Protasha Cable Network

Protasha Cable Network প্রত্যাশা ক্যাবল নেটওয়ার্ক
Protasha Cable Network
protashacablenetworkoffical

📢 "কিছু কথা না বললেই নয়!"আপনার ইন্টারনেট কেন স্লো? দোষটা আসলে কার?👇 নিচের বাস্তব উদাহরণটা মিলিয়ে দেখুন, আপনি কোথায় দাঁড়...
26/06/2025

📢 "কিছু কথা না বললেই নয়!"

আপনার ইন্টারনেট কেন স্লো? দোষটা আসলে কার?

👇 নিচের বাস্তব উদাহরণটা মিলিয়ে দেখুন, আপনি কোথায় দাঁড়িয়ে!

---

🔹 আপনি একটি ২০ Mbps ইন্টারনেট সংযোগ নিয়েছেন।
কিন্তু সেটি একসাথে যদি ৭টি ডিভাইসে চলে, তাহলে?

👉 প্রতি ডিভাইসে পড়ে গড়ে মাত্র ~২.৮৬ Mbps!
আর এই ৭ ডিভাইসে নিচের কাজগুলো একসাথে চলছে:

১️⃣ ছোট ভাই অনলাইন গেম খেলছে
২️⃣ বড় ভাইয়ের কম্পিউটার দিয়ে ডাউনলোড
৩️⃣ ভাবি ইউটিউবে 1080p ভিডিও
4️⃣ ছোট বোন ফেসবুকে ভিডিও স্ক্রল
5️⃣ পাশের বাসার কেউ মুভি নামাচ্ছে
6️⃣ আম্মু 4K নাটক দেখছেন স্মার্ট টিভিতে
7️⃣ আপনি বলছেন, “নেট স্লো কেন?” 😅

---

🔹 “ট্র্যাফিক ফুল” মানে বুঝুন:

রাউটারে অনেক ডিভাইস কানেক্ট থাকলে, আপনি কিছু না চালালেও অন্যরা স্পিড খেয়ে নিচ্ছে।
তাই আপনি না চালিয়ে বসেও ইন্টারনেট স্লো পেতে পারেন!

---

🔹 রাউটারের দিকটা বুঝুন:

📌 সবাই চায় সস্তা রাউটার (৯৫০/১২০০ টাকার)।
কিন্তু সেই রাউটার ৩-৪টির বেশি ডিভাইস হ্যান্ডেল করতে পারে না।

💥 রাউটার গরম হয়ে যায়, হ্যাং করে, বারবার রিস্টার্ট নেয়।
আর তখন দোষ পড়ে আমাদের ঘাড়ে! 🤦

📱 আপনি যেমন দামী মোবাইল কেনেন ভালো পারফর্ম্যান্সের জন্য,
ঠিক তেমনিই দামী রাউটার মানে হলো শক্তিশালী নেটওয়ার্ক পারফর্ম্যান্স।

---

🔹 একটু হিসাব করে দেখুন:

✅ 1 Mbps = 128 KBps
✅ 20 Mbps = 2560 KBps
✅ ৭টি ডিভাইসে ভাগ করলে = প্রতি ডিভাইসে মাত্র ~365 KBps!

এই স্পিডে 4K ভিডিও, গেমিং, ডাউনলোড — সব কি একসাথে চলবে❓

---

🎯 উপসংহার:

✅ Mbps যত বেশি, তত বেশি ডিভাইস চালান
✅ ভালো রাউটার ব্যবহার করুন
✅ সবাইকে ব্যবহার নিয়ে সচেতন করুন
✅ অকারণে সার্ভিস প্রোভাইডার এর ঘাড়ে দোষ চাপাবেন না

---

📌 চিন্তা করুন, বুঝুন, তারপর মন্তব্য করুন।
আমরা মানুষ, রোবট না। সবার দায় কাঁধে তোলা যায় না।
স্মার্ট ব্যবহারেই ইন্টারনেট হবে ঝামেলামুক্ত।

---













পবিত্র ঈদ উল আযহার এই ত্যাগ ও কোরবানির মহিমান্বিত দিনে, আপনার ও আপনার প্রিয়জনের জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।প্রত্য...
08/06/2025

পবিত্র ঈদ উল আযহার এই ত্যাগ ও কোরবানির মহিমান্বিত দিনে, আপনার ও আপনার প্রিয়জনের জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
প্রত্যাশা ক্যাবল নেটওয়ার্ক -এর পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা।
🕌 ঈদ মোবারক! 🐐✨

ঈদের ছুটিতেও খোলা সার্বক্ষণিক গ্রাহক সেবা।সার্বক্ষণিক সহায়তা পেতে কল করুন: 01777-877207 নাম্বারে।
07/06/2025

ঈদের ছুটিতেও খোলা সার্বক্ষণিক গ্রাহক সেবা।

সার্বক্ষণিক সহায়তা পেতে কল করুন: 01777-877207 নাম্বারে।

🕌 এই ঈদে আনন্দে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? নিরাপত্তার দিকেও খেয়াল রাখুন! 🏠প্রিয় গ্রাহকগণ,ঈদের খুশিতে আমরা সবাই নিজ ন...
05/06/2025

🕌 এই ঈদে আনন্দে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? নিরাপত্তার দিকেও খেয়াল রাখুন! 🏠

প্রিয় গ্রাহকগণ,
ঈদের খুশিতে আমরা সবাই নিজ নিজ প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে বাড়ির পথে রওনা দিই। তবে তার আগে আপনার বাসার নিরাপত্তার কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি:

🔌 রাউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের সুইচ বন্ধ করে দিন – বিদ্যুৎ অপচয় ও দুর্ঘটনা এড়াতে।
🚪 দরজা ও জানালার তালা ঠিকভাবে লাগানো আছে কি না, একবার যাচাই করুন।
🔥 গ্যাসের চুলা ভালোভাবে বন্ধ আছে কি না দেখে নিন – নিরাপদ থাকার জন্য এটা খুবই জরুরি।
⚡ অপ্রয়োজনীয় সকল বৈদ্যুতিক সুইচ বন্ধ রাখুন – দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক।

আমরা চাই, আপনার ঈদযাত্রা হোক নিরাপদ, আর ফেরা হোক নিশ্চিন্ত ও আনন্দময়।

প্রত্যাশা ক্যাবল নেটওয়ার্ক -এর পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা ও ভালোবাসা। ❤️🐐

#প্রত্যাশা

বিল পে করুন সহজে  নগদ / বিকাশ / রকেটে বিস্তারিত জানতে কল করুনঃ ☎ 01777-877207 নাম্বারে।      #প্রত্যাশা  #ক্যাবল  #নেটওয়...
04/06/2025

বিল পে করুন সহজে
নগদ / বিকাশ / রকেটে

বিস্তারিত জানতে কল করুনঃ ☎ 01777-877207 নাম্বারে।

#প্রত্যাশা #ক্যাবল #নেটওয়ার্ক

যারা বাসা বা অফিসে নেটওয়ার্ক সমস্যা নিয়ে প্রতিদিন যুদ্ধ করেন — এবার সময় এসেছে মুক্তির!TP-Link TL-WR841N – 300Mbps Wirele...
11/05/2025

যারা বাসা বা অফিসে নেটওয়ার্ক সমস্যা নিয়ে প্রতিদিন যুদ্ধ করেন — এবার সময় এসেছে মুক্তির!
TP-Link TL-WR841N – 300Mbps Wireless Router

✔️ 2টি শক্তিশালী অ্যান্টেনা
✔️ হাই স্পিড 300Mbps
✔️ অনলাইন ক্লাস, গেমিং, অফিস মিটিং — সবই একদম স্মুথ
✔️ সাশ্রয়ী দামে নির্ভরযোগ্য পারফরমেন্স!

সবাই যখন স্মার্ট সলিউশনে যাচ্ছে, আপনি এখনো কেবল চিন্তায় আছেন?
এবার সিদ্ধান্ত নিন!

📞 মোবাইলঃ 01777-877207 নাম্বারে।

প্রিয় গ্রাহক,প্রচণ্ড গরমে আমাদের অনেক গ্রাহকদের রাউটার হ্যাং এবং হ্যাং জনিত কারণে কানেকশন স্লো, পিং লস ইত্যাদি ধরণের সম...
25/04/2025

প্রিয় গ্রাহক,

প্রচণ্ড গরমে আমাদের অনেক গ্রাহকদের রাউটার হ্যাং এবং হ্যাং জনিত কারণে কানেকশন স্লো, পিং লস ইত্যাদি ধরণের সমস্যা সম্মুক্ষীন হচ্ছেন। সঙ্গত কারণেই সকল গ্রাহকের বাসায় আমাদের সাপোর্ট টিম পাঠানো সম্ভব হচ্ছেনা। আপনাদের নিকট আহব্বান করছি যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা দিনে অন্তত এক-দুইবার রাউটার ও অনু ডিভাইস ১-৩ মিনিট পওয়ার অফ রেখে অন করবেন। আশা করি সেলফ সাপোর্ট নেওয়ার মাধ্যমে এই সমস্যা সমাধান হয়ে যাবে।

আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ।

প্রত্যাশা ক্যাবল নেটওয়ার্ক।

হোয়াটসঅ্যাপ - 01777-877207

কল - 01777-877207


ঝড় বৃষ্টির সময় রাউটার বন্ধ না করলে যে সমস্যা হতে পারেঃ- ইলেকট্রনিক্স জিনিসের জন্য পানি এবং বজ্রপাত খুবই বিপদজনক। বজ্রপাত...
24/04/2025

ঝড় বৃষ্টির সময় রাউটার বন্ধ না করলে যে সমস্যা হতে পারেঃ-

ইলেকট্রনিক্স জিনিসের জন্য পানি এবং বজ্রপাত খুবই বিপদজনক। বজ্রপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় রাউটার।

🔵 বজ্রপাতের আভাস পেলে শুধু রাউটারের লাইনই নয়; রাউটার থেকে ইন্টারনেট সংযোগের ল্যান ক্যাবলটিও খুলে রাখবেন। কারন অধিকাংশ এলাকায় দেখা যায় ইন্টারনেট সংযোগে বৈদ্যুতিক খুটিগুলোর মাধ্যমে ইন্টারনেটের তারগুলো টানা হয়। তবে যদি আপনার ইন্টারনেট সংযোগে অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হয় তাহলে বজ্রপাতের ক্ষতির আশংকা কম থাকে।
🔵 বজ্রপাতের সময় আপনার রাউটারের একমাত্র আসল ঝুঁকি হল কাছাকাছি বা সরাসরি বজ্রপাত। এমন অবস্থায় আপনার রাউটারের সাথে যদি পিসি বা ল্যাপটপ সরাসরি তারের মাধ্যমে সংযুক্ত থাকে তাহলে সেগুলোও ক্ষতিগ্রস্ত হবে।
🔵 যদি বজ্রপাত আপনার এলাকায় আঘাত হানে তবে আপনার রাউটারটি আনপ্লাগ করুন , নতুবা আপনি কম্পিউটারের সমস্ত তথ্য হারাতে পারেন। বজ্রপাতের ফলে পাওয়ার সার্জ ঘটতে পারে যা রাউটারকে পুরোপুরি অকেজো করে দিতে পারে।
🔵 বজ্রপাত পড়লে হাই ভোল্টেজ আর হাই ফ্রিকোয়েন্সির সৃষ্টি হয়ে, এর ফলে ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে।
🔵 ঘরের আশেপাশে বাজ পড়লেও একটি তড়িতচৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটি বাজের থেকে কম শক্তিশালী হলেও বাড়ির বিদ্যুতের চেয়ে বহুগুণ শক্তিশালী। তাই এর ফলেও বাড়িতে ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে।

✨ বিস্তারিত জানতে / ইন্টারনেট সংযোগের জন্য কল করুনঃ 📞01777-877207 নাম্বারে।

সুপার ফাস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিড নিয়ে এখন পুরো ভেলুয়া ও গাইবান্ধা ইউনিয়ন জুড়ে বিভিন্ন এলাকায়।প্রত্যাশা ক্যাবল নেট...
06/04/2025

সুপার ফাস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিড নিয়ে এখন পুরো ভেলুয়া ও গাইবান্ধা ইউনিয়ন জুড়ে বিভিন্ন এলাকায়।
প্রত্যাশা ক্যাবল নেটওয়ার্ক দিচ্ছে আকর্ষণীয় ইন্টারনেট প্যাকেজ।
YouTube ও Facebook এ অনাকাংখিত ও বিরক্তিকর বাফারিং আর নয়; আমাদের নিজস্ব ক্যাশ সার্ভার আপনাকে দিবে স্মুথ এক্সপেরিয়েন্স। ইন্টারনেট ব্রাউজিং কিংবা গেমস খেলা হবে সবচেয়ে কম পিং টাইম এ।
তাই আর দেরি না করে লুফে নিন ভেলুয়া ও গাইবান্ধা ইউনিয়নের অন্যতম বড় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিবার প্রত্যাশা ক্যাবল নেটওয়ার্ক এর সার্ভিস, আর উপভোগ করুন সর্বোচ্চ গতির অপটিক্যাল ফাইবার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা এবং নিরবিচ্ছিন্ন সার্ভিস।
নতুন সংযোগ নিতে কল করুন : 01777-877207 অথবা ফেসবুক পেইজে মেসেজ দিন https://www.facebook.com/protashacablenetwork .
নতুন সংযোগ নিতে বেছে নিন আপনার পছন্দের প্যাকেজ :
✅10 Mbps মাত্র 600tk
✅12 Mbps মাত্র 700tk
✅15Mbps মাত্র 800tk
✅20Mbps মাত্র 900tk
✅30Mbps মাত্র 1000tk
✅40Mbps মাত্র 1500tk
✅50Mbps মাত্র 2000tk
# সব প্যাকেজেই নিচের সকল সুবিধা থাকছে #
-----------------------------------
BDIX, YouTube, FTP Server, Torrent Servers, Streaming Server, Live HD TV, 24/7 Online Support
#ইন্টারনেট #নেটওয়ার্কিং #ব্যান্ডউইথ #প্রত্যাশা

জরুরী বিজ্ঞপ্তিপ্রত্যাশা ক্যাবল নেটওয়ার্কের সার্ভার মেইনটেনেন্স এর কাজ চলছে, যার ফলে সকল ইউজারের ইন্টারনেট সেবা ব্যাহত হ...
01/04/2025

জরুরী বিজ্ঞপ্তি

প্রত্যাশা ক্যাবল নেটওয়ার্কের সার্ভার মেইনটেনেন্স এর কাজ চলছে, যার ফলে সকল ইউজারের ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। আমাদের টেকনিক্যাল টিম সমস্যাটির সমাধানে কাজ করে যাচ্ছে।

সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

প্রত্যাশা ক্যাবল নেটওয়ার্ক এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করুন সহজ কিছু ধাপে! নিয়মিত রাউটার পাসওয়ার্ড পরিবর্তন, সিস্টেম আপডেট এবং কানেকশন মনিটরিংয়ের মাধ্...
31/03/2025

নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করুন সহজ কিছু ধাপে! নিয়মিত রাউটার পাসওয়ার্ড পরিবর্তন, সিস্টেম আপডেট এবং কানেকশন মনিটরিংয়ের মাধ্যমে সংযোগ রাখুন সুরক্ষিত।

প্রত্যাশা ক্যাবল নেটওয়ার্ক -এর নতুন সংযোগ নিতে ও
বিস্তারিত জানতে কল করুনঃ 01777-877207 নাম্বারে ।

Address

দত্ত পাড়া, আনন্দ বাজার টানা ব্রীজ, ইসলামপুর, জামালপুর
Mymensingh
2020

Telephone

+8801777877207

Website

https://www.facebook.com/Protashacablenetwork, https://s.id/Prota

Alerts

Be the first to know and let us send you an email when Protasha Cable Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Protasha Cable Network:

Share