31/12/2024
"২০২৪ এর শেষ বেলা"
সারাদিন হাসি খুশি, রাত এলেই তোমার স্মৃতি,
তোমায় ছাড়া কাটছে বছর, বাড়ছে শুধু বিষণ্ণতা।
নতুন বছরে নতুন আশা, নতুন স্বপ্ন মনে,
তবু তোমার অভাব রেখে একা রাতের কোনো এক কোণে।
২০২৫ আসুক সুখ নিয়ে, পূর্ণ হোক আশা,
তোমার স্মৃতি বুকে নিয়ে কাটুক জীবন ভালবাসা।