ফুটবলের মতো ফেলে দিবে আমি চুপ ছিলাম কিছুই বলিনি অনেকক্ষণ পরে আমাকে সরি বলে। এখন বলে রেডি হতে আমি বাবুকে তার কাছে রেখে ওয়াশরুমে গেছি বাবু অনেক কান্না করাতে সে আমারও রেগে গেছে এখন আমার কাছে বাবুকে দিয়ে ঘুমাচ্ছে সে।
দিনশেষে বলবে সে যেতে বলছে আমি যাইনি। এমনিতে বলে আমাকে অনেক ভালোবাসে অন্যদিকে আমাকে কষ্ট দেয়। শ্বশুর কাজ ছাড়া কিছুই পাইনি রোবটের মতো জীবনযাপন করি।
আমার মনে হচ্ছে সারাজীবন আমার এভাবেই যাবে।
©©©